হিন্দি চলচ্চিত্র অভিনেতা রণবীর সিং প্রসঙ্গে তার জন্ম, পিতৃ পরিচয়, পরিবারের মুম্বাই আগমন, ভবনানি পদবী ত্যাগ, ছেলেবেলা, শিক্ষা, বিবাহ, প্রথম ছবি, কর্ম জীবন, গুরুত্বপূর্ণ কাজ, অভিনীত চলচ্চিত্র, তার পুরস্কার অর্জন ও মনোনয়ন সম্পর্কে জানবো।
অভিনেতা রণবীর সিং
ঐতিহাসিক চরিত্র | রণবীর সিং |
জন্ম | ৬ জুলাই ১৯৮৫ খ্রি |
পরিচিতি | হিন্দি চলচ্চিত্র অভিনেতা |
পিতা | জগজিৎ সিং ভবনানী |
মাতা | অঞ্জু ভবনানী |
পত্নী | দীপিকা পাড়ুকোন |
গুরুত্বপূর্ণ কাজ | বাজিরাও মাস্তানি |
ভূমিকা :- রণবীর সিং হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ২০১২ সাল থেকে ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় স্থান পেয়েছেন। পদ্মাবত ছবিতে আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন।
রণবীর সিং-এর জন্ম
১৯৮৫ সালের ৬ জুলাই মুম্বই শহরে এক সিন্ধি পরিবারে রণবীর সিং জন্মগ্ৰহণ করেন।
অভিনেতা রণবীর সিং-এর পিতৃপরিচয়
বিখ্যাত অভিনেতা রণবীর সিং-এর বাবার নাম জগজিৎ সিং ভবনানী এবং মায়ের নাম অঞ্জু ভবনানী। রণবীর তার বাবা-মায়ের দ্বিতীয় সন্তান। তার দিদির নাম রীতিকা ভবনানী।
রণবীর সিং-এর পরিবারের মুম্বাই আগমন
ভারত বিভাজনের সময় সিন্ধু প্রদেশের করাচি (বর্তমান পাকিস্তান) থেকে রণবীরের ঠাকুরদা সুন্দর সিং ভবনানী ও ঠাকুমা চাঁদ বার্ক মুম্বইতে চলে আসেন। রণবীর সিং অভিনেতা অনিল কপূর ও তার স্ত্রী সুনীতা কপূরের আত্মীয়। অভিনেত্রী সোনম কপূর ও প্রযোজক রিয়া কপূর সম্পর্কে তার বোন।
অভিনেতা রণবীর সিং-এর ভবনানি পদবী ত্যাগ
নিজের ‘ভবনানী’ পদবিটি বাদ দেওয়া প্রসঙ্গে রণবীর বলেছিলেন যে, তার মনে হয় নামটি “অত্যধিক দীর্ঘ ও অত্যধিক অক্ষরযুক্ত”। এই কারণে “বিক্রয়যোগ্য পণ্য” হিসেবে তার ব্র্যান্ডের ভ্যালু কমে যায়।
রণবীর সিং-এর ছেলেবেলা
- (১) ছেলেবেলা থেকেই তিনি অভিনেতা হতে চাইতেন। স্কুলের নাটক ও বিতর্কে অংশও নিতেন। একবার জন্মদিনের এক পার্টিতে ঠাকুমার অনুরোধে শিশু রণবীর নাচ করেছিলেন।
- (২) রণবীর সিং -এর স্মৃতিচারণ থেকে জানা যায়, তিনি হঠাৎ এক লাফে লনে নেমে পড়েন এবং ১৯৯১ সালের অ্যাকশন ছবি হাম-এর ‘চুম্মা চুম্মা’ গানটির সঙ্গে নাচ করেন। এরপর তিনি রোমাঞ্চিত হন এবং অভিনয় ও নৃত্যে আগ্রহী হয়ে ওঠেন।
অভিনেতা রণবীর সিং-এর সৃজনশীল লেখালিখি
মুম্বইতে এইচ. আর. কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিকসে ভর্তি হওয়ার পর তিনি উপলব্ধি করেন চলচ্চিত্রে সুযোগ পাওয়া খুব সহজ নয়। এই শিল্পের সঙ্গে যুক্ত পরিবারের ছেলেমেয়েরাই এই ধরনের সুযোগ পায়। তাই অভিনয়ের বাসনাকে দূরাকাঙ্ক্ষা মনে করে তিনি সৃজনশীল লেখালিখিতে মনোনিবেশ করেন।
রণবীর সিং-এর শিক্ষা
- (১) স্কুল জীবনে তিনি একাধিক নাটক ও বিতর্কে অংশ নিতেন। তিনি মুম্বইতে এইচ. আর. কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিকসে ভর্তি হন। এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এবং ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেন।
- (২) বিশ্ববিদ্যালয়ে তিনি অভিনয়ের ক্লাস করার সিদ্ধান্ত গ্ৰহণ করেন এবং থিয়েটারকে মাইনর হিসেবে গ্রহণ করেন। পড়াশোনা শেষ করে ২০০৭ সালে রণবীর সিং মুম্বাইয়ে ফিরে আসেন।
অভিনেতা রণবীর সিং-এর বিবাহ
