ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও

গণিতবিদ ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও প্রসঙ্গে তার জন্ম, ছেলেবেলা, শিক্ষা, কলকাতায় গবেষণা, কর্মসূত্র, আবিষ্কার, গণিতে নোবেল পুরস্কার, মৌলিক গবেষণা, গুরুত্বপূর্ণ অবদান, গণিতের নোবেল পুরস্কার লাভের সময়, পশ্চিমবঙ্গের গর্ব, পুরস্কার ও সম্মাননা সম্পর্কে জানবো।

গণিতবিদ ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও

ব্যক্তিত্বক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও
জন্ম১০ সেপ্টেম্বর, ১৯২০
জন্মস্থানকর্ণাটকের হাড়াগালি
পরিচিতিপরিসংখ্যানবিদ
গবেষণাপত্রকলকাতা
গণিতবিদ ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও

ভূমিকা :- সংখ্যা নিয়ে সারা জীবনের সাধনা তাঁর, মানুষের বয়সটাও যে কেবল একটা সংখ্যা মাত্র তা যেন সত্যি সত্যিই প্রমাণ করলেন ভারতীয়-মার্কিন গণিতবিদ তথা পরিসংখ্যানবিদ ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও। গণিত এবং পরিসংখ্যান বিদ্যায় অভূতপূর্ব অবদানের জন্য এই বছর ‘আন্তর্জাতিক পরিসংখ্যান পুরস্কার’ পাচ্ছেন সি.আর. রাও।

গণিতবিদ ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণের জন্ম

কর্ণাটকের হাড়াগালিতে এক তেলগু পরিবারে  সি আর রাও ১০ সেপ্টেম্বর ১৯২০ সালে জন্মগ্রহণ করেন। 

ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণের ছেলেবেলা

জন্মসূত্রে তিনি আমেরিকান হলেও, জন্মের পর থেকেই ভারত-এর অন্ধ্রপ্রদেশের কর্ণাটকে থেকেছেন। সেখানেই তাঁর বেড়ে ওঠা। প্রাথমিক স্কুল শিক্ষার পাঠ চুকিয়ে তার পর আসেন কলকাতায়।

গণিতবিদ ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণের শিক্ষা

অন্ধ্রপ্রদেশে স্কুলে পড়াশোনা করেছেন। স্কুলশিক্ষা শেষে কলকাতায় এসেছিলেন উচ্চশিক্ষার জন্য। ১৯৪৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিকসে এম এ, অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এম এসসি ডিগ্রি অর্জন করেন। পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৬৫ সালে কেমব্রিজ থেকেই ডি এসসি ডিগ্রি লাভ করেন।

কলকাতায় ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণের গবেষণা

কর্ণাটক তার জন্মভূমি হলেও এককালে কলকাতাতেই প্রকাশিত হয়েছিল তাঁর গবেষণা পত্র। ‘ক্যালকাটা ম্যাথমেটিকাল সোসাইটি’র বুলেটিনে প্রকাশিত হওয়া সেই বিশেষ গবেষণাটির জন্যই এবার আন্তর্জাতিক পরিসংখ্যান পুরস্কার পাচ্ছেন তিনি।

গণিতবিদ ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণের কর্মসূত্র

  • (১) ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর মাল্টিভ্যারিয়েট অ্যানালিসিসের এবারলি প্রফেসর, চেয়ার অব স্ট্যাটিস্টিক্স এবং ডিরেক্টর-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও অধিষ্ঠিত থেকেছেন।
  • (২) সি আর রাও বর্তমানে বাফেলো বিশ্ববিদ্যালয়ের একজন প্রবীণ গবেষক। পাশাপাশি পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির এমিরিটাস প্রফেসর পদেও আসিন।

ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণের আবিষ্কার

যে সব আবিষ্কার তাঁকে গোটা বিশ্ব বহুদিন মনে রাখতে বাধ্য সেগুলি হল ‘ক্রেমার-রাও লোয়ার বাউন্ড’, ‘রাও-ব্ল্যাকওয়েল থিওরেম’, ‘তথ্য জ্যামিতি’।

ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণের গণিতের নোবেল পুরস্কার

২০২৩ সালের ‘আন্তর্জাতিক পরিসংখ্যান পুরস্কার’ International Prize in Statistics 2023 পাচ্ছেন সি আর রাও। অনেকেই এই পুরস্কারটিকে ‘গণিতের নোবেল’ পুরস্কার হিসেবে মনে করে থাকেন।

ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণের মৌলিক গবেষণা

মূলত তাঁর তিনটি মৌলিক গবেষণা পরিসংখ্যানবিদ্যা বা স্ট্যাটিসটিক্সের ক্ষেত্রে আধুনিকতার পথ প্রশস্ত করেছিল। আর সেই তিনটি গবেষণাই প্রকাশিত হয়েছিল আজ থেকে ৭৭ বছর আগে ১৯৪৫ সালের ‘ক্যালকাটা ম্যাথমেটিকাল সোসাইটির বুলেটিনে’।

ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণের গুরুত্বপূর্ণ অবদান

চিকিৎসা গবেষণা-সহ বিভিন্ন ক্ষেত্রে পরিসংখ্যান এবং তার প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ১০২ বছর বয়সী এই পরিসংখ্যানবিদ ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও।

ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণের গণিতের নোবেল পুরস্কার লাভের সময়

আগামী জুলাই মাসে কানাডার অন্টারিওতে ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আয়োজিত ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিকস কংগ্রেসে সি আর রাওয়ের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারমূল্য ৮০,০০০ ডলার।

ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণ সম্পর্কে গাই নেসনের মন্তব্য

ইন্টারন্যাশনাল প্রাইজ ইন স্ট্যাটিস্টিকস ফাউন্ডেশনের চেয়ারম্যান গাই নেসন বলেছেন যে, এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে আমরা সি আর রাও-এর স্মরণীয় কর্মসমূহকেই সম্মান জানাচ্ছি। তাঁর এই সব কাজ শুধু যে পরিসংখ্যানগত ভাবনার ক্ষেত্রেই বিপ্লব এনেছে তা নয়, বরং বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞান সম্পর্কে মানুষের ভাবনা-চিন্তার উপর ব্যাপক প্রভাব ফেলেছে।

পশ্চিমবঙ্গের গর্ব ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণের

পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের গর্বের ব্যাপার হল, এই পুরস্কারের সঙ্গেও জুড়ে রয়েছে কলকাতার নাম। তাঁর যে তিনটি মৌলিক গবেষণা পরিসংখ্যানবিদ্যার ক্ষেত্রে আধুনিকতার পথ প্রশস্ত করেছিল, সেই তিনটি গবেষণাই প্রকাশিত হয়েছিল ১৯৪৫ সালের ‘ক্যালকাটা ম্যাথমেটিকাল সোসাইটির বুলেটিনে’।

  • (১) প্রথমটি হল ‘ক্রেমার-রাও লোয়ার বাউন্ড’।
  • (২) দ্বিতীয়টি ‘রাও-ব্ল্যাকওয়েল থিওরেম’।
  • (৩) তৃতীয়টি পরিচিত ‘ইনফরমেশন জিওমেট্রি’ নামে।

ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণের পুরস্কার ও সম্মাননা লাভ

বিশ্ববিখ্যাত এই গণিতজ্ঞের হাতে ভারত সরকার ১৯৬৮ সালে পদ্মভূষণ এবং ২০০১ সালে পদ্মবিভূষণ পুরস্কার তুলে দেন। ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও ভারতীয় স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ডিরেক্টর, জওহরলাল নেহরু অধ্যাপক এবং ভারতের জাতীয় অধ্যাপকের সম্মানে ভূষিত।

উপসংহার :- প্রায় ৭৫ বছর ধরে বিশ্বের গণিত ও পরিসংখ্যানে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন সি আর রাও। আজ জীবনের প্রায় শেষ প্রান্তে এসে অবশেষে মিলল এই আন্তর্জাতিক স্বীকৃতি। প্রবীণ এই মহান বিজ্ঞানীকে অসীম শ্রদ্ধা ও অভিনন্দন জানাই, সুস্থ জীবন কামনা করি।

(FAQ) গণিতবিদ ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও সম্পর্কে জিজ্ঞাস্য?

১. ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও জন্মসূত্রে কোথাকার নাগরিক ছিলেন?

আমেরিকা।

২. ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও কে ছিলেন?

একজন ভারতীয়-মার্কিন গণিতবিদ তথা পরিসংখ্যানবিদ।।

৩. ‘২০২৩ আন্তর্জাতিক পরিসংখ্যান পুরস্কার’ পাচ্ছেন কে?

ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও।

৪. ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও-এর গবেষণাপত্র কোথায় প্রকাশিত হয়?

‘ক্যালকাটা ম্যাথমেটিকাল সোসাইটি’র বুলেটিনে।

Leave a Comment