দ্বিতীয় ভীম

সোলাঙ্কি বংশের রাজা দ্বিতীয় ভীম প্রসঙ্গে তার সিংহাসনে আরোহণ, তার রাজত্বকালে ঘুরির গুজরাট আক্রমণ, কুতুবউদ্দিনের আক্রমণ, বিভিন্ন আক্রমণ প্রতিরোধ ও তার কর্তৃত্ব শিথিল সম্পর্কে জানবো।

সোলাঙ্কি বংশের রাজা দ্বিতীয় ভীম

ঐতিহাসিক চরিত্রদ্বিতীয় ভীম
বংশসোলাঙ্কি বংশ
রাজত্বকাল১১৭৮-১২৪১ খ্রি:
পূর্বসূরিঅজয়পাল
উত্তরসূরিবিশালদেব
সোলাঙ্কি বংশের রাজা দ্বিতীয় ভীম

ভূমিকা :- প্রায় সার্ধ তিন শতাব্দী কাল (আনুমানিক ৯৫০-১৩০০ খ্রিস্টাব্দ) চৌলুক্য বা সোলাঙ্কি বংশ গুজরাট ও কাথিয়াবাড় শাসন করে। এই বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন দ্বিতীয় ভীম।

চৌলুক্যরাজ দ্বিতীয় ভীমের সিংহাসনে আরোহণ

রাজা অজয়পালের পরে ১১৭৮ খ্রিস্টাব্দে রাজা দ্বিতীয় ভীম সোলাঙ্কি বংশের সিংহাসনে আরোহণ করেন।

দ্বিতীয় ভীমের রাজত্বকালে ঘুরির গুজরাট আক্রমণ

তার রাজত্বকালে মহম্মদ ঘুরি গুজরাট আক্রমণ করেন (১১৭৮ খ্রি)। একজন মুসলমান লেখক বলেছেন, বয়সে তরুণ হলেও ভীমের অধীনে অগণিত বাহিনী ও বহু হস্তী ছিল। যুদ্ধ শুরু হলে ইসলামের সৈন্যবাহিনী পরাজিত হয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে। মহম্মদ গজনীতে প্রত্যাবর্তন করেন। পরবর্তী দুই দশকে তিনি আর গুজরাট আক্রমণের চেষ্টা করেন নি।

রাজা দ্বিতীয় ভীমের রাজত্বকালে কুতুবউদ্দিনের আক্রমণ

১১৯৫ খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক অনহিলওয়াড়া লুণ্ঠন করেন। দু বছর পরে তিনি আজমীর ও নাড়োলের পথে আবার অভিযান করে স্বল্পকালের জন্য অনহিলওয়াড়া অধিকার করেন।

দ্বিতীয় ভীম কর্তৃক বিভিন্ন আক্রমণ প্রতিরোধ

সম্ভবতঃ দ্বিতীয় ভীমকে মালবের পরমারদের, শাকম্ভরীর চাহমানদের এবং দেবগিরির যাদব বংশের আক্রমণও প্রতিরোধ করতে হয়।

চৌলুক্যরাজ দ্বিতীয় ভীমের কর্তৃত্ব শিথিল

বিভিন্ন যুদ্ধে অংশগ্ৰহণের ফলে সম্ভবতঃ রাজার কর্তৃত্ব শিথিল হয়ে পড়ে এবং অধীনস্থ সামন্ত ও মন্ত্রীরা স্বাধীন ক্ষমতা অর্জনে উৎসাহ পান।

দ্বিতীয় ভীমের রাজত্বে লবণপ্রসাদের উত্থান

রাজা দ্বিতীয় ভীমের শাসনকালের শেষের দিকে চৌলুক্য বংশের বাঘেলা শাখার প্রধান লবণপ্রসাদ সবরমতী ও নর্মদা নদীর মধ্যবর্তী ঢোলকার আশেপাশে একটি রাজ্য প্রতিষ্ঠা করেন।

উপসংহার :- দ্বিতীয় ভীমের পরবর্তী রাজা বিশালদেবের রাজত্বকালে (আনুমানিক ১২৪৪-১২৬২ খ্রি) বাঘেলদের রাজ্যাপহরণের কাজ সম্পূর্ণ হয়।

(FAQ) সোলাঙ্কি বংশের রাজা দ্বিতীয় ভীম সম্পর্কে জিজ্ঞাস্য?

১. সোলাঙ্কি বংশের রাজা দ্বিতীয় ভীমের রাজত্বকাল কত?

১১৭৮-১২৪১ খ্রি:।

২. মহম্মদ ঘুরি কোন রাজার আমলে গুজরাট আক্রমণ করে?

দ্বিতীয় ভীম।

৩. কুতুবউদ্দিন আইবক কার রাজত্বকালে অনহিলওয়াড়া লুণ্ঠন করেন?

দ্বিতীয় ভীম।

Leave a Comment