টোডরমল

মোগল সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী টোডরমল -এর জন্ম, কর্মজীবনের সূচনা, শেরশাহের অধীনে কর্ম, আকবরের অধীনে কর্ম, টাঁকশাল পরিচালনা, রাজস্ব ব্যবস্থার দায়িত্ব, দুর্গ প্রাসাদ নির্মাণ, উজবেগদের বিরুদ্ধে অভিযান, সৈনিক হিসেবে টোডরমল, টোডরমলের বন্দোবস্ত, কর নির্ধারণ, টোডরমলের ডিক্রি, ব্রিটিশদের কাছে মডেল, কাশী বিশ্বনাথ মন্দির পুনর্নির্মাণ, সাহিত্যে অবদান জনপ্রিয় সংস্কৃতি ও তার মৃত্যু সম্পর্কে জানবো।

আকবরের রাজস্ব মন্ত্রী টোডরমল প্রসঙ্গে টোডরমলের জন্ম, টোডরমলের কর্মজীবনের সূচনা, শেরশাহের অধীনে টোডরমলের চাকরি, আকবরের আমলে রাজস্বমন্ত্রী টোডরমল, টোডরমলের ব্যবস্থা বা বন্দোবস্ত, টোডরমলের জাবতি প্রথা, টোডরমলের দহশালা ব্যবস্থা, সৈনিক হিসেবে টোডরমল, টোডরমলের ডিক্রি, সাহিত্যে টোডরমলের অবদান, জনপ্রিয় সংস্কৃতিতে টোডরমল ও রাজা টোডরমলের মৃত্যু।

রাজা টোডরমল

ঐতিহাসিক চরিত্রটোডরমল
জন্ম১ জানুয়ারি, ১৫০০ খ্রিস্টাব্দ
পরিচিতিসম্রাট আকবরের রাজস্বমন্ত্রী
অবদানজাবতি ব্যবস্থা প্রবর্তন
মৃত্যু৮ নভেম্বর, ১৫৮৯ খ্রিস্টাব্দ
রাজা টোডরমল

ভূমিকা:- সম্রাট আকবর -এর রাজত্বকালে মুঘল সাম্রাজ্য -এর অর্থমন্ত্রী (মুশরিফ-ই-দিওয়ান) ছিলেন রাজা টোডরমল। তিনি আকবরের দরবারে নবরত্নদের একজন ছিলেন। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রধান সম্ভ্রান্তদের একজন।

রাজা টোডরমলের জন্ম

টোডরমল বর্তমান উত্তর প্রদেশের লাহারপুর শহরে একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।তাকে ঐতিহাসিকরা আগরওয়াল,খত্রীবা কায়স্থ বলে অভিহিত করেছেন।

টোডরমলের কর্মজীবনের সূচনা

ছেলে বেলাতেই টোডরমলের বাবা মারা যান। তখন তার জীবিকার কোনো উপায় ছিল না। টোডরমল একজন লেখকের নম্র অবস্থান থেকে তার কর্মজীবন শুরু করেছিলেন।

শেরশাহের অধীনে টোডরমলের দায়িত্ব

সুর সম্রাট শের শাহ সুরি তাকে পাঞ্জাবের রোহতাসের একটি নতুন দুর্গ নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন।ঘক্কর অভিযান প্রতিরোধ করা ও উত্তর-পশ্চিমে মুঘলদের প্রতিবন্ধক হবে এই দুর্গ।

আকবরের অধীনে টোডরমলের দায়িত্ব

সুর রাজবংশের পতনের পরমুঘল সম্রাট আকবরের সময় তিনি আগ্রার দায়িত্ব পালন করেন। পরে তাকে গুজরাটের গভর্নর করা হয়।

টাকশাল পরিচালনার দায়িত্বে টোডরমল

বিভিন্ন সময়ে তিনি বাংলায় আকবরের টাকশাল পরিচালনা করেন এবং পাঞ্জাবে দায়িত্ব পালন করেন।

রাজস্ব ব্যবস্থার দায়িত্বে টোডরমল

টোডরমলের সবচেয়ে উল্লেখযোগ্য অবদানহল তিনি আকবরের মুঘল সাম্রাজ্যের রাজস্ব ব্যবস্থাকে সংশোধন করেছিলেন, যা আজও প্রশংসিত হয়‌।

দুর্গ প্রাসাদ নির্মাণে টোডরমলের ভূমিকা

রাজা টোডরমল উত্তর প্রদেশের সীতাপুর জেলার লাহারপুরে একটি দুর্গ প্রাসাদ নির্মাণ করেন।

টোডরমলের সন্তান

তার দুই ছেলের মধ্যে ধরি সিন্ধুতে যুদ্ধে নিহত হন। আরেক পুত্র কল্যাণ দাসকে হিমালয়ের কুমায়ুনের রাজাকে বশীভূত করার জন্য টোডরমল পাঠিয়েছিলেন। তিনি আকবরের দরবারে অর্থমন্ত্রী হয়ে উঠলেন।

