সুলতান মোবারক খান প্রসঙ্গে জায়গীরদার নীতি, জাগীর সুলতানের সম্পত্তি, বিভিন্ন বিদ্রোহ, বিদ্রোহ দমন, উচ্চাকাঙ্ক্ষী কর্মচারী ও তার মৃত্যু সম্পর্কে জানবো।
সুলতান মোবারক খান
ঐতিহাসিক চরিত্র | মোবারক খান |
রাজত্ব | ১৪২১-৩৪ খ্রি |
বংশ | সৈয়দ বংশ |
পূর্বসূরি | খিজির খান |
উত্তরসূরি | মহম্মদ শাহ |
ভূমিকা :- খিজির খানের মৃত্যুর পর তার পুত্র মোবারক খান দিল্লীর সিংহাসনে বসেন। তিনি নিজের নামে খুৎবা পাঠ করান এবং ‘শাহ’ উপাধি নেন। তিনি নিজ নামে মুদ্রাও চালু করেন। মোট কথা, তিনি দিল্লীর স্বাধীনতা ঘোষণা করেন।
সুলতান মোবারক খানের জাগীরদার নীতি
- (১) মোবারক শাহ বিদ্রোহী জাগীরদারদের বিরুদ্ধে পিতার মতোই অভিযান চালান। ফিরোজ শাহ তুঘলক -এর আমল থেকে জাগীরগুলি বংশানুক্রমিক হওয়ায় জাগীরদাররা সুলতানকে অমান্য করে নিজ নিজ স্বার্থ রক্ষা করত।
- (২) মোবারক শাহ জাগীরদারদের বোঝাবার চেষ্টা করেন যে, জাগীরের শর্ত অনুযায়ী তারা সুলতানের অধীন থাকতে বাধ্য। তিনি এজন্য জাগীরের আদি শর্ত অনুসারে জাগীরদারদের বদলির নিয়ম করেন।
মোবারক খানের মতে জাগীর সুলতানের সম্পত্তি
জাগীর হল সুলতানের সম্পত্তি, এই নীতি তিনি বাস্তবে প্রয়োগের চেষ্টা করেন। কিন্তু মোবারক শাহের এই নীতি তার কর্মচারীরা ও জাগীরদাররা মানতে চায় নি। এজন্য তাকে বিদ্রোহের সম্মুখীন হতে হয়।
সুলতান মোবারক খানের আমলে বিভিন্ন বিদ্রোহ
মোবারক শাহকে প্রতিবেশী শক্তিগুলির আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষা করতে হয়। যেমন –
- (১) পাঞ্জাবের খোক্কর নেতা দশরথ শিরহিন্দ ও লাহোর আক্রমণ করেন।
- (২) মালবের হুসাং শাহ গোয়ালিয়র আক্রমণ করেন।
- (৩) জৌনপুরের ইব্রাহিম শাহ বায়াশ, কাল্পি ও মেওয়াট আক্রমণ করেন।
- (৪) কাবুলের নায়েব সুবাদার শেখ আলির সহায়তায় গোলাপ নামে এক ব্যক্তি সরসুতি, আমরোহা, তররহিন্দ আক্রমণ করেন।
সুলতান মোবারক খান কর্তৃক বিদ্রোহ দমন
মোবারক শাহ এই আক্রমণগুলি প্রতিহত করার জন্য রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যান। মোটামুটিভাবে তিনি আক্রমণগুলি প্রতিহত করেন।
মোবারক খানের উচ্চাকাঙ্ক্ষী কর্মচারী
কিন্তু তার কর্মচারীরা ছিল খুবই উচ্চাকাঙ্খী ও চক্রান্তকারী। তার অভিজাত কর্মচারীরা ছিল স্বার্থপর ও ষড়যন্ত্রপরায়ণ।
সুলতান মোবারক খানের মৃত্যু
তিনি ছিলেন সৈয়দ বংশের শ্রেষ্ঠ সুলতান। ১৪৩৪ খ্রিস্টাব্দে উজির শারওয়ার-উল-মূলকের চক্রান্তে মোবারক শাহ নিহত হন।
উপসংহার :- মোবারক শাহের পৃষ্ঠপোষকতা পেয়ে ইয়াহিয়া-বিন-শিরহিন্দি তার বিখ্যাত তারিখ-ই-মুবারকশাহী গ্রন্থটি রচনা করেন।
(FAQ) সুলতান মোবারক খান সম্পর্কে জিজ্ঞাস্য?
মোবারক শাহ।
১৪২১ খ্রিস্টাব্দে।
ইয়াহিয়া-বিন-শিরহিন্দি।
উজির শারওয়ার-উল-মূলকের চক্রান্তে।