সার্বিয়া দেশটি প্রসঙ্গে অবস্থান, সীমা, আয়তন ও জনসংখ্যা, নামের উৎপত্তি, নামকরণ, রাজধানী, ঐতিহাসিক দিক, অর্থনৈতিক দিক, রাজনৈতিক দিক, জলবায়ু, ধর্ম ও খেলাধুলা সম্পর্কে জানবো।
মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া প্রসঙ্গে সার্বিয়ার অবস্থান, সার্বিয়ার সীমা , সার্বিয়া নামের উৎপত্তি, সার্বিয়ার নামকরণ, সার্বিয়ার আয়তন ও জনসংখ্যা, সার্বিয়ার রাজধানী, সার্বিয়ার ঐতিহাসিক দিক, সার্বিয়ার অর্থনৈতিক দিক, সার্বিয়ার রাজনৈতিক দিক, সার্বিয়ার জলবায়ু, সার্বিয়ার ধর্ম, সার্বিয়ার খেলাধুলা, সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ।
স্বাধীন রাষ্ট্র সার্বিয়া
দেশ | সার্বিয়া |
রাজধানী | বেলগ্ৰেড |
ভাষা | সার্বিয় |
রাষ্ট্রপতি | Aleksandar Vucic |
প্রধানমন্ত্রী | Ana Brnabic |
ধর্ম | খ্রিস্টান ধর্ম |
ভূমিকা :- মধ্য ও দক্ষিণ-পূর্ব ইউরোপ -এর একটি স্থলবেষ্টিত দেশ হল সার্বিয়া বা সার্বীয় প্রজাতন্ত্র। স্বাধীনতার পূর্বে দেশটি উসমানীয় সাম্রাজ্য -এর অন্তর্গত ছিল।
সার্বিয়ার অবস্থান
সার্বিয়া দেশটি পানোনীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত।
সার্বিয়ার সীমা
সার্বিয়ার উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও উত্তর মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা।
সার্বিয়া নামের উৎপত্তি
সার্বিয়া নামের উৎপত্তি অস্পষ্ট। ঐতিহাসিকভাবে, লেখকরা সার্ব (সার্বিয়ান) এবং পূর্ব জার্মানির সার্ব (সোর্বিয়ান) সার্বিয়া নামটি থেকে এসেছে বলে মনে করা হয়।
সার্বিয়ার নামকরণ
১৮১৫ থেকে ১৮৮২ সাল পর্যন্ত সার্বিয়ার সরকারী নাম ছিল সার্বিয়া প্রিন্সিপালিটি। ১৮২ থেকে ১৯১৮ সাল পর্যন্ত, এটি সার্বিয়া রাজ্য নামকরণ করা হয়। পরবর্তীতে ১৯৪৫ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত সার্বিয়ার সরকারী নাম ছিল গণপ্রজাতন্ত্রী সার্বিয়া। আবার ১৯৬৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র সার্বিয়া নামকরণ করা হয়। ১৯৯০ সাল থেকে দেশের সরকারী নাম সার্বিয়া প্রজাতন্ত্র।
সার্বিয়ার আয়তন ও জনসংখ্যা
স্বাধীন রাষ্ট্র সার্বিয়ার আয়তন প্রায় ৯০ হাজার বর্গকিলোমিটার। সার্বিয়ার জনসংখ্যা ৭০ লক্ষেরও বেশি।
সার্বিয়ার রাজধানী
বেলগ্ৰেড সার্বিয়ার রাজধানী ও বৃহত্তম শহর। ইউরোপের প্রাচীনতম শহরের মধ্যে বেলগ্ৰেড অন্যতম। ৭ হাজার বছর থেকেই এটি শহর রূপে বিদ্যমান রয়েছে।
সার্বিয়ার ঐতিহাসিক দিক
- (১) আনুমানিক প্রায় ৬৫০০ খ্রিস্টপূর্বাব্দে নব্যপ্রস্তর যুগ -এ স্টারসেভো এবং ভিনকা সংস্কৃতিগুলি আধুনিক দিনের বেলগ্রেড অঞ্চলে বিদ্যমান ছিল। তারা দক্ষিণ-পূর্ব ইউরোপে আধিপত্য বিস্তার করেছিল। লেপেনস্কি ভির এবং ভিনচা-বেলো ব্রডো সহ এই যুগের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান এখনও দানিউবের তীরে বিদ্যমান রয়েছে।
- (২) লৌহ যুগ -এ ত্রিবালি, দারদানি এবং আউটরিয়াতে স্থানীয় উপজাতিরা এই অঞ্চলে তাদের সাংস্কৃতিক ও রাজনৈতিক বিস্তারকালে খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে দ্বিতীয় শতাব্দী পর্যন্ত প্রাচীন গ্রীকদের মুখোমুখি হয়েছিল। স্কোরডিস্কির কেল্টিক উপজাতি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে পুরো এলাকা জুড়ে বসতি স্থাপন করে।
বলকান যুদ্ধে সার্বিয়ার স্বার্থ
