মৌর্য সাম্রাজ্য

মৌর্য সাম্রাজ্য প্রসঙ্গে বৃহত্তম সাম্রাজ্য, রাজধানী, প্রতিষ্ঠাতা, সাম্রাজ্যের বিস্তার, কৌটিল্য, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, অশোকের সাম্রাজ্য বিস্তার, কলিঙ্গ যুদ্ধ, বৌদ্ধ ধর্ম গ্ৰহণ ও প্রচার এবং মৌর্য সাম্রাজ্যের পতন সম্পর্কে জানবো।

মৌর্য সাম্রাজ্য

বিষয়মৌর্য সাম্রাজ্য
প্রতিষ্ঠাতাচন্দ্রগুপ্ত মৌর্য
শ্রেষ্ঠ সম্রাটঅশোক
পূর্ববর্তীনন্দ বংশ
পরবর্তীশুঙ্গ বংশ
মৌর্য সাম্রাজ্য

ভূমিকা :- প্রাচীন ভারত -এ লৌহ যুগ -এর একটি বিস্তীর্ণ সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য। মৌর্য রাজবংশ দ্বারা শাসিত এই সাম্রাজ্য ৩২৪ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৮৫ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকে ছিল।

মৌর্য সাম্রাজ্যের রাজধানী

ভারতীয় উপমহাদেশের পূর্বদিকে সিন্ধু-গাঙ্গেয় সমতলভূমিতে অবস্থিত মগধকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র

বৃহত্তম মৌর্য সাম্রাজ্য

মৌর্য সাম্রাজ্য তৎকালীন যুগের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য হিসেবে পরিগণিত হত, শুধু তাই নয়, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এর চেয়ে বড় সাম্রাজ্য কখনো তৈরী হয়নি।

মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা

৩২৪ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজবংশের উচ্ছেদ ঘটিয়ে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তারপর মহান আলেকজান্ডার -এর সেনাবাহিনীর পশ্চাৎ অপসারণের সুযোগে নিজ সামরিক শক্তিবলে মধ্য ও পশ্চিম ভারতের আঞ্চলিক রাজ্যগুলিকে জয় করে বিরাট সাম্রাজ্য গড়ে তোলেন।

সাম্রাজ্যের বিস্তার

বর্তমান যুগের মানচিত্রের নিরিখে মৌর্য সাম্রাজ্য উত্তরে হিমালয়, পূর্বে আসাম, পশ্চিমে বালুচিস্তান ও হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য ও বিন্দুসার এই সাম্রাজ্যকে দক্ষিণ ভারতে বিস্তৃত করেন এবং অশোক কলিঙ্গ রাজ্য জয় করে সমগ্র দক্ষিণ ভারতে মৌর্য সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠিত করেন।

মৌর্য সাম্রাজ্যের প্রধানমন্ত্রী কৌটিল্য

  • (১) চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত তক্ষশীলার ব্রাহ্মণ এবং বিষ্ণুর উপাসক ছিলেন। চাণক্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য একটি সুবিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। প্রবাদানুসারে, মগধ শাসনকারী নন্দ রাজবংশের সম্রাট ধননন্দ দ্বারা অপমানিত হয়ে চাণক্য নন্দ সাম্রাজ্য ধ্বংস করার প্রতিজ্ঞা করেন।
  • (২) চন্দ্রগুপ্তকথা নামক গ্রন্থানুসারে, চন্দ্রগুপ্ত মৌর্য ও চাণক্যের সেনাবাহিনী প্রথমদিকে নন্দ সাম্রাজ্য কর্তৃক পরাজিত হয়। কিন্তু চন্দ্রগুপ্ত এরপর বেশ কয়েকটি যুদ্ধে ধননন্দ ও তার সেনাপতি ভদ্রশালকে পরাজিত করতে সক্ষম হন এবং অবশেষে পাটলিপুত্র নগরী অবরোধ করেন।
  • (৩) চন্দ্রগুপ্ত মৌর্য ৩২৪ খ্রিটপূর্বাব্দে মাত্র কুড়ি বছর বয়সে নন্দ সাম্রাজ্য অধিকার করেন। বিশাখদত্ত রচিত মুদ্রারাক্ষস নামক সংস্কৃত নাটকে চাণক্যের কূটনৈতিক বুদ্ধির সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন প্রতিষ্ঠার ঘটনা বর্ণিত রয়েছে।

মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য

  • (১) ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে মহান আলেকজান্ডারের মৃত্যুর পর চন্দ্রগুপ্ত মৌর্য তার সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত ম্যাসিডনীয় রাজ্যগুলির দিকে নজর দেন। তিনি পশ্চিম পাঞ্জাব ও সিন্ধু নদ উপত্যকা অঞ্চলের শাসকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন বলে মনে করা হয়।
  • (২) আলেকজান্ডারের মৃত্যুর পর ব্যাকট্রিয়া ও সিন্ধু নদ পর্যন্ত তার সাম্রাজ্যের পূর্বদিকের অংশ সেনাপতি প্রথম সেলুকাস নিকেটরের অধিকারে আসে। ৩০৫ খ্রিস্টপূর্বাব্দে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। এই সংঘর্ষের সঠিক বর্ণনা পাওয়া যায় না, কিন্তু যুদ্ধে পরাজিত হয়ে প্রথম সেলুকাস বেশ কিছু অঞ্চল সমর্পণ করতে এবং নিজ কন্যাকে তার সাথে বিবাহ দিতে বাধ্য হন।
  • (৩) চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে মৈত্রী চুক্তির পর প্রথম সেলুকাস পশ্চিমদিকে প্রথম আন্তিগোনাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। চন্দ্রগুপ্ত প্রথম সেলুকাসকে ৫০০টি যুদ্ধ-হস্তী দিয়ে সহায়তা করেন।
  • (৪) এরপর চন্দ্রগুপ্ত দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হন। তিনি বিন্ধ্য পর্বত পেরিয়ে দাক্ষিণাত্য মালভূমির সিংহভাগ দখল করতে সক্ষম হন। এর ফলে কলিঙ্গ ও দাক্ষিণাত্যের অল্পকিছু অংশ বাদে সমগ্র ভারত মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।

মৌর্য সাম্রাজ্যের রাজা বিন্দুসার

জৈন ধর্ম -এর অনুরাগী চন্দ্রগুপ্ত মৌর্যের স্বেচ্ছা অবসরের পর তার পুত্র বিন্দুসার মাত্র বাইশ বছর বয়সে সিংহাসন লাভ করেন। বিন্দুসার মৌর্য সাম্রাজ্যকে দক্ষিণ দিকে আরো প্রসারিত করেন এবং কলিঙ্গ, চের রাজ্য, পাণ্ড্য রাজ্যচোল সাম্রাজ্য ব্যতিরেকে সমগ্র দক্ষিণ ভারত ছাড়াও উত্তর ভারতের সমগ্র অংশ তার করায়ত্ত হয়।

মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট অশোক

  • (১) বিন্দুসারের মৃত্যু হলে মৌর্য সাম্রাজ্যে উত্তরাধিকার যুদ্ধ শুরু হয়। বিন্দুসার তার অপর পুত্র সুসীমকে উত্তরাধিকারী হিসেবে চেয়েছিলেন, কিন্তু সুসীমকে উগ্র ও অহঙ্কারী চরিত্রের মানুষ হিসেবে বিবেচনা করে বিন্দুসারের মন্ত্রীরা তার অপর পুত্র অশোককে সমর্থন করেন।
  • (২) রাধাগুপ্ত নামক এক মন্ত্রী অশোকের সিংহাসনলাভের পক্ষে প্রধান সহায়ক হয়ে ওঠেন এবং পরবর্তীকালে তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অশোক শঠতা করে সুসীমকে একটি জ্বলন্ত কয়লা ভর্তি গর্তে ফেলে দিয়ে হত্যা করেন।
  • (৩) দীপবংশ ও মহাবংশ গ্রন্থানুসারে, বীতাশোক নামক একজন ভাইকে ছেড়ে অশোক বাকি নিরানব্বইজন ভাইকে হত্যা করেন, কিন্ত এখনো পর্যন্ত এই ঘটনার কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। ২৬৯ খ্রিস্টপূর্বাব্দে পিতার মৃত্যুর তিন বছর পর তিনি মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন।

