ঐতিহাসিক চরিত্র অবশ্যই ইতিহাসের একজন উল্লেখযোগ্য ব্যক্তি। যারা অতীতে আবির্ভূত হয়ে নিজেদের কার্যকলাপ দ্বারা অন্যান্য মানুষের জীবন এবং চেতনার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিলেন তাঁরাই ঐতিহাসিক চরিত্র।
ইতিহাসের সরল ব্যাখ্যা দিতে গিয়ে অনেকে তাকে মূলত মানুষের কাহিনী বলেই মনে করেছেন। কারণ তাদের মতে, মানুষই ইতিহাসের মূল নায়ক এবং তাদেরকে কেন্দ্র করেই ইতিহাসের যাবতীয় গঠনা গড়ে উঠেছে। কিন্তু বিষয়টি সম্পর্কে গভীরতর অন্তদৃষ্টি লাভের জন্য এই সরল ব্যাথা যথেষ্ট নয়। আরও নানা গুরুত্বপূর্ণ সংজ্ঞা বা আলোচনার বিষয়বস্তুকে অনুসন্ধান ও পরীক্ষা করা জরুরী হয়ে পড়েছে। কারণ এই সংজ্ঞাগুলির সতর্ক বিবেচনার মাধ্যমেই একমাত্র জ্ঞানলাভ করা সম্ভব বিভিন্ন দৃষ্টিকোণ বা প্রেক্ষাপট সম্পর্কে, যার সাহায্যে ঐতিহাসিকগণ ইতিহাসকে লক্ষ্য বা বিবেচনা করেছেন।
ইতিহাসের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে স্যার ওয়াল্টার র্যালে অনেকটা ফ্রান্সিস বেকনের সঙ্গে সুর মিলিয়েছেন।র্যালের মতে, “সমস্ত ইতিহাসেরই চূড়ান্ত লক্ষ্য হল বিগত দিনের উদাহরণ বা ঘটনাবলী থেকে সেই শিক্ষা দেওয়া, যে শিক্ষা আমাদের ইচ্ছা এবং কাজকর্মকে নিয়ন্ত্রিত করতে পারে”। র্যালে ইতিহাসের এই শিক্ষামূলক দিকটির উপরই বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছেন।
এক দল ঐতিহাসিক তাঁদের ইতিহাস রচনার ক্ষেত্রে ‘Personality cult’ বা বাক্তিত্বের পূজাবাদে অধিকতর আস্থা স্থাপন করেন। তাদের মতে, পৃথিবীর বহু দেশের ইতিহাসের সিংহভাগ অধিকার করে রয়েছেন বিখ্যাত যোদ্ধা, সাম্রাজ্য বিজেতা, দক্ষ প্রশাসক বা বিভিন্ন ক্ষেত্রে অনন্য কৃতিত্বের অধিকারী ঐতিহাসিক মহান ব্যক্তিত্ব বা চরিত্র। এই দলের ঐতিহাসিকদের মতে, ১৭৯৯ থেকে ১৮১৫ সাল পর্যন্ত ফ্রান্সের ইতিহাস একান্তই ফরাসি সম্রাট প্রথম নেপোলিয়ন -এর ব্যক্তিত্বের ইতিহাস। কারণ, বলেন। সেই সময় ফ্রান্স তথা ইউরোপ -এর ইতিহাসের মূল কেন্দ্রবিন্দু ছিলেন তিনিই।
আর. ডবলিউ. এমার্সন (R. W. Emmerson) বলেছেন, “Thers is properly no history but only biography” অর্থাৎ ইতিহাস বলতে যা বোঝায় তা কেবল ব্যক্তির জীবনী। একথা অনস্বীকার্য যে, পৃথিবীর ইতিহাস লক্ষ্য করলে দেখা যায়, ইতিহাসের মহৎ ব্যক্তিগণ তাঁদের অনন্য কৃতিত্ব ও জীবনাদর্শের মাধ্যমে সামগ্রিকভাবে জাতীয় জীবন ও সমসাময়িক ইতিহাসকে অনেকাংশে প্রভাবিত করে গেছেন।