দুটি বলকান যুদ্ধ -এই সার্বিয়ার স্বার্থ জড়িত ছিল। ১৯১২ সালে প্রথম বলকান যুদ্ধের সময় বলকান লীগ অটোমান সাম্রাজ্যকে পরাজিত করে এবং এর ইউরোপীয় অঞ্চলগুলি দখল করে, যা রাস্কা, কসোভো, মেটোহিজা এবং ভার্দারিয়ান মেসিডোনিয়া অঞ্চলে সার্বিয়া রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণকে সক্ষম করে। দ্বিতীয় বলকান যুদ্ধ শীঘ্রই সংঘটিত হয় যখন বুলগেরিয়া তার প্রাক্তন মিত্রদের প্রতি আক্রমণ করে, কিন্তু পরাজিত হয়ে বুখারেস্টের চুক্তি স্বাক্ষর করে।
যুগোশ্লাভিয়া রাষ্ট্রের ভাঙন থেকে সার্বিয়ার উৎপত্তি
২০০৬ সালে যুগোশ্লাভিয়া রাষ্ট্রে ভাঙ্গন ধরে এবং তা থেকে আধুনিক সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, কসোভো, উত্তর মেসিডোনিয়া এবং মন্টিনিগ্রোর সৃষ্টি হয়
সার্বিয়ার অর্থনৈতিক দিক
স্বাধীন রাষ্ট্র সার্বিয়ার উচ্চ-মধ্যম আয় পরিসীমার একটি উদীয়মান বাজার অর্থনীতি রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে, 2022 সালে সার্বিয়ান নামমাত্র জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। সামাজিক অগ্রগতি সূচকে দেশটি ৫২ তম স্থানে রয়েছে।
সার্বিয়ার রাজনৈতিক দিক
একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় সার্বিয়ার রাজনীতি সংঘটিত হয়। সরকারের প্রধান হলেন প্রধানমন্ত্রী। সরকারের উপর রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং আইনসভার উপর ন্যস্ত। বিচার বিভাগ নির্বাহী বিভাগ ও আইনসভা থেকে স্বাধীন।
সার্বিয়ার জলবায়ু
স্বাধীন রাষ্ট্র সার্বিয়ার জলবায়ু ইউরেশিয়া ও আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরের প্রভাবের অধীনে রয়েছে। দেশের উত্তরে জলবায়ু মহাদেশীয়, ঠান্ডা শীতকাল এবং উত্তপ্ত, আর্দ্র গ্রীষ্মকাল বিরাজ করে। সাথে দেশের দক্ষিণে গ্রীষ্ম, শরৎ শুষ্ক, এবং শীতকাল তুলনামূলকভাবে ঠান্ডা, পাহাড়ে ভারী অভ্যন্তরীণ তুষারপাত হয়।
সার্বিয়ার ধর্ম
সার্বিয়ায় বহু ভাষার বহু জাতির লোক বসবাস করে। মোট জনসংখ্যার ৯০ শতাংশই খ্রিস্টান ধর্মাবলম্বী, তিন শতাংশ রয়েছে মুসলিম, পাঁচ শতাংশ অন্যান্য ধর্ম।
সার্বিয়ার খেলাধুলা
সার্বিয়ান সমাজে খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দেশটির একটি শক্তিশালী ক্রীড়া ইতিহাস রয়েছে। সার্বিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা হল ফুটবল, বাস্কেটবল, টেনিস, ভলিবল, ওয়াটার পোলো এবং হ্যান্ডবল।
সার্বিয়ার টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ
সার্বিয়ার টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ, যিনি নয়টি অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা সহ ২১ টি গ্র্যান্ড স্লাম পুরুষ একক শিরোপা জিতেছেন।
উপসংহার :- সার্বিয়া দেশটির পতাকা দুটি। একটি অফিসিয়াল বা দাপ্তরিক পতাকা এবং আর একটি জাতীয় পতাকা। দাপ্তরিক পতাকায় জাতীয় প্রতীক রয়েছে, কিন্তু জাতীয় পতাকায় নেই। বেলগ্রেডে অবস্থিত সাবা গির্জা পৃথিবীর বৃহত্তম অর্থডক্স গির্জাসমূহের অন্যতম।
প্রিয় পাঠক/পাঠিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “সার্বিয়া” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই adhunikitihas.com ওয়েবসাইটের পাশে থাকুন। যে কোনো প্রশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলো করুণ এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন।
সবশেষে আপনার কাছে আমাদের অনুরোধ যদি এই পোস্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে Comment ও Share করে দিবেন, (ধন্যবাদ)।
(FAQ) সার্বিয়া দেশ সম্পর্কে জিজ্ঞাস্য?
বেলগ্ৰেড।
সার্বিয়।
Ana Brnabic.
Aleksandar Vucic.