শামসউদ্দিন আহম্মদ শাহ

সুলতান শামসউদ্দিন আহম্মদ শাহ প্রসঙ্গে রিয়াজ-উস-সালাতিন -এর বর্ণনা, পরবর্তী সুলতানের মুদ্রা, ফিরিস্তার মত, ইব্রাহিম শার্কির আক্রমণ, চীন দেশের সাথে সুসম্পর্ক, আহম্মদ শাহের হত্যা ও গৃহযুদ্ধ সম্পর্কে জানবো।

সুলতান শামসউদ্দিন আহম্মদ শাহ

সুলতান শামসউদ্দিন আহম্মদ শাহ
পূর্বসূরি জালালউদ্দিন মহম্মদ শাহ
উত্তরসূরি নাসিরউদ্দিন মাহমুদ শাহ
চীনের দূত ১৪৩১-৩২ খ্রি:
মৃত্যু ১৪৩৬ খ্রি:
সুলতান শামসউদ্দিন আহম্মদ শাহ

ভূমিকা :- জালালউদ্দিন মহম্মদ শাহের মৃত্যুর পর তাঁর পুত্র শামসউদ্দিন আহম্মদ শাহ ইলিয়াস শাহী বংশের সিংহাসনে আরোহণ করেন। তিনি ১৪৩৫ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন।

‘রিয়াজ-উস-সালাতিন’-এর বর্ণনা

‘রিয়াজ-উস-সালাতিন’ গ্ৰন্থের মতে, শামসউদ্দিন ১৬ অথবা ১৮ বৎসর রাজত্ব করেছিলেন। কিন্তু এই মত ঠিক নয়। কারণ, শামসউদ্দিন আহম্মদ-এর রাজত্বের প্রথম বৎসর অর্থাৎ ১৪৩২-৩৩ খ্রিস্টাব্দ ছাড়া আর কোনো বৎসরের মুদ্রা পাওয়া যায় নি।

পরবর্তী সুলতানের মুদ্রা

১৪৩৭-৩৮ খ্রিস্টাব্দ থেকে তার পরবর্তী সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের মুদ্রা পাওয়া গেছে। বুকাননের মতে, শামসউদ্দিন তিন বৎসর রাজত্ব করেছিলেন। এই মতই যথার্থ বলে মনে হয়।

ফিরিস্তার মত

ঐতিহাসিক ফিরিস্তার মতে, শামসউদ্দিন তাঁর পিতার মতো উদারনীতি অনুসরণ করেছিলেন। তিনি ন্যায়পরায়ণ ও দানশীল ছিলেন। কিন্তু ‘রিয়াজ’ শামসউদ্দিন সম্পর্কে ভিন্নমত পোষণ করে।

ইব্রাহিম শার্কির আক্রমণ

তাঁর রাজত্বকালের একমাত্র গুরুত্বপূর্ণ ঘটনা, জৌনপুরের শাসক ইব্রাহিম শার্কি কর্তৃক তাঁর রাজ্য আক্রান্ত হয়। আহম্মদ শাহ যুদ্ধক্ষেত্রে সুবিধা করতে না পেরে হস্তক্ষেপ করার জন্য হিরাটের শাসক তৈমুরের পুত্র শাহরুখের নিকট আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে, হিরাটের রাজা দূত পাঠিয়ে শার্কিকে আক্রমণ থেকে বিরত থাকতে বলেন।

চীন দেশের সাথে সুসম্পর্ক

আহম্মদ শাহও চীনদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন। ১৪৩১-৩২ খ্রিস্টাব্দে চীন দেশের রাষ্ট্রদূত বঙ্গদেশ পরিদর্শন করেন।

আহম্মদ শাহের হত্যা

আহম্মদ শাহের দুজন অভিজাত শাদি খান ও নাসির খান কর্তৃক ১৪৩৫ খ্রিস্টাব্দে তিনি নিহত হন এবং তাঁর রাজত্বের অবসান হয়।

গৃহযুদ্ধ

‘রিয়াজ’ থেকে জানা যায়, আহম্মদ শাহের এই হত্যা ছিল পূর্বপরিকল্পিত এবং তাঁর সময় অভিজাতদের মধ্যে এক গৃহযুদ্ধ শুরু হয়।

উপসংহার :- এই গৃহযুদ্ধের ফলে অভিজাতগণ হাজি ইলিয়াসের এক পৌত্র নাসিরউদ্দিনকে বঙ্গদেশের সিংহাসনে বসান। এইভাবে পুনরায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা হয়।

(FAQ) সুলতান শামসউদ্দিন আহম্মদ শাহ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. শামসউদ্দিন আহম্মদ শাহ কোন বংশের শাসক ছিলেন?

ইলিয়াস শাহী।

২. ইব্রাহিম শর্কি বাংলায় কার রাজ্য আক্রমণ করেন?

শামসউদ্দিন আহম্মদ শাহ।

৩. শামসউদ্দিন আহম্মদ শাহকে হত্যা করে কারা?

শাদি খান ও নাসির খান।

Leave a Reply

Translate »