মহম্মদ শাহ

সুলতান মহম্মদ শাহ প্রসঙ্গে নৈতিক চরিত্র, মন্ত্রীর হাতের পুতুল, মন্ত্রীর চক্রান্ত, অনুগত সেনাপতি, উজীর পদে নিয়োগ, অযোগ্য উজীর, দিল্লী আক্রমণ ও তার মৃত্যু সম্পর্কে জানবো।

সুলতান মহম্মদ শাহ

ঐতিহাসিক চরিত্রমহম্মদ শাহ
রাজত্ব১৪৩৪-৪৫ খ্রি
বংশসৈয়দ বংশ
পূর্বসূরিমোবারক খান
উত্তরসূরিআলাউদ্দিন আলম শাহ
সুলতান মহম্মদ শাহ

ভূমিকা :- সুলতান মোবারক শাহের মৃত্যুর পর তাঁর ভ্রাতুষ্পুত্র মহম্মদ শাহ উপাধি নিয়ে দিল্লীর সিংহাসনে বসেন। তিনি ছিলেন সৈয়দ বংশের অপদার্থ উত্তরাধিকারী।

মহম্মদ শাহের নৈতিক চরিত্র

তার নৈতিক চরিত্র ছিল নিম্ন মানের। সাম্রাজ্য-এ যখন বিদ্রোহের আগুন জ্বলছিল, তখন তিনি ইন্দ্রিয়পরায়ণতা ও পানদোষে মত্ত হন।

মন্ত্রীর হাতের পুতুল মহম্মদ শাহ

মহম্মদ শাহ তাঁর মন্ত্রী শারওয়ার-উল-মুলকের হাতের পুতুলে পরিণত হন। এই মন্ত্রীটিই ভূতপূর্ব সুলতান মোবারক শাহকে হত্যা করান।

মহম্মদ শাহের বিরুদ্ধে মন্ত্রীর চক্রান্ত

মহম্মদ শাহকে সুযোগ বুঝে হত্যা করে সিংহাসন অধিকারের জন্য মন্ত্রী শারওয়ার-উল-মুলক চক্রান্ত করেন।

মহম্মদ শাহের অনুগত সেনাপতি

কামাল-উল-মুলক নামে মহম্মদের অপর এক সেনাপতি সৈয়দ বংশের প্রতি অনুগত ছিলেন। তিনি তার অধীনস্থ সেনাদল সহ মহম্মদকে রক্ষার চেষ্টা করেন।

মহম্মদ শাহ কর্তৃক উজীর নিয়োগ

মহম্মদকে হত্যার চক্রান্তের অপরাধে শারওয়ার-উল-মুলককে নিহত করা হয়। কৃতজ্ঞ মহম্মদ শাহ অতঃপর কামাল-উল-মুলককে উজীরের পদে নিয়োগ করেন।

মহম্মদ শাহের অযোগ্য উজীর

কিন্তু এই ব্যক্তির শাসন পরিচালনার কোনো যোগ্যতা ছিল না। দিল্লীতে যখন ক্ষমতা নিয়ে লড়াই চলে তখন প্রদেশগুলি একের পর এক স্বাধীনতা ঘোষণা করে। এমন কি দিল্লীর ২০ মাইলের মধ্যে যে সকল জাগীরদার ছিল তারাও সুলতানকে কর দিতে অস্বীকার করে।

মহম্মদ শাহের আমলে দিল্লী আক্রমণ

এই পরিস্থিতিতে মালবের শাসক দিল্লী আক্রমণ সকল অঞ্চলে বিদ্রোহ করেন। সুলতান মহম্মদ শাহ আত্মরক্ষার জন্য লাহোরের শাসনকর্তা বহলুল লোদীর সাহায্য চান। বহলুল লোদীর বাধার ফলে মালবের শাসনকর্তা দিল্লী অধিকারে ব্যর্থ হন।

বহলুল লোদির ব্যর্থতা

মালবের শাসকের আক্রমণ প্রতিরোধ করার পর ১৪৪৩ খ্রিস্টাব্দে বহলুল লোদী নিজেই দিল্লী জয়ের ব্যর্থ চেষ্টা করে মালবে ফিরে যান।

উপসংহার :- দিল্লী সুলতানির খুবই ভগ্নদশা চলার সময় ১৪৪৫ খ্রিস্টাব্দে মহম্মদ শাহের মৃত্যু ঘটে।

(FAQ) সুলতান মহম্মদ শাহ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. মহম্মদ শাহ কে ছিলেন?

দিল্লী সুলতানির সৈয়দ বংশের শাসক।

২. মহম্মদ শাহের রাজত্বকাল কত?

১৪৩৪-৪৫ খ্রিস্টাব্দ।

৩. মহম্মদ শাহের শাসনকালে দিল্লী আক্রমণ করে কে?

মালবের শাসক।

৪. মহম্মদ শাহের মৃত্যু হয় কখন?

১৪৪৫ খ্রিস্টাব্দে।

Leave a Comment