ফারুখসিয়ার

মোগল সম্রাট ফারুখসিয়ার প্রসঙ্গে তার সিংহাসনে আরোহণ, জয়ের কারিগর, সৈয়দ ভ্রাতৃদ্বয়ের উচ্চপদ লাভ, রাজ্য শাসন ক্ষমতা, ফারুখসিয়ার ও সৈয়দ ভ্রাতৃদ্বয়ের দীর্ঘস্থায়ী সংঘর্ষ ও তার ব্যর্থতা সম্পর্কে জানবো।

মোগল সম্রাট ফারুখসিয়ার

ঐতিহাসিক চরিত্রফারুখসিয়র
পরিচিতিমোগল সম্রাট
রাজত্বকাল১৭১৩-১৭১৯ খ্রি:
পূর্বসূরিজাহান্দার শাহ
উত্তরসূরিমহম্মদ শাহ
মোগল সম্রাট ফারুখসিয়ার

ভূমিকা :- জাহান্দার শাহ ও তার উজিরের পারস্পরিক অবিশ্বাস ও ষড়যন্ত্রের জাল বিস্তার একটা সুষ্ঠু শাসনব্যবস্থা বজায় রাখার সম্পূর্ণ পরিপন্থী হয়ে উঠেছিল। জাহান্দার শাহের কলঙ্কময় স্বল্পস্থায়ী রাজত্বকালের অবসান ঘটেছিল ১৭১৩ খ্রিস্টাব্দের জানুয়ারী মাসে।

ফারুখসিয়রের সিংহাসনে আরোহণ

আগ্রার যুদ্ধে জাহান্দার শাহকে পরাজিত করে তাঁর ভ্রাতুষ্পুত্র ফারুখসিয়ার সিংহাসন অধিকার করেন।

সম্রাট ফারুখসিয়রের জয়ের দুই কারিগর

ফারুখসিয়রের জয়লাভের পেছনে দুই ‘সৈয়দ’ ভ্রাতার বিশেষ হাত ছিল। এদের নাম ছিল সৈয়দ আবদুল্লাহ খান ও সৈয়দ হোসেন আলী খান।

ফারুখসিয়ার কর্তৃক সৈয়দ ভ্রাতৃদ্বয়ের উচ্চ পদ লাভ

মোগল সম্রাট ফারুখসিয়ার আবদুল্লাহ খানকে ‘উজীর’ পদ দিয়ে পুরস্কৃত করেন। দ্বিতীয় ভ্রাতা হুসেন আলীকে দেওয়া হয়, ‘মীর বক্সী’ পদ। এই দুই ভাই-ই অচিরেই রাজ্যের সর্বময় কর্তা হয়ে উঠেন।

মোগল সম্রাট ফারুখসিয়রের রাজ্য শাসন ক্ষমতা

সম্রাট ফারুখসিয়রের রাজ্যশাসন ক্ষমতা মোটেই ছিল না। তিনি ছিলেন কাপুরুষ, নিষ্ঠুর, অনির্ভরযোগ্য ও সন্দিগ্ধ চরিত্র। এর উপরে তাঁর আর এক দোষ এই ছিল যে তিনি নিকৃষ্ট প্রকৃতির মোসাহেবদের দ্বারা সর্বদাই প্রভাবিত হতেন।

ফারুখসিয়ারের উপলব্ধি

এই সব দুর্বলতা সত্ত্বেও ফারুখসিয়ার সৈয়দ ভ্রাতৃদ্বয়-এর উপর সব কর্তৃত্বভার ছেড়ে দিতে ইচ্ছুক ছিলেন না।

সৈয়দ ভ্রাতৃদ্বয়ের বিপরীত চিন্তা

অপর দিকে, সৈয়দ ভ্রাতৃদ্বয়ের বিশ্বাস ছিল সম্রাট যদি নামে মাত্র সম্রাট থেকে তাদের উপর রাজ্যের যথার্থ কর্তৃত্ব ছেড়ে দেন তবে সাম্রাজ্য-এর অবক্ষয় রোধ করা যাবে, শাসনব্যবস্থা ভাল চলবে, সর্বোপরি এতে তাদের দুভায়েরও স্বার্থ রক্ষিত হবে।

ফারুখসিয়ার ও সৈয়দ ভ্রাতৃদ্বয়ের দীর্ঘস্থায়ী সংঘর্ষ

দুপক্ষের এই দুই বিপরীত মনোভাবের ফলে একদিকে সম্রাট অন্যদিকে তাঁর উজীর ও মীর বকসীর সঙ্গে কর্তৃত্বের অধিকার নিয়ে এক দীর্ঘস্থায়ী সংঘর্ষের সূচনা হয়।

মোগল বাদশাহ ফারুখসিয়রের ব্যর্থতা

বছরের পর বছর ধরে সম্রাট ফারুখসিয়ার দুই সৈয়দ ভ্রাতাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালিয়ে যেতে লাগলেন কিন্তু তা ব্যর্থতায় পর্যবসিত হয়।

উপসংহার :- শেষ পর্যন্ত ১৭১৯ খ্রিস্টাব্দে সৈয়দ ভ্রাতৃদ্বয় ফারুখসিয়রকে সিংহাসনচ্যুত করে হত্যা করেন।

(FAQ) মোগল সম্রাট ফারুখসিয়ার সম্পর্কে জিজ্ঞাস্য?

১. ফারুখসিয়রের রাজত্বকাল কত?

১৭১৩-১৭১৯ খ্রিস্টাব্দ।

২. ফারুখসিয়রের পর কে সিংহাসনে আরোহণ করেন?

মহম্মদ শাহ।

৩. ফারুখসিয়রের সময় রাজ্যের সর্বময় কর্তা কে ছিলেন?

সৈয়দ ভ্রাতৃদ্বয়।

৪. সৈয়দ ভ্রাতৃদ্বয়ের নাম কি ছিল?

সৈয়দ হোসেন আলী ও সৈয়দ আবদুল্লা খাঁ।

৫. ফারুখসিয়রের ফরমান পাশ করা হয় কখন?

১৭১৭ খ্রিস্টাব্দে ফারুখসিয়রের ফরমান পাশ করা হয়।

Leave a Comment