ঐতিহাসিক যুদ্ধ

প্রাচীন কাল থেকে মানব সভ্যতায় ঘটে যাওয়া যে সব যুদ্ধ ইতিহাসে আলাদাভাবে স্থান করে নিয়েছে সেগুলিকে ঐতিহাসিক যুদ্ধ বলা হয়। ঐতিহাসিক যুদ্ধের উদাহরণ হিসেবে কলিঙ্গ যুদ্ধ, পলাশীর যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলা যায়।

সাধারণ ভাষায় যুদ্ধ হল মহারণ, যেখানে জয়লাভের উদ্দেশ্যে সামরিক বাহিনীর বিভিন্ন সংগঠন অর্থাৎ স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী তাদের সব রকম রণশক্তি রণসম্ভার ও অদম্য মনোবল নিয়ে বিপক্ষের সাথে লড়াই করে এবং বিপক্ষের রণশক্তি, রণসম্ভার ও মনোবলকে হ্রাস করে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। এই প্রক্রিয়াকে বলা হয় যুদ্ধ।

সমাজের দ্বারা স্বীকৃত দুই বা ততোধিক দল বা গোষ্ঠী বা জাতি একে অপরের উপর আধিপত্য বিস্তারের জন্য সামরিক অস্ত্র-শস্ত্র ও বল প্রয়োগের মাধ্যমে যে সংগ্রাম বা লড়াই করে তাকে যুদ্ধ বলে। প্রাচীন কাল থেকেই যুদ্ধের শেষ নেই। ইতিহাসে স্থায়ীভাবে স্থান লাভ করা যুদ্ধই হল ঐতিহাসিক যুদ্ধ।

অর্থনৈতিক শক্তি বৃদ্ধি যুদ্ধের উদ্দেশ্যের একটি অন্যতম কারণ রূপে গণ্য করা হয়। বৈদেশিক বাজার দখল করা আজকাল যুদ্ধের মুখ্য উদ্দেশ্যে পরিণত হয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতিতে শক্তির ভারসাম্য ফিরিয়ে আনতে শত্রুপক্ষের সৈন্য ও সেই দেশের জনগণের মনোবল নষ্ট করাও যুদ্ধের অন্যতম উদ্দেশ্য বলে পরিগণিত হয়।

বিশ্বের শক্তিশালী রাষ্ট্র অপেক্ষাকৃত ক্ষুদ্র ও দুর্বল রাষ্ট্রের উপর বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক রাজনৈতিক ও সামরিক চাপের সৃষ্টি করে রক্তপাতহীন ভাবে তাদের নিজের অধিকারে ও নিয়ন্ত্রণে নিয়ে আসার এক ধরনের বাতাবরণ সৃষ্টি করে চলে। এতে কোনো রকম রক্তাক্ত সংঘর্ষের চিহ্ন পাওয়া যায় না। এই ধরনের যুদ্ধ হল ঠান্ডা যুদ্ধ বলে, যা ইতিহাসে ‘Cold War’ নামে পরিচিত।

প্রাচীনকাল থেকে শুরু করে ১৭৮৯ খ্রিস্টাব্দে ফ্রান্স -এ ফরাসি বিপ্লব -এর পূর্ব পর্যন্ত সীমিত সৈনিক ও প্রথাগত বা প্রাচীন অস্ত্ৰ-শস্ত্র নিয়ে যে যুদ্ধ সংঘটিত হয়েছে তাকে প্রথাগত যুদ্ধ বলে। ভারত -এর ক্ষেত্রে পলাশির যুদ্ধ -এর কথা বলা যায়।

বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ সম্পর্কে গভীর ভাবে পর্যালোচনা করার পাশাপাশি এই সব ঐতিহাসিক যুদ্ধের কারণ, গুরুত্ব ও তাৎপর্য সকলের সামনে তুলে ধরা হবে।

ঐতিহাসিক যুদ্ধ

নিম্নে আধুনিক ইতিহাসের পক্ষ থেকে ঐতিহাসিক যুদ্ধগুলির লিঙ্ক দেওয়া হল-👇


আধুনিক ইতিহাস -অন্যান্য ঐতিহাসিক বিষয়

আধুনিক ইতিহাস AdhunikItihas.com 👈 হল ইতিহাস চর্চার নুতন দিগন্ত । ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে । আধুনিক ইতিহাস Adhunik Itihas চর্চা করা হবে তেমনি  বিশ্বের জ্ঞান ভান্ডার কে   সহজ ভাবে তুলে ধরা হবে । অন্যান্য ঐতিহাসিক বিষয়গুলি জানতে নিচে ক্লিক করুন 👇

Sl Noঐতিহাসিক বিষয়
1ঐতিহাসিক গ্রন্থ
2ঐতিহাসিক ঘটনা বা গল্প
3ঐতিহাসিক চরিত্র
4ঐতিহাসিক চিন্তাবিদ
5ঐতিহাসিক নিদর্শন
6ঐতিহাসিক মনীষী
7ঐতিহাসিক যুগ
8ঐতিহাসিক যুদ্ধ
9ঐতিহাসিক শিক্ষাক্ষেত্র
10ঐতিহাসিক স্থান
11পত্রিকা
12পর্যটক
13ভারতের সংবিধান
14মনীষীদের বাণী
15লিপি
16উৎসব

আধুনিক ইতিহাস (adhunikitihas.com) ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য ধন্যবাদ। আমাদের ওয়েবসাইটের সমস্ত পোস্টগুলি বিশেষজ্ঞ (About us) দ্বারা রচিত। যদি মুদ্রণ বা টাইপিং জনিত কোন ভুল থাকে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আপনাদের মূল্যবান মতামত আমাদের চলার পথ সুগম করে তুলবে। ঐতিহাসিক যুদ্ধগুলি সম্পর্কে জানুন ও অপরকে ঐতিহাসিক যুদ্ধগুলি সম্পর্কে জানাতে পোস্টটি শেয়ার করুণ।