জালালউদ্দিন ফতে শাহ

জালালউদ্দিন ফতে শাহ প্রসঙ্গে সিংহাসনে আরোহন, আবিসিনিয় দাসচক্র, ফিরিস্তার বর্ণনা, ফতে শাহের মৃত্যু, সুলতান শাহজাদার রাজত্ব ও সৈফউদ্দিনের সিংহাসন দখল সম্পর্কে জানবো।

জালালউদ্দিন ফতে শাহ

সুলতান জালালউদ্দিন ফতে শাহ
বংশ ইলিয়াস শাহী বংশ
পূর্বসূরি শামসউদ্দিন ইউসুফ শাহ
উত্তরসূরি সুলতান শাহজাদা
জালালউদ্দিন ফতে শাহ

ভূমিকা :- শামসউদ্দিন ইউসুফ শাহের মৃত্যুর পর তাঁর এক অযোগ্য পুত্র সিকন্দার সিংহাসনে আরোহণ করেন। কিন্তু ‘রিয়াজ’-এর মতে, তিনি উন্মাদরোগগ্রস্ত ছিলেন বলে যেদিন তিনি সিংহাসনে আরোহণ করেন সেদিনই অমাত্যগণ তাকে সিংহাসনচ্যুত করেন।

সিকন্দারের রাজত্ব

এক সূত্র থেকে জানা যায় যে, সিকন্দার দুমাস রাজত্ব করেছিলেন। আধুনিক ঐতিহাসিকরা এই মতকেই যথার্থ বলে মনে করেন। এছাড়া সমসাময়িক কোনো তথ্যেই সিকন্দারের অস্তিত্বের পরিচয় পাওয়া যায় না। তাঁর সম্পর্কে যে সমস্ত তথ্য পাওয়া যায় সবই পরবর্তীকালের লেখকদের লেখা তথ্য থেকে।

ফতে শাহর সিংহাসনে আরোহণ

সিকন্দার অমাত্যগণের দ্বারা সিংহাসনচ্যুত হলে, নাসিরউদ্দিন মাহমুদের এক পুত্র জালালউদ্দিন ফতে শাহ সিংহাসনে আরোহণ করেন।

আবিসিনীয় দাসচক্র

এই সময় রাজপ্রাসাদের একটি হাবসী বা আবিসিনীয় দাসচক্র শক্তিমান হয়ে ওঠে। পূর্বেই উল্লেখ করা হয়েছে, এই আবিসিনীয় দাসদের আবির্ভাব ঘটে বারবাক শাহের রাজত্বকালে।

ফিরিস্তার বর্ণনা

ফিরিস্তা লিখেছেন এই সময় হাবসিদের প্রতিপত্তি এত বৃদ্ধি পায় যে, তারা সুলতানকেই অমান্য করত। তাই ফতে শাহ এই হাবসি ক্রীতদাসদের ক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে তাদের কঠোরভাবে দমন করেন।

ফতে শাহের মৃত্যু

ফতে শাহর কঠোরতার ফলেই তার পরিণাম খুব খারাপ হয়। এরই ফলে এদের নেতা সুলতান শাহজাদা কর্তৃক সুলতান ফতে শাহ শেষপর্যন্ত নিহত হন।

সুলতান শাহজাদার রাজত্ব

এরপর সুলতান শাহজাদা ‘বারবাক শাহ’ উপাধি গ্রহণ করে সিংহাসনে আরোহন করেন। খুব বেশি হলে তিনি ছ’মাস রাজত্ব করেছিলেন।

সেফউদ্দিনের সিংহাসন দখল

পরিশেষে, আবিসিনীয় সৈন্যবাহিনীর নেতা আমির-উল-ওমর-মালিক-আন্দিল বারবাক শাহকে সিংহাসনচ্যুত করে সৈফউদ্দিন ফিরোজ উপাধি গ্রহণ করেন এবং ১৪৮৭ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন।

উপসংহার :- সৈফউদ্দিন মধ্যযুগের বঙ্গদেশের ইতিহাসের একটা গৌরবময় অধ্যায়ের স্রষ্টা ইলিয়াস শাহী বংশের অবসান ঘটান।

(FAQ) জালালউদ্দিন ফতে শাহ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. ইলিয়াস শাহী বংশের অবসান ঘটান কে?

সৈফউদ্দিন।

২. ইলিয়াস শাহী বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন?

জালালউদ্দিন ফতে শাহ।

৩. কার রাজত্বকালে হাবসী দাসদের আবির্ভাব ঘটে?

রুকনউদ্দিন বারবক শাহ।

Leave a Reply

Translate »