বিশিষ্ট অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সাথে তিনি ডেটিং শুরু করেন। দীপিকা পাড়ুকোন তার সহ-অভিনেতা। ২০১৮ সালের নভেম্বর মাসে তারা ইতালির লেক কোমোতে ঐতিহ্যবাহী কোঙ্কনি হিন্দু এবং শিখ আনন্দ কারাজ (সিংহের পিতামহ শিখ ছিলেন) আনুষ্ঠানিকতায় বিয়ে করেন।
রণবীর সিং-এর অভিনয় ব্যতীত অন্য কাজ
তিনি কয়েক বছর ও অ্যান্ড এম ও জে. ওয়াল্টার টমসনের মতো কয়েকটি এজেন্সির সঙ্গে কপিরাইটার হিসেবে বিজ্ঞাপনের কাজ করেন। কিছুদিন তিনি সহকারী পরিচালকের কাজও করেন। কিন্তু অভিনয়কেই জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়ে তিনি সেই কাজ ছেড়ে দেন।
ভালো কাজের সুযোগ রণবীর সিং-এর অধরা
তিনি স্থির করেন পরিচালকদের কাছে নিজের পোর্টফোলিও পাঠাবেন। সব ধরনের অডিশনে যেতে থাকেন। কিন্তু কোথাও কোনও ভালো সুযোগ পান নি রণবীর সিং।
গৌণ চরিত্রে শুধু রণবীর সিং-এর ডাক
তিনি শুধুমাত্র গৌণ চরিত্রে অভিনয়ের ডাক পেতে শুরু করেন। তিনি নিজে বলেছেন, “সবকিছুই এত হতাশাব্যঞ্জক ছিল যে আমি খুব অবসাদগ্রস্থ হয়ে পড়েছিলাম। এক এক সময় আমি ভাবতাম আমি ঠিক করছি না ভুল করছি।”
রণবীর সিং-এর প্রথম ছবি
২০১০ সালে যশ রাজ ফিল্মসের রোম্যান্টিক কমেডি ব্যান্ড বাজা বারাত ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর সিং। এটিই ছিল তার অভিনীত প্রথম ছবি। ছবিটি সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল এবং বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল। এই ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।
অভিনেতা রণবীর সিং-এর কর্মজীবন
রণবীর সিং-এর কর্মজীবনকে কয়েকটি পর্বে ভাগ করে বর্ণনা করা চলে। যেমন –
(ক) ২০১০-২০১৪
- (১) ২০১০ সালে রণবীর সিং যশ রাজ ফিল্মসের প্রযোজনায় একটি রোমান্টিক কমেডি মনীশ শর্মার ব্যান্ড বাজা বারাত -এ প্রধান ভূমিকার জন্য অডিশন দেন অনুষ্কা শর্মার বিপরীতে অভিনয় করেন। চলচ্চিত্রটি স্লিপার হিট হিসেবে প্রশংসিত হয়। বার্ষিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে তিনি সেরা পুরুষ অভিষেকের পুরস্কার জিতেছেন।
- (২) ব্যান্ড বাজা বারাতের পরে লেডিস বনাম রিকি বাহলের জন্য তিনি চুক্তিবদ্ধ হন। এটি একটি রোমান্টিক কমেডি। এখানেও অনুষ্কা শর্মা তার সহ-অভিনেতা। বাণিজ্যিকভাবে, লেডিস বনাম রিকি বাহল মাঝারিভাবে ভালো পারফর্ম করেছে।
- (৩) ২০১৩ সালে তিনি বিক্রমাদিত্য মোতওয়ানের রোম্যান্স লুটেরা ছবির জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন , যার সহ-অভিনেতা ছিলেন সোনাক্ষী সিনহা। ও. হেনরির ছোট গল্প দ্য লাস্ট লিফ -এর রূপান্তর। ছবিটি বাণিজ্যিক ভাবে ভালো পারফর্ম করতে পারে নি।
- (৪) এরপর তিনি দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করেন সঞ্জয় লীলা বনসালির উইলিয়াম শেক্সপিয়ার-এর রোমিও অ্যান্ড জুলিয়েটের রূপান্তর গোলিয়ন কি রাসলীলা রাম-লীলা শিরোনামের ছবিতে। ছবিটি তার সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য হিসেবে আত্মপ্রকাশ করে। এই ছবিতে অভিনয়ের মাধ্যমে শ্রেষ্ঠ অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।
