বেঙ্গীর চালুক্য বংশ প্রসঙ্গে রাজধানী, প্রতিষ্ঠাতা, রাজা চতুর্থ বিষ্ণুবর্ধন, রাজা দ্বিতীয় বিজয়াদিত্য, রাজা তৃতীয় বিজয়াদিত্য ও উত্তরাধিকারের যুদ্ধ সম্পর্কে জানবো।
বেঙ্গীর চালুক্য বংশ
ঐতিহাসিক বংশ | বেঙ্গীর চালুক্য বংশ |
প্রতিষ্ঠাতা | কুঞ্জ বিষ্ণুবর্ধন |
রাজধানী | বেঙ্গী ও রাজমহেন্দ্রি |
রাষ্ট্রকূট মিত্র | চতুর্থ বিষ্ণুবর্ধন |
রাজ্য দখল | কুলোত্তুঙ্গ চোল |
ভূমিকা :- বাতাপির দ্বিতীয় পুলকেশী তার রাজ্যের পূর্বাঞ্চল শাসনের ভার দেন তার কনিষ্ঠ ভ্রাতা কুঞ্জবিষ্ণুবর্ধনের উপর (৬০১ খ্রি)। তার রাজধানী ছিল পিষ্টপুর। এইভাবে এক নুতন রাজ্যের উদ্ভব হয়।
বেঙ্গীর চালুক্য বংশের রাজধানী
পরবর্তীতে প্রাচীন বেঙ্গী নগরীতে রাজধানী স্থানান্তরিত হয়। দশম শতাব্দীতে রাজমহেন্দ্রিতে রাজধানী স্থাপিত হয়।
বেঙ্গীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতা
কুঞ্জবিষ্ণুবর্ধন স্বাধীনভাবে রাজাশাসন করতেন। যে পূর্বাঞ্চলীয় চালুক্য বংশ (Eastern Chalukyas) অন্ধ্রদেশ এবং কলিঙ্গের কিয়দংশ চার শতাব্দীর অধিক কাল ধরে শাসন করেন, তিনি তার প্রতিষ্ঠাতা।
বেঙ্গীর চালুক্য বংশের রাজা চতুর্থ বিষ্ণুবর্ধন
বাতাপির পশ্চিমাঞ্চলীয় চালুক্য বংশ-এর পতনের পর অষ্টম শতাব্দীর মধ্যভাগে দাক্ষিণাত্যের রাজনৈতিক অবস্থা পরিবর্তিত হয়। পূর্বাঞ্চলীয় চালুক্য বংশের ভাগ্যও বারবার পরিবর্তিত হয়েছিল। চতুর্থ বিষ্ণুবর্ধন (আনুমানিক ৭৬৪-৭৯৯ খ্রি) সম্ভবতঃ রাষ্ট্রকূটরাজ ধ্রুবের অনুগত মিত্র ছিলেন।
বেঙ্গীর চালুক্য বংশের রাজা দ্বিতীয় বিজয়াদিত্য
দ্বিতীয় বিজয়াদিত্য (আনুমানিক ৭৯৯-৮৪৬ খ্রি) প্রথম অমোঘবর্ষ-এর রাজত্বকালে রাষ্ট্রকূট রাজ্যের কিয়দংশ বিধ্বস্ত করেন, কিন্তু তিনি রাষ্ট্রকুট বংশ-এর বশ্যতা স্বীকারে বাধ্য হন।
বেঙ্গীর চালুক্য বংশের রাজা তৃতীয় বিজয়াদিত্য
তৃতীয় বিজয়াদিত্য (৮৪৬-৮৯২২ খ্রি) পল্লব, পাণ্ড্য, রাষ্ট্রকূট ও কলচুরিদের পরাজিত করেন বলে দাবি করা হয়েছে।
বেঙ্গীর চালুক্য বংশে উত্তরাধিকারের যুদ্ধ
দশম শতাব্দীতে উত্তরাধিকারের যুদ্ধের ফলে পূর্বাঞ্চলীয় চালুক্য বংশ দুর্বল হয়ে পড়ে। রাষ্ট্রকূটদের পতনের পর তাঁরা চোলদের অনুগত মিত্রে পরিণত হয়।
উপসংহার :- কুলোত্তুঙ্গ চোলের মাতা ছিলেন পূর্বাঞ্চলীয় চালুক্যবংশীয়া। কুলোত্তুঙ্গ ১০৭৬ খ্রিস্টাব্দে পূর্বাঞ্চলীয় বেঙ্গীর চালুক্য রাজ্য নিজ রাজ্যের অন্তর্ভুক্ত করেন।
(FAQ) বেঙ্গীর চালুক্য বংশ সম্পর্কে জিজ্ঞাস্য?
কুঞ্জ বিষ্ণুবর্ধন।
বেঙ্গী নগরী
রাজমহেন্দ্রিতে।