উল্লেখযোগ্য ঐতিহাসিক চরিত্র গুলি সম্পর্কে যেমন গভীর পর্যালোচনা করা হবে তেমনি এই পর্যালোচনার মাধ্যমে ঐতিহাসিক চরিত্র গুলির গভীর তাৎপর্য সকলের সামনে তুলে ধরা হবে।
ঐতিহাসিক চরিত্র
নিম্নে আধুনিক ইতিহাসের পক্ষ থেকে ঐতিহাসিক চরিত্রগুলির লিঙ্ক দেওয়া হল-👇
- প্রথম কনস্টানটাইন
- বাবর কন্যা গুলবদন বেগম
- ইউসুফ পাঠান
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- লীলা মজুমদার
- সুকান্ত ভট্টাচার্য
- মাইকেল মধুসূদন দত্ত
- সুকুমার রায়
- অম্বপালী
- সুমাগধা
- শবরী
- সাবিত্রী
- শৈব্যা
- অদিতি
- সীতা
- মৈত্রেয়ী
- গার্গী
- দেবহুতি
- আত্রেয়ী
- রুক্মাবতী
- পটাচারা
- শার্লামেন
- সুলভা
- সুজাতা
- মালিনী
- নবম লুই
- সপ্তম লুই
- লোকনাথ ব্রহ্মচারী
- দময়ন্তী
- শকুন্তলা
- ঊর্বশী
- প্রাচীন ভারতের বিদুষী নারী সুপ্রিয়া
- প্রাচীন ভারতের বিদুষী নারী সোমা
- মৌর্য সম্রাট অশোকের কন্যা সংঘমিত্রা
- মহাপ্রজাপতি গৌতমী
- নিকলো ম্যাকিয়াভেলি
- প্রাচীন ভারতের বৌদ্ধ যুগের বিদুষী নারী শুক্লা
- প্রাচীন ভারতের বিদুষী নারী কাশীসুন্দরী
- জার্মান সম্রাট ফেডারিক বারবারোসা
- দ্বিতীয় ফেডারিক
- বিশাখা
- যশোধরা
- সতী
- সুজাতা
- পার্বতী
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- লোপামুদ্রা
- বাক (দেবী)
- সূর্যা
- মহম্মদ ইকবাল
- অপালা
- মার্টিন লুথার
- টাইকো ব্রাহে
- কণিষ্ক
- টমাস ক্রমওয়েল
- ক্ষীরোদাসুন্দরী চৌধুরী
- ননীবালা দেবী
- দুকড়িবালা দেবী
- জিওরদানো ব্রুনো
- ঘোষা
- বিশ্ববারা
- দেবী দুর্গা (Devi Durga)
- রুদ্রদামন (Rudradaman)
- খারবেল (Kharbel)
- ধননন্দ (Dhanananda)
- মহাপদ্ম নন্দ (Mahapadma Nanda)
- বিন্দুসার (Bindusara)
- বিম্বিসার (King Bimbisar)
- সিরাজউদ্দৌলা (Siraj ud-Daulah)
- অজাতশত্রু (Ajatashatru)
- বিশ্বকর্মা
- হর্ষবর্ধন (Harshavardhana)
- চন্দ্রগুপ্ত মৌর্য
- রণবীর সিং
- সর্বপল্লী রাধাকৃষ্ণণ
- কৌটিল্য
- জেমস মিল
- টমাস ব্যাবিংটন মেকলে
- হেমচন্দ্র কানুনগো
- শম্ভু মিত্র
- নীল আর্মস্ট্রং
- একনাথ শিন্ডে
- সুস্মিতা সেন
- লক্ষ্মণ সেন
- বীরসালিঙ্গম পানতুলু
- বল্লাল সেন
- মৃদুল দাশগুপ্ত
- ললিত মোদী
- বাপ্পি লাহিড়ী
- অটো ফন বিসমার্ক
- নেপোলিয়ন বোনাপার্ট
- অশোক
- রাজারাম
- প্রথম বাহাদুর শাহ
- তৃতীয় শিবাজি
- বিজয় সেন
- নূপুর শর্মা
- শাহজী ভোঁসলে
- শম্ভুজী
- জাহান্দার শাহ
- মোগল সম্রাট মহম্মদ শাহ
- ফারুখসিয়ার
- দ্বিতীয় ভীম
- ইবন বতুতা
- চাপেকর ভ্রাতৃদ্বয়
