যদুনাথ সরকার

ভারতীয় ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার -এর জন্ম, শিক্ষা, রিপন কলেজে যোগদান, কলকাতা প্রেসিডেন্সি কলেজে যোগদান, বারানসি হিন্দু বিশ্ববিদ্যালয়ে যোগদান, কটকের রেভেনশ কলেজে যোগদান, রয়্যাল এশিয়াটিক সোসাইটির সদস্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাদ্রাজ ইউনিভার্সিটির লেকচারার, গোমম্যানের মন্তব্য, সম্মান, উল্লেখযোগ্য রচনা ও তার মৃত্যু সম্পর্কে জানবো।

ঐতিহাসিক যদুনাথ সরকার

ঐতিহাসিক চরিত্রযদুনাথ সরকার
জন্ম১০ ডিসেম্বর, ১৮৭০ খ্রিস্টাব্দ
পেশাইতিহাসবিদ
বিশেষজ্ঞমুঘল রাজবংশ
মৃত্যু১৯ মে, ১৯৫৮ খ্রিস্টাব্দ
যদুনাথ সরকার

ভূমিকা :- স্যার যদুনাথ সরকার ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় ইতিহাসবিদ এবং মুঘল রাজবংশের একজন বিশেষজ্ঞ।

যদুনাথ সরকারের জন্ম

১৮৭০ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ -এর করাচমারিয়া গ্রামে স্যার যদুনাথ সরকার জন্মগ্রহণ করেন। তার পিতা রাজকুমার সরকার ছিলেন স্থানীয় জমিদার।

যদুনাথ সরকারের শিক্ষা

১৮৯১ সালে যদুনাথ সরকার কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক হন। এরপর যদুনাথ সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে স্নাতকোত্তর পরীক্ষায় শীর্ষস্থান দখল করেন। ১৮৯৭ সালে যদুনাথ সরকার প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি লাভ করেন।

রিপন কলেজে যদুনাথ সরকারের যোগদান

১৮৯৩ সালে তিনি কলকাতার রিপন কলেজে (বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ) ইংরেজি সাহিত্যের অনুষদ হিসেবে নিযুক্ত হন।

কলকাতা প্রেসিডেন্সি কলেজে যদুনাথ সরকারের যোগদান

১৮৯৮ সালে প্রাদেশিক শিক্ষা পরিষেবায় নির্বাচিত হওয়ার পর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে নিযুক্ত হন।

বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ে যদুনাথ সরকারের যোগদান

১৯১৭ থেকে ১৯১৯ সাল পর্যন্ত তিনি বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ে ভারতের আধুনিক ইতিহাস পড়ান।

কটকের রাভেনশ কলেজে যদুনাথ সরকারের যোগদান

১৯১৯ থেকে ১৯২৩ সাল পর্যন্ত তিনি কটকের রাভেনশ কলেজে ইংরেজি এবং ইতিহাস উভয়ই পড়ান।

রয়্যাল এশিয়াটিক সোসাইটির সদস্য যদুনাথ সরকার

১৯২৩ সালে তিনি লন্ডনের রয়্যাল এশিয়াটিক সোসাইটির সম্মানিত সদস্য হন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদুনাথ সরকার

১৯২৬ সালের আগস্ট মাসে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন।

মাদ্রাজ ইউনিভার্সিটির লেকচারার যদুনাথ সরকার

১৯২৮ সালে তিনি মাদ্রাজ ইউনিভার্সিটিতে স্যার ডব্লিউ মেয়ার লেকচারার হিসেবে যোগদান করেন।

যদুনাথ সরকারের কাজ বিবর্ণ

মার্কসবাদী এবং ইতিহাস রচনার উত্তর-ঔপনিবেশিক গোষ্ঠীর ক্রমবর্ধমান আবির্ভাবের সাথে সরকারের কাজগুলি জনসাধারণের স্মৃতি থেকে বিবর্ণ হয়ে যায়।

