শাহজী ভোঁসলে

শাহজী ভোঁসলে প্রসঙ্গে তার জন্ম, পিতামাতা, বিবাহ, রাজনৈতিক জীবনের সূচনা, ভাগ্যের সন্ধান, নিজাম শাহী রাজ্যে চাকরি গ্ৰহণ, আহম্মদনগরেপ্রত্যাবর্তন, বিজাপুরে চাকরি ও তার মৃত্যু সম্পর্কে জানবো।

শাহজী ভোঁসলে

ঐতিহাসিক চরিত্রশাহজী ভোঁসলে
জন্ম১৫৯৪ খ্রি:
পিতাসারগিরোহ মালোজি ভোসলে
মাতাউমাবাই
পুত্রশিবাজি
মৃত্যু১৬৬৪ খ্রি:
শাহজী ভোঁসলে

ভূমিকা :- ষোড়শ শতাব্দীর শেষ দিকে পুনা জেলার ভোঁসলে পরিবার আহম্মদনগর রাজ্যে সামরিক এবং রাজনৈতিক প্রাধান্য লাভ করে। এই পরিবারের অন্যতম বিশিষ্ট ব্যক্তি ছিলেন শাহজী ভোঁসলে।

শাহজী ভোঁসলের জন্ম

১৮ মার্চ ১৫৯৪ সালে শাহজী ভোঁসলে জন্মগ্ৰহণ করেন।

মারাঠা নেতা শাহজী ভোঁসলের পিতামাতা

এই শাহজি ছিলেন সারগিরোহ মালোজি ভোসলের পুত্র। তার পিতা ছিলেন একজন মারাঠা যোদ্ধা এবং সম্ভ্রান্ত ব্যক্তি। তার মায়ের নাম উমাবাই।

শাহজী ভোঁসলের বিবাহ

আহম্মদনগরের নেতৃস্থানীয় হিন্দু অভিজাতদের মধ্যে অন্যতম লাখজী যাদব রাও-এর কন্যা জিজাবাঈকে বিবাহ করেন শাহজী ভোঁসলে।

যোদ্ধা শাহজী ভোঁসলের রাজনৈতিক জীবনের সূচনা

মুঘল আক্রমণের ফলে দাক্ষিণাত্যের রাজনৈতিক অবস্থা যখন অনিশ্চিত হয়ে পড়েছিল সেই সময় তিনি তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন।

ভাগ্যের সন্ধানে শাহজী ভোঁসলে

তিনি আহম্মদনগরের সুলতানের অধীনে চাকুরি গ্রহণ করেন। পরবর্তীতে মালিক অম্বর-এর সঙ্গে মতবিরোধের ফলে তিনি ১৬১৫ খ্রিস্টাব্দে বিজাপুরের সুলতান -এর অধীনে ভাগ্যের সন্ধান করেন।

নিজাম শাহী রাজ্যে শাহজী ভোঁসলের চাকরি

মালিক অম্বরের মৃত্যুর পরে বিশৃঙ্খলার সময়ে তিনি নিজাম শাহী রাজ্যে চাকুরিতে ফিরে আসেন (১৬২৮)। দুই বৎসর পরে তিনি মুঘলদের অধীনে চাকুরি গ্রহণ করেন। ১৯৩০)।

আহম্মদনগরে শাহজী ভোঁসলের প্রত্যাবর্তন

১৬৩২ খ্রিস্টাব্দে তিনি আহম্মদনগরে ফিরে আসেন এবং এক পুতুল নিজাম শাহী সুলতানকে সিংহাসনে স্থাপন করেন।

বিজাপুরের চাকরিতে শাহজী ভোঁসলের পুনরায় যোগদান

১৬৩৬ খ্রিস্টাব্দে তিনি পুনরায় বিজাপুরের চাকুরিতে যোগ দেন।

শাহজী ভোঁসলের মৃত্যু

১৬৬৪ খ্রিস্টাব্দের প্রথম দিকে একটি শিকার দুর্ঘটনায় শাহজী ভোঁসলের মৃত্যু হয়।

উপসংহার :- শাহজী ভোঁসলের জীবনের সকল ঘটনা থেকে দক্ষিণ ভারত-এর তৎকালীন রাজনৈতিক অস্থিরতার পরিচয় পাওয়া যায়। তার জীবনের শেষ ভাগ তাঁর পুত্র শিবাজীর জীবনের সাথে যুক্ত।

(FAQ) শাহজী ভোঁসলে সম্পর্কে জিজ্ঞাস্য?

১. শাহজী ভোঁসলে কে ছিলেন?

মারাঠা নায়ক শিবাজীর পিতা।

২. শাহজী ভোঁসলের জন্ম কখন হয়?

১৫৯৪ খ্রিস্টাব্দে।

৩. শাহজী ভোঁসলের পিতামাতার নাম কি?

সারগিরোহ মালোজি ভোসলের ও উমাবাই।

৪. শাহজী ভোঁসলের মৃত্যু কখন হয়?

১৬৬৪ খ্রিস্টাব্দে।

Leave a Comment