- (৫) ২০১৪ সালে অর্জুন কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া এবং ইরফান খানের সাথে আলী আব্বাস জাফরের গুন্ডেতে একজন বাঙালি অপরাধীর চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। গুন্ডে তার সবচেয়ে বড় বক্স অফিস ওপেনার হিসেবে প্রমাণিত হয়।
- (৬) ফাইন্ডিং ফ্যানিতে একটি ছোট চরিত্রে অভিনয়ের পর রণবীর সিং শাদ আলীর ক্রাইম ড্রামা কিল দিল ছবিতে পরিণীতি চোপড়া এবং আলী জাফরের বিপরীতে একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেন
(খ) ২০১৫-২০২১
- (১) রণবীর সিং ২০১৫ সালে জোয়া আখতারের কমেডি-ড্রামা দিল ধড়কনে দো ছবিতে অনিল কাপুর, শেফালি শাহ এবং প্রিয়াঙ্কা চোপড়ার সাথে অভিনয় করেছেন। ছবিটি বাণিজ্যিক ভাবে মোটামুটি সফল।
- (২) এরপর তিনি দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে পিরিয়ড রোম্যান্স বাজিরাও মাস্তানি ছবিতে বানসালির সাথে পুনরায় কাজ করেন। এখানে তিনি মারাঠা পেশোয়া প্রথম বাজিরাও-এর চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিটি সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে ওঠে এবং শ্রেষ্ঠ অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে।
- (৩) ২০১৬ সালে তিনি আদিত্য চোপড়ার কমেডি-রোম্যান্স বেফিকরে ছবিতে বাণী কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন। এখানে তিনি ধরম গুলাটি চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি বাণিজ্যিক ভাবে অসফল।
- (৪) এরপর ২০১৮ সালে সঞ্জয় লীলা বানসালির পিরিয়ড ড্রামা পদ্মাবত ছবিতে ইতিহাস বিখ্যাত সুলতান আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয় করেছিলেন। এটি তার সর্বোচ্চ আয়কারী রিলিজ হিসাবে স্থান পেয়েছে এবং এটি ভারতের সিনেমার সবচেয়ে বেশি উপার্জনকারী সিনেমার মধ্যে রয়েছে। এই ছবিতে তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার জিতেছেন।
- (৫) ২০১৮ সালের শেষের দিকে রোহিত শেট্টির অ্যাকশন কমেডি সিম্বাতে শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ পুলিশের ভূমিকায় রণবীর সিং অভিনয় করেন , যা তেলুগু ভাষার টেম্পার (২০১৫) চলচ্চিত্রর উপর ভিত্তি করে নির্মিত। তার সহ-অভিনেতা ছিলেন সারা আলি খান এবং সোনু সুদ। ছবিটি তার দ্বিতীয় শীর্ষ-আয়কারী ভারতীয় চলচ্চিত্র হিসাবে আবির্ভূত হয়।
- (৬) ২০১৯ সালে রণবীর সিং জোয়া আখতারের সাথে গালি বয় ছবিতে অভিনয় করেছেন। ছবিটি ৬৯ তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ প্রিমিয়ার হয়। ছবিটি রেকর্ড ১৩ টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছে এবং রণবীর সিং সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।
(গ) ২০২০ থেকে বর্তমান
- (১) রণবীর সিং ২০২১ সালে টেলিভিশন গেম শো দ্য বিগ পিকচার হোস্ট করেছিলেন , যা কালারস টিভিতে প্রচারিত হয়েছিল। তিনি রোহিত শেট্টির অ্যাকশন ফিল্ম সূর্যবংশীতে অক্ষয়কুমার ও অজয় দেবগনের সাথে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন।
- (২) এরপর কবির খানের ৮৩ ছবিতে রণবীর সিং ক্রিকেটার কপিল দেবের চরিত্রে অভিনয় করেন। এটি ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের উপর ভিত্তি করে নির্মিত একটি ক্রীড়া চলচ্চিত্র। ছবিটি একটি বক্স-অফিস বোমা হিসাবে বিবেচিত হয়েছিল। রণবীর সিং-এর অভিনয় তাঁকে সেরা অভিনেতার জন্য তৃতীয় ফিল্মফেয়ার পুরস্কার প্রদান করে।
