নসরৎ শাহের পরবর্তী উত্তরাধিকারীগণ

নসরৎ শাহের পরবর্তী উত্তরাধিকারীগণ প্রসঙ্গে আলাউদ্দিন ফিরোজ শাহ, চট্টগ্রামের শাসনকর্তা অহোমদের পরাজয়, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, শের খানের গৌড় দখল, অযোগ্য শাসক ও হুসেন শাহী বংশের ঐতিহ্য সম্পর্কে জানবো।

নসরৎ শাহের পরবর্তী উত্তরাধিকারীগণ

বিষয়নসরৎ শাহের পরবর্তী উত্তরাধিকারীগণ
বংশহুসেন শাহী বংশ
প্রতিষ্ঠাতাআলাউদ্দিন হুসেন শাহ
বড় সোনা মসজিদনসরৎ শাহ
শেষ সুলতানগিয়াসউদ্দিন মাহমুদ
নসরৎ শাহের পরবর্তী উত্তরাধিকারীগণ

ভূমিকা :- রিয়াজ-উস-সালাতিন -এর বর্ণনা ও বুকাননের মতে, আততায়ীর হাতে নসরৎ শাহ নিহত হন। এরপর হুসেন শাহী বংশের অবক্ষয় শুরু হয়।

নসরৎ শাহের উত্তরাধিকারী আলাউদ্দিন ফিরোজ শাহ

সুলতান নসরৎ শাহের মৃত্যুর পর ১৫৩২ খ্রিস্টাব্দে নিহত হলে তাঁর পুত্র আলাউদ্দিন ফিরোজ শাহ সিংহাসনে আরোহণ করেন। তাঁর রাজত্বকাল মাত্র তিন মাস স্থায়ী হয়েছিল।

চট্টগ্রামের শাসনকর্তা আলাউদ্দিন ফিরোজ শাহ

নসরৎ শাহের রাজত্বকালেই তিনি যুবরাজ হিসাবে চট্টগ্রামের শাসনকর্তা ছিলেন। এই সময়েই ফিরোজ শাহ শ্রীধর কবিরাজ নামে এক কবিকে দিয়ে ‘বিদ্যাসুন্দর’ কাব্য রচনা করান।

আলাউদ্দিন ফিরোজ শাহ নিকট অহোমদের পরাজয়

অসমিয়া বুরঞ্জি থেকে জানা যায় যে, তাঁর পিতার মৃত্যুর পর অহোমরা ফিরোজ শাহের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে পরাজিত হয়।

নসরৎ শাহের পরবর্তী উত্তরাধিকারী গিয়াসউদ্দিন মাহমুদ শাহ

এরপর ফিরোজ শাহ গিয়াসউদ্দিন মাহমুদের হাতে নিহত হন এবং গিয়াসউদ্দিন মাহমুদ ১৫৩৩ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। গিয়াসউদ্দিন মাহমুদ পাঁচ বছর রাজত্ব করেছিলেন। তিনিই ছিলেন বঙ্গদেশের স্বাধীন হুসেন শাহী বংশের সুলতানদের শেষ প্রতিনিধি।

শের খানের গৌড় দখল

তাঁর সময়েই ১৫৩৮ খ্রিস্টাব্দে আফগান প্রতিভা শের খান শূর কর্তৃক গৌড় নগরী অধিকৃত হয়। গৌড় নগরী অধিকারের সঙ্গে সঙ্গে বঙ্গদেশের স্বাধীন সুলতান হুসেন শাহী বংশের অবসান হয়।

বাংলার অযোগ্য শাসক মাহমুদ শাহ

  • (১) মাহমুদ শাহ ছিলেন অত্যন্ত অযোগ্য শাসক। তাঁর সামরিক প্রতিভা ও রাজনৈতিক বিচক্ষণতা কিছুই ছিল না। তিনি ছিলেন আমোদপ্রমোদে লিপ্ত। পর্তুগিজ লেখকের বিবরণ থেকে জানা যায়, তাঁর হারেমে দশ হাজার নারী ছিল।
  • (২) তবে তিনি তাঁর শত্রুদের কাছে আত্মসমর্পণ করেন নি। যথার্থ সৈনিকের মতো তিনি শত্রুর বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছিলেন। এই ব্যর্থতার জন্য অবশ্যই তাঁর ব্যক্তিগত অযোগ্যতা দায়ী ছিল।

হুসেন শাহী বংশের ঐতিহ্য

হুসেন শাহী বংশের ঐতিহ্য থেকে তিনিও সরে যান নি। তাঁরও রাজসভায় অনেক বিশিষ্ট ব্যক্তি ছিলেন। কবিশেখর বিদ্যাপতি যে তাঁর একজন কর্মচারী ছিলেন, তা বিদ্যাপতি নামাঙ্কিত একটি পদ থেকে উপলব্ধি করা যায়।

উপসংহার :- মাহমুদ শাহের মৃত্যুতে ঐতিহাসিক Stewart লিখেছেন, terminated the line of independent Kings of Bengal, who had ruled that country for 204 years.”

(FAQ) নসরৎ শাহের পরবর্তী উত্তরাধিকারীগণ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. কে কখন বাংলায় হুসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেন?

আলাউদ্দিন হুসেন শাহ, ১৪৯৩ খ্রিস্টাব্দে।

২. হুসেন শাহী বংশের সময়কাল কত?

১৪৯৩-১৫৩৮ খ্রিস্টাব্দ।

৩. হুসেন শাহী বংশের শেষ সুলতান কে ছিলেন?

গিয়াসউদ্দিন মাহমুদ শাহ।

Leave a Comment