আলাউদ্দিন আলম শাহ

সুলতান আলাউদ্দিন আলম শাহ প্রসঙ্গে বদাউনে পলায়ণ, বদাউনে ক্ষমতা স্থাপন, হামিদ খানের উপলব্ধি, বহলুল লোদির ক্ষমতা দখল, আলম শাহের মৃত্যু ও নিজামীর মন্তব্য সম্পর্কে জানবো।

সুলতান আলাউদ্দিন আলম শাহ

ঐতিহাসিক চরিত্রআলাউদ্দিন আলম শাহ
রাজত্ব১৪৪৫-১৪৫১ খ্রি
বংশসৈয়দ বংশ
পূর্বসূরিমহম্মদ শাহ
পরবর্তী বংশলোদি বংশ
সুলতান আলাউদ্দিন আলম শাহ

ভূমিকা :- মহম্মদ শাহের মৃত্যুর পর তার পুত্র আলাউদ্দিন আলম শাহ দিল্লীর সিংহাসনে বসেন। তিনি ছিলেন সৈয়দ বংশের সর্বাপেক্ষা অযোগ্য শাসক।

আলাউদ্দিন আলম শাহের বাদাউনে পলায়ন

তাঁর মন্ত্রী হামিদ খাঁ তাঁর নামে সকল ক্ষমতা অধিকার করলে, আলম শাহ তাঁর মন্ত্রীকে দমন করতে না পেরে বিরক্ত হয়ে দিল্লী ছেড়ে বাদাউনে চলে যান।

আলাউদ্দিন আলম শাহের বাদাউনে ক্ষমতা স্থাপন

তিনি বাদাউন অঞ্চলে নিজ আধিপত্য স্থাপন করে এই স্থানেই সৈয়দ বংশের ক্ষমতা স্থাপন করেন।

হামিদ খানের উপলব্ধি

এদিকে হামিদ খান অনুভব করেন যে, দিল্লীতে তার অবস্থা নিরাপদ নয়। প্রতিবেশী প্রাদেশিক শক্তিগুলি দিল্লী অধিকারের চেষ্টায় ছিল। এজন্য হামিদ খাঁ লাহোর ও মূলতানের শাসনকর্তা বহলুল লোদীর সাহায্য চান।

সৈয়দ বংশের হাত থেকে বহলুল লোদির ক্ষমতা দখল

বহলুল লোদী অনেক দিন ধরে দিল্লী অধিকারের চেষ্টায় ছিলেন। তিনি দিল্লীতে এসে হামিদ খাঁকে বন্দী করে হত্যা করেন এবং ১৪৫০ খ্রিস্টাব্দে সকল ক্ষমতা নিজ হাতে নেন।

আলাউদ্দিন আলম শাহের মৃত্যু

তবে বহলুল লোদি বাদাউনে আলাউদ্দিন আলম শাহকে আক্রমণ করতে বিরত থাকেন। ১৪৬৭ খ্রিস্টাব্দে আলম শাহের মৃত্যু হলে সৈয়দ বংশের পতন হয়। অবশ্য আলম শাহের জীবিতকালেই দিল্লী হাতছাড়া হয়েছিল।

সৈয়দ বংশ সম্পর্কে নিজামীর মন্তব্য

ডঃ নিজামীর ভাষায়, সৈয়দ বংশ মূলতান থেকে উত্থিত হয়ে, বাদাউনে পতিত হয়। ৩৭ বছর ধরে এরা দিল্লীতে এক অপদার্থ, অকিঞ্চিৎকর শাসন ব্যবস্থা স্থাপন করে।

উপসংহার :- সৈয়দ বংশের পর দিল্লীর সিংহাসনে লোদী বংশের শাসন স্থাপিত হয়। লোদীরা ছিল জাতিতে আফগান। লোদী বংশের বিভিন্ন শাসক মোট ৭৫ বৎসর রাজত্ব করেন।

(FAQ) সুলতান আলাউদ্দিন আলম শাহ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন?

আলাউদ্দিন আলম শাহ।

২. সৈয়দ বংশের পর দিল্লী সুলতানি শাসন করে কোন বংশ?

লোদি বংশ।

৩. আলাউদ্দিন আলম শাহের সময় প্রকৃত ক্ষমতা কে দখল করেন?

হামিদ খান।

৪. আলাউদ্দিন আলম শাহ দিল্লী থেকে কোথায় পলায়ন করে?

বাদাউনে।

Leave a Comment