- (৩) ৮৩ ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয়ের পর তিনি উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি অফ এররস নাটকের উপর ভিত্তি করে রোহিত শেট্টির কমেডি সার্কাস (২০২২) ছবিতে দ্বৈত ভূমিকা পালন করেন। তবে ছবিটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল।
- (৪) রণবীর সিং ২০২৩ সালে করণ জোহরের রোমান্টিক কমেডি রকি অর রানি কি প্রেম কাহানিতে আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করেছিলেন। ছবিটি সম্পর্কে অনুপমা চোপড়া লিখেছেন যে তিনি “দুর্বলতার মুহূর্ত এবং কান্নার সাথে মোহনীয় আক্রমণাত্মককে একত্রিত করেছেন মহান আকুলতার সাথে”।
অভিনেতা রণবীর সিং-এর গুরুত্বপূর্ণ কাজ
রণবীর সিং বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছেন। যেমন –
- (১) তিনি অভিনয় করেন রোম্যান্টিক ড্রামা লুটেরা (২০১৩) ছবিতে।
- (২) সঞ্জয় লীলা বনসালী পরিচালিত ট্র্যাজিক রোম্যান্স গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা (২০১৩)। গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা ছবিটি ছিল তার বাণিজ্যিকভাবে সফল ছবিগুলির মধ্যে সর্বাগ্রগণ্য।
- (৩) তিনি অ্যাকশন-ড্রামা গুন্ডে (২০১৪) ছবিতে অর্জুন কপূরের সাথে প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে অভিনয় করেছেন।
- (৪) ২০১৫ সালে তিনি অভিনয় করেন কমেডি-ড্রামা দিল ধড়কনে দো ছবিতে।
বিশিষ্ট অভিনেতা রণবীর সিং-এর শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ
২০১৫ সালে বাজীরাও মাস্তানী ছবিতে তিনি মারাঠা পেশোয়া প্রথম বাজিরাওয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। বলিউডের সর্বাধিক বাণিজ্যসফল ছবিগুলির মধ্যে এটি ছিল অন্যতম। ছবিটি সমালোচকদের প্রশংসা অর্জন করে। এই ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।
রণবীর সিং-এর অভিনীত চলচ্চিত্র
অভিনেতা রণবীর সিং এখনও পর্যন্ত যে সব চলচ্চিত্রে অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল – ব্যান্ড বাজা বারাত (২০১০), গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা (২০১৩), লুটেরা (২০১৩), গুণ্ডে (২০১৪), বাজীরাও মাস্তানী (২০১৫), বেফিকরে (২০১৬), পদ্মাবত (২০১৮), সিম্বা (২০১৮), মিউজিক্যাল ড্রামা গালি বয় (২০১৯), কপিল দেব স্পোর্টস ফিল্ম ’83’ (২০২১), সার্কাস (২০২২)।
রণবীর সিং-এর পুরস্কার ও মনোনয়ন
পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কারের প্রাপক রণবীর সিং। ব্যান্ড বাজা বারাত ছবির জন্য সেরা পুরুষ আত্মপ্রকাশ, বাজিরাও মাস্তানি, গালি বয় ও 83 ছবির জন্য সেরা অভিনেতা এবং পদ্মাবত ছবির জন্য সেরা অভিনেতার (সমালোচক) পুরস্কার অর্জন করেন।
উপসংহার :- রণবীর সিং বর্তমানে ফারহান আখতারের অ্যাকশন ফিল্ম ডন 3 এর শাহরুখ খানের কাছ থেকে ডনের ভূমিকা নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
(FAQ) হিন্দি চলচ্চিত্র অভিনেতা রণবীর সিং সম্পর্কে জিজ্ঞাস্য?
মুম্বাইয়ে।
সিন্ধু প্রদেশের করাচী।
বাজিরাও মাস্তানি ও পদ্মাবত।
মারাঠা পেশোয়া প্রথম বাজিরাও।
সুলতান আলাউদ্দিন খলজি।