অশোকের সাম্রাজ্য বিস্তার

সিংহাসনে আরোহণ করে অশোক পরবর্তী আট বছর তার সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। উত্তরে হিন্দুকুশ পর্বতমালা থেকে শুরু করে দাক্ষিণাত্যের কিছু অংশ বাদ দিয়ে সমগ্র ভারতবর্ষ তার করায়ত্ত হয়।

অশোকের কলিঙ্গ যুদ্ধ

অশোক তার রাজত্বকালের অষ্টম বর্ষে কলিঙ্গ আক্রমণ করেন। এই ভয়াবহ কলিঙ্গ যুদ্ধ -এ প্রায় এক লক্ষ মানুষ নিহত হন এবং দেড় লক্ষ মানুষ নির্বাসিত হন।

অশোকের বৌদ্ধ ধর্ম গ্ৰহণ

সম্রাট অশোকের ত্রয়োদশ শিলালিপিতে বর্ণিত হয়েছে যে কলিঙ্গের যুদ্ধে প্রচুর মানুষের মৃত্যু ও তাদের আত্মীয় স্বজনদের অপরিসীম কষ্ট লক্ষ্য করে অশোক দুঃখে ও অনুশোচনায় দগ্ধ হন। এই ভয়ানক যুদ্ধের কুফল লক্ষ্য করে যুদ্ধপ্রিয় অশোক একজন শান্তিকামী ও প্রজাদরদী সম্রাট এবং বৌদ্ধ ধর্মের একজন পৃষ্ঠপোষকে পরিণত হন।

অশোকের বৌদ্ধ ধর্ম প্রচার

সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় শুধুমাত্র মৌর্য সাম্রাজ্য নয়, এশিয়ার বিভিন্ন রাজ্যে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়। তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রা সিংহলে বৌদ্ধ ধর্ম প্রচার করেন।

মৌর্য সাম্রাজ্যের পতন

অশোকের মৃত্যুর পরবর্তী পঞ্চাশ বছর দশরথ, সম্প্রতি, শালিশুক, দেববর্মণ, শতধনবান ও বৃহদ্রথ এই ছয় জন সম্রাটের রাজত্বকালে মৌর্য সাম্রাজ্য দুর্বল হতে থাকে। শেষ সম্রাট বৃহদ্রথ নিজ সেনাবাহিনীর প্রধান সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ কর্তৃক নিহত হওয়ার পর, মৌর্য সাম্রাজ্যের পতন এবং শুঙ্গ সাম্রাজ্যের সূচনা ঘটে।

উপসংহার :- অশোকের মৃত্যুর পঞ্চাশ বছরের মধ্যেই ১৮৫ খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে এবং মগধে শুঙ্গ রাজবংশের উত্থান ঘটে।

(FAQ) মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জিজ্ঞাস্য?

১. মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

চন্দ্রগুপ্ত মৌর্য।

২. মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে?

অশোক।

৩. কলিঙ্গ যুদ্ধ কখন হয়?

২৬০ বা ২৬১ খ্রিস্ট পূর্বে।

৪. চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম গ্ৰহণ করেন?

জৈন ধর্ম।

৫. সম্রাট অশোক কোন ধর্মের পৃষ্ঠপোষকতা করেন?

বৌদ্ধ ধর্ম।

Leave a Comment