- রাজা ভোজ
- প্রথম সোমেশ্বর
- প্রথম ভীম
- মহম্মদ শাহ
- সিকান্দার লোদী
- কাইকোবাদ
- আলাউদ্দিন আলম শাহ
- বহলুল লোদী
- দ্বিতীয় বিক্রমাদিত্য ত্রিভুবনমল্ল
- কৃষ্ণদেব রায়
- আলাউদ্দিন খলজির চরিত্র
- বেহুলা
- গুরু গোবিন্দ সিংহ
- চাঁদ সদাগর
- জগদীপ ধনখড়
- ডেভিড লিভিংস্টোন
- উইলিয়াম হার্ভে
- জর্জ ওয়াশিংটন
- জন মিলটন
- জগদীশচন্দ্র বসু
- মাইকেল অ্যাঞ্জেলো
- সত্যজিৎ রায়
- জন এফ কেনেডি
- হো চি মিন
- হিপোক্রেটস
- ফেরদৌসী
- জর্জ বার্নার্ড শ
- হেনরিক ইবসেন
- ফ্লোরেন্স নাইটিঙ্গেল
- এডওয়ার্ড জেনার
- মামুদ গাওয়ান
- মোবারক খান
- আলাউদ্দিন খলজি
- বৈরাম খাঁ
- মালিক অম্বর
- ইব্রাহিম লোদী
- খিজির খান
- মহম্মদ বিন তুঘলক
- চার্লস রবার্ট ডারউইন
- আলেকজান্ডার ফ্লেমিং
- মুস্তাফা কামাল আতাতুর্ক পাশা
- পাবলো পিকাসো
- জন কিটস
- পাবলো নেরুদা
- জোসেফ স্টালিন
- জেমস ওয়াট
- সিগমুন্ড ফ্রয়েড
- চার্লি চ্যাপলিন
- অ্যাডলফ হিটলার
- বারট্রান্ড রাসেল
- পার্শী বিশি শেলী
- জুলিয়াস সিজার
- রাণী প্রথম এলিজাবেথ
- চেঙ্গিজ খান
- বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
- মাও সে তুং
- উইলিয়াম শেকসপীয়ার
- ক্রিস্টোফার কলম্বাস
- লিও তলস্তয়
- আব্রাহাম লিঙ্কন
- শিবাজি
- শিবাজীর পরবর্তী বংশধরগণ
- টিপু সুলতান
- স্বামী দয়ানন্দ সরস্বতী
- রাজা গনেশের উত্তরাধিকারীগণ
- মামুদ
- নসরৎ শাহের চরিত্র ও কৃতিত্ব
- নসরৎ শাহের পরবর্তী উত্তরাধিকারীগণ
- আলাউদ্দিন হুসেন শাহের চরিত্র ও কৃতিত্ব
- ফিরোজ শাহ তুঘলকের দুর্বল উত্তরাধিকারীগণ
- যদুনাথ সরকার
- হায়দার আলি
- সতীশ চন্দ্র
- ডিরোজিও
- ওম বিড়লা
- খসরু শাহ
- ফিরোজ শাহ তুঘলক
- মোবারক খলজি
- পেশোয়া প্রথম মাধবরাও
- নারায়ণ গুরু
- আবদুল হামিদ লাহোরি
- মহম্মদ কাশিম ফিরিস্তা
- ইসলাম শাহ
- মহম্মদ আদিল শাহ
- আলাউদ্দিন হুসেন শাহ
- গিয়াসুদ্দিন আজম শাহ
- রুকনউদ্দিন বারবক শাহ
- খাজা নিজামউদ্দিন আহম্মদ
- ঔরঙ্গজেবের রাজপুত নীতি
- ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও
- সিকান্দার শাহ
- বরুণ গান্ধী
- যশোবর্মন
- পেশোয়া প্রথম বাজিরাও
- নসরৎ শাহ
- ঔরঙ্গজেবের চরিত্র ও কৃতিত্ব
- শিবাজির চরিত্র ও কৃতিত্ব
- পেশোয়া বালাজি বিশ্বনাথ
- দ্বিতীয় নন্দী বর্মন
- প্রথম রাজরাজ চোল
- রাজা গণেশ
- শামসুদ্দীন ইলিয়াস শাহ
- তুঘ্রিল খান
- নাসিরুদ্দিন মামুদ শাহ
- গিয়াসউদ্দিন বলবন
- রুকনউদ্দিন ফিরোজ শাহ
- নাসিরউদ্দিন মাহমুদ শাহ
