ঐতিহাসিক চিন্তাবিদ সেই সব ব্যক্তিত্ব, যারা সমালোচনামূলক দক্ষতার সঙ্গে তথ্যের উৎস এবং অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলির সমাধান সূত্র তুলে ধরেন। ঐতিহাসিক চিন্তাবিদদের মধ্যে ইতিহাসের নৈপুণ্য জড়িত।
ফ্রান্স -এর দার্শনিক জুলিয়েন বেন্দা মনে করেন, প্রকৃত চিন্তাবিদ তারাই যারা জাগতিক লাভের উর্ধ্বে উঠে নিঃস্বার্থ এবং আপোষহীন জ্ঞানচর্চায় ব্যস্ত থাকেন৷ সত্য উচ্চারণে তারা থাকেন নির্ভীক, এমনকি সত্য প্রকাশের জন্য প্রাণ সংশয়ের মতো ঝুঁকি নিতেও তারা দ্বিধা করেন না৷ তারা জাতির সংকটে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করেন৷
দার্শনিক এডওয়ার্ড সাঈদের মতে চিন্তাবিদ এমন একজন ব্যক্তি যিনি স্বাধীনতা ও ন্যায় বিচারের পক্ষে একটি নির্দিষ্ট বার্তা, একটি দৃষ্টিভঙ্গী ও একটি সুচিন্তিত মতামত জনগণের সামনে তুলে ধরেন৷ কোনো প্রতিবন্ধকতাই তাকে সত্য প্রকাশ থেকে বিচ্যুত করতে পারে না৷
চিন্তাবিদরা যুক্তিভিত্তিক চিন্তা ভাবনা অনুসরণ করে রাষ্ট্র ও সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কাজের চুল চেরা বিশ্লেষণ করবেন। তারা জনগণের পক্ষে থেকে সত্যকে অনুসন্ধান করবেন এবং তা জনগণের সামনে প্রকাশ করবেন৷ চিন্তাবিদরা যে কোনো পেশারই হতে পারেন৷ অধ্যাপক, গবেষক, ইতিহাসবিদ, সাংবাদিক, শিল্পী, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, শিল্পবোদ্ধা, আইনজীবী বা হতে পারেন রাজনীতি আলোচকও।
চিন্তাবিদরা শক্তি ও ক্ষমতার বাইরে থেকে রাষ্ট্র ও সমাজের সমস্যাগুলি নিয়ে নিরপেক্ষভাবে আলোচনা করেন, বিরাজমান ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন এবং সমাধানের পথ নির্দেশনা দেন৷ এর মাধ্যমে সমাজে তাদের গ্রহণযোগ্যতা তৈরি হয় এবং তারা গণব্যক্তিত্ব রূপে সমাজে সম্মান পান৷ পাকাপোক্ত আসন করে নেন ইতিহাসে। আর তখনই তিনি ঐতিহাসিক চিন্তাবিদ হিসেবে পরিচিত হন।
উল্লেখযোগ্য ঐতিহাসিক চিন্তাবিদদের জীবনী ও কার্যাবলী যেমন গভীর ভাবে পর্যালোচনা করা হবে তেমনি ইতিহাসে এই সব ঐতিহাসিক চিন্তাবিদদের ভূমিকা সকলের সামনে তুলে ধরা হবে।
ঐতিহাসিক চিন্তাবিদ
নিম্নে আধুনিক ইতিহাসের পক্ষ থেকে ঐতিহাসিক চিন্তাবিদগণের লিঙ্ক দেওয়া হল-👇
- প্লেটো (Plato)
- কার্ল মার্কস (Karl Marx)
- এরিস্টটল
- সক্রেটিস
- পিথাগোরাস
- টমাস আলভা এডিসন
- জালালউদ্দিন রুমী
- ওমর খৈয়াম
- হেলেন কেলার
- আলবার্ট আইনস্টাইন
- আর্কিমিডিস
আধুনিক ইতিহাস -অন্যান্য ঐতিহাসিক বিষয়
আধুনিক ইতিহাস AdhunikItihas.com 👈 হল ইতিহাস চর্চার নুতন দিগন্ত । ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে । আধুনিক ইতিহাস Adhunik Itihas চর্চা করা হবে তেমনি বিশ্বের জ্ঞান ভান্ডার কে সহজ ভাবে তুলে ধরা হবে । অন্যান্য ঐতিহাসিক বিষয়গুলি জানতে নিচে ক্লিক করুন 👇
Sl No | ঐতিহাসিক বিষয় |
---|---|
1 | ঐতিহাসিক গ্রন্থ |
2 | ঐতিহাসিক ঘটনা বা গল্প |
3 | ঐতিহাসিক চরিত্র |
4 | ঐতিহাসিক চিন্তাবিদ |
5 | ঐতিহাসিক নিদর্শন |
6 | ঐতিহাসিক মনীষী |
7 | ঐতিহাসিক যুগ |
8 | ঐতিহাসিক যুদ্ধ |
9 | ঐতিহাসিক শিক্ষাক্ষেত্র |
10 | ঐতিহাসিক স্থান |
11 | পত্রিকা |
12 | পর্যটক |
13 | ভারতের সংবিধান |
14 | মনীষীদের বাণী |
15 | লিপি |
16 | উৎসব |
আধুনিক ইতিহাস (adhunikitihas.com) ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য ধন্যবাদ। আমাদের ওয়েবসাইটের সমস্ত পোস্টগুলি বিশেষজ্ঞ (About us) দ্বারা রচিত। যদি মুদ্রণ বা টাইপিং জনিত কোন ভুল থাকে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আপনাদের মূল্যবান মতামত আমাদের চলার পথ সুগম করে তুলবে। ঐতিহাসিক চিন্তাবিদগণ সম্পর্কে জানুন ও অপরকে ঐতিহাসিক চিন্তাবিদগণ সম্পর্কে জানাতে পোস্টটি শেয়ার করুণ।