পাণ্ড্য রাজ্য প্রসঙ্গে রাজধানী, নারী শাসিত রাজ্য, রাজ্যের উত্থান, মারবর্মন, রাজসিংহ, জটিল পরান্তক, শ্রীবল্লভ, সুন্দর পাণ্ড্য ও মালিক কাফুরের আক্রমণ সম্পর্কে জানবো।
পাণ্ড্য রাজ্য
বিষয় | পাণ্ড্য রাজ্য |
রাজধানী | মাদুরাই |
ভাষা | তামিল |
ধর্ম | জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম |
ঐতিহাসিক যুগ | লৌহ যুগ |
ভূমিকা :- পাণ্ড্য রাজবংশ দক্ষিণ ভারত -এ দ্বাদশ শতকে গড়ে উঠা তিনটি তামিল গোত্রের অন্যতম। অন্য দুটি ছিল চোল বংশ ও চের রাজবংশ। পাণ্ড্যরা বর্তমান দক্ষিণ ভারতের বৃহত্তর অংশ ও শ্রীলঙ্কা শাসন করত।
পাণ্ড্য রাজ্যের রাজধানী
দক্ষিণের পাণ্ড্য রাজ্যের রাজধানী ছিল মাদুরাই। মাদুরা, তিনেভেলি ও ত্রিবাঙ্কুর নিয়ে প্রাচীন পাণ্ড্য রাজ্য গঠিত ছিল।
নারী শাসিত পাণ্ড্য রাজ্য
পাণ্ড্য রাজ্য বহির্বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। মেগাস্থিনিস -এর মতে পাণ্ড্য রাজ্য ছিল নারী শাসিত।
পাণ্ড্য রাজ্যের উত্থান
খ্রিস্টীয় ষষ্ঠ শতকে কডুঙ্গম নামে এক রাজার অধীনে পাণ্ড্য রাজ্যের উত্থান হয়।
পাণ্ড্য রাজ্যের রাজা মারবর্মন
অরিকেশরী মারবর্মণ (৬৭০-৭১০ খ্রি) কেরল ও পার্শ্ববর্তী অঞ্চল জয় করেন এবং পল্লব পরমেশ্বর বর্মনকে পরাস্ত করেন।
পাণ্ড্য রাজ্যের রাজা মারবর্মন রাজসিংহ
এর পর মারবর্মণ রাজসিংহ ৭৩৫-৭৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। রাজসিংহ একই ভাবে আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়।
পাণ্ড্য রাজ্যের রাজা জটিল পরান্তক
৭৬৫ খ্রিষ্টাব্দে রাজসিংহের মৃত্যুর পর সিংহাসন লাভ করেন জটিল পরান্তক। তিনি ৮১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তিনি যুদ্ধের মাধ্যমে ত্রিচিনপল্লী, তাঞ্জোর ও কায়েমবাটির অঞ্চল দখল করেন।
শ্রেষ্ঠ পাণ্ড্য রাজা শ্রীবল্লভ
পাণ্ড্য রাজবংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিলেন শ্রীমার শ্রীবল্লভ (৮১৫-৮৬২ খ্রি)। তিনি চোল, পল্লব শক্তির যৌথ আক্রমণ নিরস্ত করেন। তিনি সিংহল দ্বীপ আক্রমণ করেন। পল্লব রাজ নৃপত্তুঙ্গের সঙ্গে যুদ্ধে তিনি নিহত হন। পল্লব শক্তি কিছুকাল পাণ্ড্য রাজ্য অধিকার করে।
পাণ্ড্য রাজ্যের রাজা রাজসিংহ
৯০০ খ্রিস্টাব্দের দিকে পাণ্ড্য রাজা রাজসিংহ কিছুটা শক্তি সঞ্চয় করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু ৯০৭ খ্রিস্টাব্দে প্রথম পরাক্রান্ত চোল সিংহাসন লাভ করার পর, তিনি পাণ্ড্য রাজা রাজসিংহকে পরাস্ত করে পাণ্ড্য রাজ্য দখল করেন।
পাণ্ড্য রাজ্যের রাজা সুন্দর পাণ্ড্য
জটাবর্মণ সুন্দর পাণ্ড্য (১২৫১-১২৭২ খ্রি) পাণ্ড্য রাজ্যের স্বাধীনতা ফিরিয়ে আনেন। তিনি চোল, চের, পল্লব শক্তিকে পরাস্ত করে দক্ষিণে তার অপ্রতিহত ক্ষমতা স্থাপন করেন। ১২৭২ খ্রিষ্টাব্দে জটাবর্মণের পর পাণ্ড্য রাজ্য দুর্বল হয়ে পড়ে।
মালিক কাফুরের পাণ্ড্য রাজ্য আক্রমণ
১২৯২ খ্রিষ্টাব্দে দিল্লীর সুলতান আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুর দেবগিরি আক্রমণ করে। একই সময়ে পাণ্ড্য রাজ্য আক্রমণ করে মাদুরা নগরীতে লুণ্ঠন চালায়।
উপসংহার :- ষোড়শ শতাব্দীতে এই রাজ্য বিজয়নগর সাম্রাজ্য-এর অধীনে চলে যায়। এরপর এই রাজ্য চিরতরে বিলুপ্ত হয়ে যায়।
(FAQ) পাণ্ড্য রাজ্য সম্পর্কে জিজ্ঞাস্য?
মাদুরাই।
শ্রীমার শ্রীবল্লভ।
মালিক কাফুর।
বিজয়নগর সাম্রাজ্য।