- শামসউদ্দিন আহম্মদ শাহ
- আলাউদ্দিন ফিরোজ শাহ
- শামসুদ্দিন ইউসুফ শাহ
- জালালউদ্দিন ফতে শাহ
- সবুক্তগীন
- কুতুবউদ্দিন আইবক
- ইলতুৎমিস
- মহম্মদ ঘুরী
- জাহাঙ্গীর ও নূরজাহান
- তৃতীয় কৃষ্ণ
- জালালউদ্দিন ফিরোজ খলজি
- মুক্তাপীড় ললিতাদিত্য
- মিহির ভোজ বা প্রথম ভোজ
- তৃতীয় পৃথ্বিরাজ চৌহান
- প্রথম মহেন্দ্র বর্মন
- প্রথম নরসিংহ বর্মন
- দ্বিতীয় নরসিংহ বর্মন
- প্রথম রাজেন্দ্র চোল
- প্রথম কুলোত্তুঙ্গ
- ধর্মপাল
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- রামপাল
- প্রথম মহীপাল
- দেবপাল
- গোপাল
- যশোধর্মন
- সমুদ্রগুপ্ত
- প্রথম চন্দ্রগুপ্ত
- ডিমিট্রিয়াস
- মিনান্দার
- বিম কদফিসেস
- রামগুপ্ত
- বিক্রমাদিত্য ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- কুমার গুপ্ত
- কুজুল কদফিসেস
- গণ্ডোফার্নেস
- শক-ক্ষত্রপগণ
- নহপান
- স্কন্দগুপ্ত
- মিহিরকুল
- মান সিংহ
- পুষ্যমিত্র শুঙ্গ
- পুলুমায়ি
- মুসোলিনি
- পণ্ডিত জওহরলাল নেহরু
- সুভাষ মুখোপাধ্যায়
- মতিলাল নেহেরু
- লেনিন
- কবি জয়দেব
- জার দ্বিতীয় আলেকজাণ্ডার
- মহাশ্বেতা দেবী
- কর্তার সিং দুগগাল
- অজিতেশ বন্দ্যোপাধ্যায়
- সৈয়দ মুস্তাফা সিরাজ
- মানিক বন্দ্যোপাধ্যায়
- জীবনানন্দ দাশ
- শক্তি চট্টোপাধ্যায়
- সমর সেন
- ব্রের্টোল্ট ব্রেখট
- জার প্রথম নিকোলাস
- ক্যাভুর
- অম্ভি
- দাদাভাই নওরোজি
- রামপ্রসাদ
- চেতক
- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- ঝালা মানসিংহ
- ভগৎ সিং
- ফিরোজ শাহ মেহতা
- বদরুদ্দীন তৈয়াবজী
- বটুকেশ্বর দত্ত
- নিতিন জয়রাম গড়কড়ি
- লালা লাজপৎ রায়
- ঋষি সুনক
- গ্যারিবল্ডি
- দ্বিতীয় পুলকেশী
- বখতিয়ার খলজি
- টোডরমল
- আবুল ফজল
- গোপালকৃষ্ণ গোখলে
- নানা ফড়নবীশ
- আব্দুল কাদির বদাউনি
- রণজিৎ সিংহ
- মুর্শিদকুলি খাঁ
- পেশোয়া বালাজি বাজিরাও
- আলিবর্দি খাঁ
- সাবিত্রীবাই ফুলে
- মিরকাশিম
- মিরজাফর
- জ্যোতিবা ফুলে
- ঋষি অরবিন্দ ঘোষ
- আকবরের চরিত্র ও কৃতিত্ব
- বাবরের চরিত্র ও কৃতিত্ব
- হুমায়ুনের চরিত্র ও কৃতিত্ব
- শের শাহের চরিত্র ও কৃতিত্ব
- জাহাঙ্গীরের চরিত্র ও কৃতিত্ব
- শাহজাহানের চরিত্র ও কৃতিত্ব
- স্যার সৈয়দ আহমদ খান
- মহাবিদ্রোহে নেতৃত্ব
- বাল গঙ্গাধর তিলক
- ক্ষুদিরাম বসু
- মহাদেব গোবিন্দ রাণাডে
- তিতুমীর
- বিরসা মুন্ডা
- জার প্রথম আলেকজান্ডার
- জোসেফ ম্যাৎসিনি
- সরোজিনী নাইডু
- প্রীতিলতা ওয়াদ্দেদার
- ফুমিও কিশিদা
- শিনজো আবে
- মহাত্মা গান্ধী
