ঐতিহাসিক ধর্মীয় স্থান শূরসেন -র অবস্থান, ইতিহাস, ধর্মীয় অর্থনৈতিক সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হল । খ্রিস্ট পূর্ব ষষ্ঠ শতকে ভারতে কোনাে কেন্দ্রীয় রাজশক্তি ছিল না। ভারতে কোনাে অখণ্ড সর্বভারতীয় রাষ্ট্র এই সময় ছিল না। একটা অখণ্ড রাষ্ট্রের পরিবর্তে ছিল যােলটি রাজ্য বা যােড়শ মহাজনপদ।
ষোড়শ মহাজনপদ শূরসেন প্রসঙ্গে শূরসেন রাজ্যের অবস্থান, শূরসেন রাজ্যের রাজধানী, মেগাস্থিনিসের বর্ণনায় শূরসেন রাজ্য, শূরসেন রাজ্যের নামকরণ, পবিত্র ভূমি রূপে শূরসেন, শূরসেন রাজ্যের যদু বংশ, শূরসেন রাজ্যের বিখ্যাত রাজা, বৌদ্ধধর্মে শূরসেন রাজ্য, হিন্দুদের পবিত্র ভূমি মথুরা, শূরসেন রাজ্যের সংস্কৃতি ও শূরসেন রাজ্যের বাণিজ্য কেন্দ্র মথুরা।
ষোড়শ মহাজনপদ:- যেমন – কাশী, কোশল, অঙ্গ, মগধ, বৃজি, মল্ল, চেদি, বৎস্য, কুরু, পাঞ্চাল, মৎস, শূরসেন, অশ্মক, অবন্তী, গান্ধার এবং কম্বোজ।
মহাজনপদ: শূরসেন
ঐতিহাসিক বিষয় | শূরসেন মহাজনপদ |
পরিচিতি | অন্যতম ষোড়শ মহাজনপদ |
অবস্থান | বর্তমান ভারত -এর উত্তরপ্রদেশ রাজ্য |
রাজধানী | মথুরা |
বিখ্যাত রাজা | অবন্তীপুত্র |
ধর্ম | বৌদ্ধ ধর্ম |
ভূমিকা :- শূরসেন একটি প্রাচীন ভারতীয় অঞ্চল, যা উত্তর প্রদেশের বর্তমান ব্রজ অঞ্চলের সাথে সম্পর্কিত।
শূরসেন রাজ্যের রাজধানী
শূরসেন রাজ্যের রাজধানী শহর হিসাবে মথুরা বিখ্যাত ছিল।
অন্যতম ষোড়শ মহাজনপদ শূরসেন
বৌদ্ধ গ্ৰন্থ অঙ্গুত্তর নিকায় অনুসারে শূরসেন ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে অন্যতম ষোড়শ মহাজনপদ (শক্তিশালী অঞ্চল)।
মেগাস্থিনিসের বিবরণে শূরসেন রাজ্যের উল্লেখ
হিন্দু মহাকাব্য রামায়ণ -এ এই রাজ্যের নাম উল্লিখিত হয়েছে। প্রাচীন গ্রীক লেখকরা, বিশেষ করে মেগাস্থিনিস সৌরসেনয় এবং এর শহরগুলির কথা উল্লেখ করেছেন।
শূরসেন রাজ্যের নামকরণ
এই রাজ্যের নামের ব্যুৎপত্তি সম্পর্কিত বিভিন্ন রীতি আছে। ঐতিহ্য অনুসারে এই রাজ্যের বিখ্যাত যাদব রাজা শূরসেনের নাম থেকে নেওয়া হয়েছিল। অন্যরা একে শূরসেনের বর্ধন হিসাবে দেখেন।
পবিত্র ভূমিরূপে শূরসেন রাজ্য
শূরসেন রাজ্য পবিত্র ভূমি যেখানে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, বড় হয়েছিলেন এবং শাসন করেছিলেন।
শূরসেন রাজ্যের যদু বংশ
মহাভারত ও পুরাণগুলি মথুরা অঞ্চলের শাসকদের যদু বা যাদব হিসাবে উল্লেখ করেছে, যারা বহু সংখ্যায় বিভক্ত।
শূরসেন রাজ্যের বিখ্যাত রাজা
শূরসেনের রাজা অবন্তীপুত্র ছিলেন বুদ্ধদেবের অন্যতম প্রধান শিষ্য।
বৌদ্ধ ধর্মে শূরসেন
গ্রন্থগুলিতে মথুরা অঞ্চলে বৌদ্ধধর্ম প্রচারকারী গৌতম বুদ্ধ -এর অন্যতম প্রধান শিষ্য মহাকাশ্যপের সময়ে শূরসেনদের রাজা অবন্তীপুত্র -এর কথা বলা হয়েছে।
হিন্দুদের পবিত্র ভূমি শূরসেন রাজ্যের রাজধানী মথুরা
শূরসেন রাজ্যের রাজধানী মথুরা যমুনা নদীর তীরে অবস্থিত। বর্তমানে হিন্দুদের জন্য একটি পবিত্র স্থান।
শূরসেন রাজ্যের সংস্কৃতি
মথুরায় প্রত্নতাত্ত্বিক খননগুলিতে একটি গ্রামের ক্রমান্বয়ে বৃদ্ধি হয়ে তা একটি গুরুত্বপূর্ণ নগরীতে পরিনত হয়েছে স্পষ্ট । প্রথম পর্বে চিত্রিত ধূসর সংস্কৃতি (১১০০-৫০০ খ্রীস্টপূর্ব ) এবং পরে উত্তর কৃষ্ণ চিত্রিত সংস্কৃতির (৭০০-২০০ খ্রীস্টপূর্ব) অন্তর্গত ছিল।
শূরসেন রাজ্যের বাণিজ্য কেন্দ্র মথুরা
গঙ্গা সমভূমির উত্তর বাণিজ্য পথ মালওয়া (মধ্য ভারত) এবং পশ্চিম উপকূলে যাওয়ার পথগুলির সাথে মিলিত হওয়ার কারণে মথুরা বাণিজ্য কেন্দ্র হিসাবে গুরুত্ব অর্জন করেছিল।
প্রিয় পাঠক/পাঠিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “ষোড়শ মহাজনপদ: শূরসেন” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই adhunikitihas.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলো করুণ এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন।
সবশেষে আপনার কাছে আমাদের অনুরোধ যদি এই পোস্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে Comment ও Share করে দিবেন, (ধন্যবাদ)।
(FAQ) ষোড়শ মহাজনপদ: শূরসেন হতে জিজ্ঞাস্য?
বর্তমান ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে।
মথুরা।
অবন্তীপুত্র।