যে পবিত্র অনুষ্ঠানে আবাল-বৃদ্ধ-বনিতা সকলের আনন্দ লাভের নিষ্কলুষ সমাবেশ ঘটে তাকেই বলা হয় উৎসব। উৎসব যেন মানুষের শান্তি, মিলন, মৈত্রীর ত্রিবেণী বন্ধন রচনা করে।
আনন্দ প্রকাশ ও লাভের মাধ্যম উৎসব। এক কথায় যাকে বলা যায় আনন্দানুষ্ঠান। ইংরেজিতে ‘এ জয়ফুল অব অনারিফিক সেলিব্রেশন’ বলে সংজ্ঞায়িত করা যায়। উৎসব পরিবারকেন্দ্রিক হতে পারে, আবার ব্যাপকভাবে সমাজকেন্দ্রিকও হতে পারে। কালের বিবর্তনে এই সব উৎসবের কোনোটির রূপ বদলায়, কোনোটি বিলুপ্ত হয়, আবার কোনোটি নতুন সৃষ্টি হয়।
সাধারণত উৎসব হল সামাজিক, ধর্মীয় এবং ঐতিহ্যগত প্রেক্ষাপটে পালিত আনন্দ অনুষ্ঠান। উৎসবের সময় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ আনন্দে মেতে ওঠে।
সব ধরনের উৎসবের মধ্যে কোনোটিতে থাকে সমাজ ও জাতীয়তার ছাপ, কোনোটিতে ধর্মের ছাপ, আবার কোনোটিতে থাকে রাজনীতির ছাপ। আদিম সমাজে মানুষের খাদ্য কামনাকে কেন্দ্র করে যে উৎসবের সূচনা হয়েছিল, আজ তা নানা বর্ণ ও বৈচিত্র্যে পূর্ণ। তবে সব অনুষ্ঠানের মূলেই থাকে আনন্দ লাভ।
উৎসব মনে এক অনাবিল আনন্দ নিয়ে আসে।
উৎসবের দিনগুলিতে আত্মীয় স্বজনদের সাথে থাকা হয়, রোজকার কর্মরত জীবন থেকে বিরতি ঘটে। বাচ্চারা রোজকার রুটিন থেকে ছাড় পেয়ে থাকে। নতুন নতুন মানুষের সাথে পরিচয় ঘটে।
কর্মরত বাবা মায়েররা বাচ্চাদের সাথে সময় কাটাতে পারে।
আমাদের বাংলায় প্রচলিত উৎসবের মধ্যে রয়েছে পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তি, নবান্ন, পৌষমেলা ইত্যাদি। মুসলিমদের ধর্মীয় উৎসবের মধ্যে রয়েছে ঈদল ফিতর ও ঈদল আজহা। হিন্দু ধর্মের বার্ষিক উৎসবের মধ্যে রয়েছে জন্মাষ্টমী, রথযাত্রা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, গণেশ পূজা, জগদ্ধাত্রী পূজা ইত্যাদি।
মানবজীবনে উৎসবের প্রয়োজনীয়তাকে অস্বীকার করা যায় না। সারা বছরের মধ্যে উৎসবের কয়েকটি দিনেই মানুষ ইতিবাচক শক্তি সংগ্রহ করে প্রকৃতি থেকে। প্রকৃতিই যেন চায় তারই ছায়ায় মানুষ আনন্দে মেতে উঠুক। অন্ততপক্ষে কিছুটা সময় আনন্দ করাই মানুষের কর্ম হয়ে উঠুক।
উৎসবের উদ্দেশ্য হল সাম্য, মৈত্রী, স্বাধীনতার বানী সকলের মধ্যে প্রচার করে সকলের মনকে সতেজতায় ভরিয়ে তোলা। প্রতিটি মানুষের জীবনেই যেমন উৎসব বিশেষ প্রভাব ফেলে তেমনি আধুনিক ইতিহাসের ক্ষেত্রেও উৎসব একটি বিশেষ মাত্রা যোগ করে।
উৎসব
- মনসা পূজা
- নাগ পঞ্চমী
- কুমারী পূজা (Kumari Puja)
- সন্ধিপূজা (Sandhi Puja)
- মহানবমী (Maha Nabami)
- বিজয়া দশমী (Vijaya Dashami)
- দুর্গাষষ্ঠী (Durga Sashthi)
- অকালবোধন (Akalbodhan)
- দুর্গাপূজা (Durga Puja)
- মহাঅষ্টমী (Maha Astami)
- মহাসপ্তমী (Maha Saptami)
- মহালয়া (Mahalaya)
- বিশ্বকর্মা পূজা
- জন্মাষ্টমী
- ঝুলন যাত্রা
- রাখি বন্ধন
- দেবী মনসা
- দোলযাত্রা
- গঙ্গাসাগর মেলা
- অম্বুবাচী
- শিবরাত্রি
- অরন্ধন
- হাতেখড়ি
- বসন্ত পঞ্চমী
- দেবী সরস্বতী
- সরস্বতী পূজা
- নবান্ন উৎসব
- পৌষ সংক্রান্তি
- বইমেলা
- পৌষ মেলা
- বড়দিন
- জয়দেব মেলা
- ভূত চতুর্দশী
- ধনতেরাস
- কালীপূজা
- ভাইফোঁটা
- দীপাবলি
- লক্ষ্মী পূজা
আধুনিক ইতিহাস -অন্যান্য ঐতিহাসিক বিষয়
আধুনিক ইতিহাস AdhunikItihas.com 👈 হল ইতিহাস চর্চার নুতন দিগন্ত । ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে । আধুনিক ইতিহাস Adhunik Itihas চর্চা করা হবে তেমনি বিশ্বের জ্ঞান ভান্ডার কে সহজ ভাবে তুলে ধরা হবে । অন্যান্য ঐতিহাসিক বিষয়গুলি জানতে নিচে ক্লিক করুন 👇
আধুনিক ইতিহাস (adhunikitihas.com) ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য ধন্যবাদ। আমাদের ওয়েবসাইটের সমস্ত পোস্টগুলি বিশেষজ্ঞ (About us) দ্বারা রচিত। যদি মুদ্রণ বা টাইপিং জনিত কোন ভুল থাকে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আপনাদের মূল্যবান মতামত আমাদের চলার পথ সুগম করে তুলবে। ঐতিহাসিক পত্রিকাগুলি সম্পর্কে জানুন ও অপরকে ঐতিহাসিক পত্রিকাগুলি সম্পর্কে জানাতে পোস্টটি শেয়ার করুণ।