যদুনাথ সরকার সম্পর্কে গোমম্যানের মন্তব্য

জোস জে এল গোমম্যান যদুনাথের কাজকে আলীগড়ের ইতিহাসবিদদের সাথে তুলনা করেছেন। তার মতে আলীগড়ের ইতিহাসবিদরা যখন মুঘল সাম্রাজ্য-এ প্রধানত মনসবদারি ব্যবস্থা এবং বারুদ প্রযুক্তি নিয়ে কাজ করেছিলেন, সরকার সামরিক কৌশল এবং অবরোধের দিকে মনোনিবেশ করেছিলেন।

স্যার যদুনাথ সরকারের সম্মান

  • (১) ব্রিটিশ সরকার যদুনাথকে কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার (CIE) সম্মানে সম্মানিত করা হয়েছিল।
  • (২) ১৯২৯ সালের ২২ আগস্ট ভারপ্রাপ্ত ভাইসরয় লর্ড গোশেন সিমলায় যদুনাথ সরকারকে নাইট উপাধি প্রদান করেন।

যদুনাথ সরকারের উল্লেখযোগ্য রচনা

স্যার যদুনাথ সরকারের উল্লেখযোগ্য রচনা গুলি হল –

  • (১) ইকোনমিক্সঅফ ব্রিটিশ ইন্ডিয়া (১৯০০)
  • (২) দ্য ইন্ডিয়া অফ ঔরঙ্গজেব (১৯০১)
  • (৩) অ্যানেকডোটস অফ ঔরঙ্গজেব (১৯১২)
  • (৪) হিস্ট্রি অফ ঔরঙ্গজে (১৯১২-২৪)
  • (৫) স্টাডিজ ইন মুঘল ইন্ডিয়া (১৯১৯)
  • (৬) মুঘল অ্যাডমিনিস্ট্রেশন (১৯২০)
  • (৭) নাদির শাহ ইন ইন্ডিয়া (১৯২২)
  • (৮) ইন্ডিয়া থ্রু দ্য এজেস (১৯২৮)
  • (৯) এ শর্ট হিস্ট্রি অফ ঔরঙ্গজেব (১৯৩০)
  • (১০) দ্য ফল অফ মুঘল এম্পায়ার (১৯৩২-৩৮)
  • (১১) স্টাডিজ ইন ঔরঙ্গজেব’স রিজাইন (১৯৩৩)
  • (১২) ধর্ম হাউস অফ শিবাজি (১৯৪০)
  • (১৩) দ্য হিস্ট্রি অফ বেঙ্গল (১৯৪৩-৪৮)
  • (১৪) মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া (১৯৬০)
  • (১৫) এ হিস্ট্রি অফ জয়পুর, ১৫০৩-১৯৩৮ খ্রিস্টাব্দ (১৯৮৪)

যদুনাথ সরকারের মৃত্যু

১৯৫৮ সালের ১৯ মে ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার মৃত্যুবরণ করেন।

উপসংহার :- কলকাতার দ্য সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্স একটি স্বায়ত্তশাসিত গবেষণা কেন্দ্র।এটি যদুনাথ সরকারের বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে, যা রাজ্য সরকারকে দান করেছিলেন সরকারের স্ত্রী। এখানে যদুনাথ ভবন মিউজিয়াম বা জাদুঘর এবং রিসোর্স সেন্টারও আছে।

(FAQ) ঐতিহাসিক যদুনাথ সরকার সম্পর্কে জিজ্ঞাস্য?

১. স্যার যদুনাথ সরকারের জন্ম কখন হয়?

১০ ডিসেম্বর, ১৮৭০ খ্রিস্টাব্দ।

২. মুঘল রাজবংশের একজন ইতিহাস বিশেষজ্ঞর নাম লেখ।

স্যার যদুনাথ সরকার।

৩. দ্য ফল অফ মুঘল এম্পায়ার কার লেখা?

স্যার যদুনাথ সরকার।

Leave a Comment