রাজা গনেশের উত্তরাধিকারীগণ

রাজা গনেশের উত্তরাধিকারীগণ প্রসঙ্গে মহেন্দ্র দেব, যদুর কনিষ্ঠ ভ্রাতা মহেন্দ্র দেব, জালালুদ্দিনের সিংহাসনে আরোহণ, রাজ্য বিস্তার, ধর্মসহিষ্ণুতা, স্মৃতিরত্নহার গ্ৰন্থের বর্ণনাও শামসুদ্দিন আহমদ শাহ সম্পর্কে জানবো।

রাজা গনেশের উত্তরাধিকারীগণ

বিষয়রাজা গণেশের উত্তরাধিকারীগণ
প্রথম রাজারাজা গণেশ
বিখ্যাত রাজাজালালুদ্দিন
পতন১৪৪২ খ্রি
রাজা গনেশের উত্তরাধিকারীগণ

ভূমিকা :- ইলিয়াস শাহী বংশের সাময়িক উচ্ছেদ ঘটিয়ে ভাতুড়িয়ার সামন্ত রাজা গণেশ তার বংশের শাসন প্রতিষ্ঠা করেন। রাজা গণেশ ১৪১৫-১৪১৮ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা শাসন করেন।

মহেন্দ্র দেব

১৪১৮ খ্রিস্টাব্দে রাজা গণেশের মৃত্যুর পর মহেন্দ্র দেব নামে এক রাজার মুদ্রা পাওয়া যায়। মুদ্রাগুলির গঠন গণেশের মুদ্রার অনুরূপ। এজন্য মনে করা হয় যে, গণেশের পুত্র মহেন্দ্র দেব পিতার পর সিংহাসনে বসেন।

যদুর কনিষ্ঠ ভ্রাতা মহেন্দ্র দেব

কেউ কেউ বলেন যে, মহেন্দ্র দেব ছিলেন জালালুদ্দিন বা যদুর পুত্র। কিন্তু জালালুদ্দিন ইসলাম ধর্মের প্রতি অনুরক্ত ছিলেন। তার মুদ্রায় “চণ্ডীচরণ পরায়ণস্য” অর্থাৎ চণ্ডীদেবের চরণের প্রতি অন্তরের নিবেদন প্রকাশিত হতে পারে, একথা অনেকে মনে করেন না। সম্ভবত মহেন্দ্ৰ দেব ছিলেন যদুর কনিষ্ঠ ভ্রাতা।

জালালুদ্দিনের সিংহাসনে আরোহণ

কিছুদিন পর জালালুদ্দিন মুসলিম আমীরদের সাহায্যে মহেন্দ্র দেবকে সরিয়ে নিজে সিংহাসনে বসেন (১৪১৮-৩১ খ্রি)।

জালালুদ্দিনের রাজ্য বিস্তার

জালালুদ্দিনের রাজ্য ছিল বিশাল। বাংলাদেশ, আরাকান, ত্রিপুরা ও দক্ষিণ বিহার তাঁর রাজ্যভুক্ত ছিল। কুশী নদী থেকে চট্টগ্রামের পাহাড় পর্যন্ত তার রাজ্য বিস্তৃত ছিল। ত্রিপুরা ছাড়া, বিহারের কোটাসগড় তিনি অধিকার করেন। তিনি পাণ্ডুয়া থেকে গৌড়ে তাঁর রাজধানী স্থানান্তর করেন।

জালালুদ্দিনের ধর্মসহিষ্ণুতা

জালালুদ্দিন সম্ভবত ধর্মসহিষ্ণু শাসক ছিলেন। বুকানন বলেছেন যে, তিনি বহু হিন্দুকে জোর করে ধর্মান্তর করেন এবং এজন্য বহু হিন্দু কামরূপে পালিয়ে যায়। সম্ভবত যে সকল হিন্দু তার পিতার আমলে তাকে ধর্মান্তর করায় উৎসাহ দেন, তিনি তাদেরই শাস্তি দেন। জালালুদ্দিন গৌড়ে বহু স্থাপত্য নির্মাণ করেন।

স্মৃতিরত্নহার গ্ৰন্থের বর্ণনা

স্মৃতিরত্নহার গ্রন্থে বলা হয়েছে, জালালুদ্দিন রাজধর নামে এক হিন্দুকে সেনাপতি পদে নিয়োগ করেন। এই গ্রন্থের লেখক বৃহস্পতি মিশ্র তাঁর দরবারে সমাদর পান।

শামসুদ্দিন আহমদ শাহ

জালালুদ্দিনের পর তার পুত্র শামসুদ্দিন আহমদ শাহ (১৪৩১-৪২ খ্রি) সিংহাসনে বসেন। রিয়াজ-উস-সালতিনের মতে, তিনি ছিলেন ঘোর অত্যাচারী রাজা।

উপসংহার :- শামসুদ্দিন আহমদ শাহ তার অনুচরদের চক্রান্তে নিহত হলে রাজা গণেশের বংশের পতন ঘটে।

(FAQ) রাজা গনেশের উত্তরাধিকারীগণ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. সাময়িক ভাবে বাংলার ইলিয়াস শাহী বংশের উচ্ছেদ ঘটান কে?

রাজা গণেশ।

২. রাজা গণেশের বংশের পতন ঘটে কখন?

১৪৪২ খ্রিস্টাব্দে।

৩. রাজা গণেশের পর কে সিংহাসনে আরোহণ করেন?

মহেন্দ্র দেব।

৪. রাজা গণেশের বংশের শেষ রাজা কে ছিলেন?

শামসুদ্দিন আহমদ শাহ।

Leave a Comment