- রাজেন্দ্র প্রসাদ
- রাসবিহারী বসু
- সুভাষচন্দ্র বসু
- ভীমরাও রামজী আম্বেদকর
- শেরশাহ
- ঝাঁসীর রাণী লক্ষ্মী বাঈ
- মাতঙ্গিনী হাজরা
- বিপিনচন্দ্র পাল
- জ্যোতি বসু
- বুদ্ধদেব ভট্টাচার্য
- হরিনাথ মজুমদার
- দ্বারকানাথ বিদ্যাভূষণ
- কল্পনা দত্ত
- যশবন্ত সিনহা
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- দ্রৌপদী মুর্মু
- নবগোপাল মিত্র
- বাবর
- হুমায়ুন
- কাদম্বিনী গাঙ্গুলী
- উমেশচন্দ্র দত্ত
- অক্ষয় কুমার দত্ত
- অজয়কুমার মুখোপাধ্যায়
- প্রফুল্ল চন্দ্র সেন
- সিদ্ধার্থ শঙ্কর রায়
- ডা. বিধানচন্দ্র রায়
- প্রফুল্লচন্দ্র ঘোষ
- আকবর
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- মহারানা প্রতাপ সিংহ
- ঔরঙ্গজেব
- শাহজাহান
- জাহাঙ্গীর
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
- হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়
- ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
- নূরজাহান
- সরলা দেবী চৌধুরাণী
- রাজিয়া
- নেফারতিতি
- দুর্গাবতী
- ক্লিওপেট্রা
- গৌতমীপুত্র সাতকর্ণি
- প্রথম সাতকর্ণি
- শশাঙ্ক
- সেলুকাস
- পুরু
- আলেকজান্ডার
আধুনিক ইতিহাস -অন্যান্য ঐতিহাসিক বিষয়
আধুনিক ইতিহাস AdhunikItihas.com 👈 হল ইতিহাস চর্চার নুতন দিগন্ত । ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে । আধুনিক ইতিহাস Adhunik Itihas চর্চা করা হবে তেমনি বিশ্বের জ্ঞান ভান্ডার কে সহজ ভাবে তুলে ধরা হবে । অন্যান্য ঐতিহাসিক বিষয়গুলি জানতে নিচে ক্লিক করুন 👇
Sl No | ঐতিহাসিক বিষয় |
---|---|
1 | ঐতিহাসিক গ্রন্থ |
2 | ঐতিহাসিক ঘটনা বা গল্প |
3 | ঐতিহাসিক চরিত্র |
4 | ঐতিহাসিক চিন্তাবিদ |
5 | ঐতিহাসিক নিদর্শন |
6 | ঐতিহাসিক মনীষী |
7 | ঐতিহাসিক যুগ |
8 | ঐতিহাসিক যুদ্ধ |
9 | ঐতিহাসিক শিক্ষাক্ষেত্র |
10 | ঐতিহাসিক স্থান |
11 | পত্রিকা |
12 | পর্যটক |
13 | ভারতের সংবিধান |
14 | মনীষীদের বাণী |
15 | লিপি |
16 | উৎসব |
আধুনিক ইতিহাস (adhunikitihas.com) ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য ধন্যবাদ। আমাদের ওয়েবসাইটের সমস্ত পোস্টগুলি বিশেষজ্ঞ (About us) দ্বারা রচিত। যদি মুদ্রণ বা টাইপিং জনিত কোন ভুল থাকে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আপনাদের মূল্যবান মতামত আমাদের চলার পথ সুগম করে তুলবে। ঐতিহাসিক চরিত্রগুলি জানুন ও অপরকে ঐতিহাসিক চরিত্রগুলি জানাতে পোস্টটি শেয়ার করুণ।