উজবেগদের বিরুদ্ধে টোডরমলের অভিযান

১৫৬৪ সালের জুলাই মাসে টোডরমল আকবরের সাথে মালওয়ার সুবাহদার আবদুল্লাহ খান উজবেগের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাকে পরাজিত করেন।

সৈনিক হিসেবে টোডরমল

টোডর মল একজন দক্ষ যোদ্ধা হিসাবে স্বীকৃত। তিনি বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।

টোডরমলের বন্দোবস্ত

রাজা টোডরমল আকবরের অর্থমন্ত্রী হিসাবে জাবতি নামে পরিচিত রাজস্বের একটি নতুন ব্যবস্থা এবং দহশালা নামে একটি কর ব্যবস্থা চালু করেছিলেন। তার রাজস্ব আদায়ের ব্যবস্থা টোডরমলের বন্দোবস্ত নামে পরিচিতি লাভ করে।

টোডরমল কর্তৃক কর নির্ধারণ

তিনি ১৫৭০-৮০ সাল পর্যন্ত ১০ বছর ধরে চাষকৃত ফসলের ফলন এবং দামের সুষ্ঠুভাবে জরিপ করে তার ভিত্তিতে প্রতিটি ফসলের উপর নগদে কর নির্ধারণ করেছিলেন।

টোডরমলের ডিক্রি

১৫৮২-৮৪ সালের মধ্যে কোনো এক সময়ে অর্থমন্ত্রী হিসাবে রাজা টোডরমল একটি ডিক্রি জারি করেছিলেন, যাতে বলা হয়েছিল যে সমস্ত মুঘল প্রশাসন ফার্সি ভাষা এবং ‘ইরানি শৈলী’ ব্যবহার করবে। 

ব্রিটিশদের কাছে মডেল হিসেবে টোডরমলের পদ্ধতি

রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে টোডরমলের পদ্ধতি ভবিষ্যতের মুঘলদের পাশাপাশি ব্রিটিশদের জন্য একটি মডেল হয়ে ওঠে।

টোডরমল কর্তৃক কাশী বিশ্বনাথ মন্দির পুনর্নির্মাণ

বারাণসীকাশী বিশ্বনাথ মন্দিরটি ১৫৮৫ সালে টোডরমল দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরটি পরে ঔরঙ্গজেব ভেঙ্গে ফেলে, যার ধ্বংসাবশেষের উপর জ্ঞানভাপি মসজিদ নির্মিত হয়েছিল।

বর্তমান বিশ্বনাথ মন্দির

পরবর্তীতে অহল্যাবাই হোলকার একটি সংলগ্ন জমিতে বর্তমান কাশী বিশ্বনাথ মন্দিরটি তৈরি করেছিলেন।

রাজা টোডরমলের সাহিত্যে অবদান

টোডরমল ফারসি ভাষায় ভাগবত পুরাণও অনুবাদ করেছেন।

জনপ্রিয় সংস্কৃতিতে টোডরমল

  • (১) ভারত এক খোজ নামে ঐতিহাসিক সিরিয়ালে টোডর মল চরিত্রে জনপ্রিয় চরিত্র অভিনেতা হরিশ প্যাটেল অভিনয় করেছিলেন।
  • (২) ভারতীয় চলচ্চিত্র যোধা আকবরেরাজা টোডরমলের চরিত্রে অভিনয় করেছেন প্রমোদ মাউথো।
  • (৩) ভারতীয় ঐতিহাসিক কল্পকাহিনী টেলিভিশন সিরিজ যোধা আকবরেটোডরমল চরিত্রে অভিনয় করেছেন শৌর্য সিং।

রাজা টোডরমলের মৃত্যু

৮ নভেম্বর ১৫৮৯ সালে লাহোরে টোডর মলের মৃত্যুর পর হিন্দু ঐতিহ্য অনুসারে তার দেহ দাহ করা হয়। লাহোরের দায়িত্বে থাকা তাঁর সহকর্মী রাজা ভগবান দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


প্রিয় পাঠক/পাঠিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “টোডরমল” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই adhunikitihas.com ওয়েবসাইটের পাশে থাকুন। যে কোনো প্রশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলো করুণ এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন।

সবশেষে আপনার কাছে আমাদের অনুরোধ যদি এই পোস্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে Comment ও Share করে দিবেন, (ধন্যবাদ)।

(FAQ) রাজা টোডরমল সম্পর্কে জিজ্ঞাস্য?

১. টোডরমল কে ছিলেন?

আকবরের রাজস্বমন্ত্রী ছিলেন টোডরমল।

২. টোডরমল কোন মন্দির পুনর্নির্মাণ করেন?

কাশী বিশ্বনাথ মন্দির।

৩. রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে জাবতি প্রথা কে প্রবর্তন করেন?

টোডরমল।

অন্যান্য ঐতিহাসিক চরিত্রগুলি

Leave a Comment