গুপ্ত যুগে ভারতের সামন্ততন্ত্র

গুপ্ত যুগে ভারতের সামন্ততন্ত্র প্রসঙ্গে ভারতে সামন্ততন্ত্রের সময়কাল, সামন্ততন্ত্রের পর্ব বিভাগ, গুপ্ত যুগে সামন্ততন্ত্রের অস্তিত্ব, সামন্ততন্ত্রের অস্তিত্বের পক্ষে ও বিপক্ষে যুক্তি, গুপ্ত যুগে সামন্ততান্ত্রিক উপাদান, গুপ্ত যুগে অগ্রহার প্রথা, গুপ্তযুগে সামন্ততন্ত্রের বিকাশে অগ্রহার প্রথার ভূমিকা ও যুগে সামন্ততন্ত্রের পরিপন্থী উপাদান সম্পর্কে জানবো।

ভারতের গুপ্ত যুগে সামন্ততন্ত্র প্রসঙ্গে গুপ্ত যুগে সামন্ততন্ত্রের অস্তিত্বের পক্ষে ও বিপক্ষে যুক্তি, ভারতে গুপ্ত যুগে অগ্রহার প্রথা, প্রাচীন ভারতে গুপ্তযুগে সামন্ততন্ত্রের বিকাশে অগ্রহার প্রথার ভূমিকা ও ভারতে সামন্ততন্ত্রের পর্ব বিভাগ সম্পর্কে জানব।

গুপ্ত যুগে ভারতের সামন্ততন্ত্র

ঐতিহাসিক ঘটনাগুপ্ত যুগে ভারতের সামন্ততন্ত্র
সময়কাল৩০০-১২০০ খ্রি
অস্তিত্বের পক্ষেরামশরন শর্মা ও ডি ডি কোশাম্বী
অস্তিত্বের বিপক্ষেরণবীর চক্রবর্তী, হরবনস মুখিয়া
অগ্ৰহার প্রথাগুপ্ত সাম্রাজ্য
মহীপতিরাজা
স্বামীজমির প্রাপক
কর্ষকশোষিত কৃষক শ্রেণি
গুপ্ত যুগে ভারতের সামন্ততন্ত্র

ভূমিকা :- মধ্যযুগে পশ্চিম ইউরোপ-এ সামন্ততান্ত্রিক ব্যবস্থা যেরূপ ব্যাপকভাবে প্রসারিত হয়েছিল অনুরূপ ব্যাপকতা ভারত-এ খুঁজে পাওয়া মুশকিল। ভারতে প্রাচীন যুগে গুপ্ত রাজাদের শাসনকালে শাসনব্যবস্থার কোনো কোনো ক্ষেত্রে সামন্ততান্ত্রিক কাঠামো লক্ষ্য করা যায়। তবে ইউরোপীয় সামন্ততন্ত্রের বিচারে ভারতে সামন্ততন্ত্র-এর অস্তিত্ব খুবই দুর্বল। অবশ্য প্রাচীন যুগে ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্ব প্রকৃতই ছিল কি না তা নিয়েও পণ্ডিতদের মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে।

ভারতে সামন্ততন্ত্রের সময়কাল

প্রাচীন যুগে খ্রিস্টীয় চতুর্থ শতক থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত অর্থাৎ ৩০০ খ্রিস্টাব্দ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে সামন্ততন্ত্র-এর অস্তিত্ব ছিল।

সামন্ততন্ত্রের পর্ব বিভাগ

ইতিহাসবিদ ড. রামশরণ শর্মা প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের উদ্ভব, বিকাশ ও অবক্ষয়ের সময়কালকে তিনটি পর্বে ভাগ করেছেন। যথা  –

  • (১) ৩০০ খ্রিস্টাব্দ থেকে ৬০০ খ্রিস্টাব্দের মধ্যবর্তীকালে ভারতে সামন্ততন্ত্রের উত্থান ঘটে।
  • (২) ৬০০ খ্রিস্টাব্দ থেকে ৯০০ খ্রিস্টাব্দের মধ্যবর্তীকালে ভারতে সামন্ততন্ত্রের চূড়ান্ত বিকাশ ঘটে।
  • (৩) ৯০০ খ্রিস্টাব্দ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে সামন্ততন্ত্রের অবক্ষয় পর্ব চলে।

গুপ্ত যুগে ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্ব

প্রাচীন রোমান বা মধ্যযুগের ইউরোপের মতো সামন্ততান্ত্রিক ব্যবস্থার অস্তিত্ব প্রাচীন ভারতে, বিশেষ করে গুপ্ত যুগে ছিল কি না সে সম্পর্কে বিভিন্ন ইতিহাসবিদের মধ্যে তীব্র মতপার্থক্য লক্ষ্য করা যায়। এক্ষেত্রে সামন্ততন্ত্রের অস্তিত্বের পক্ষে ও বিপক্ষে বিভিন্ন মতামত রয়েছে। যেমন –

(ক) সামন্ততন্ত্রের অস্তিত্বের সপক্ষে যুক্তি

  • (১) প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের বিভিন্ন বৈশিষ্ট্যের উল্লেখ করে কেউ কেউ বলতে চেয়েছেন যে, সে যুগে ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল। ড. ভূপেন্দ্রনাথ দত্ত, ড. রামশরণ শর্মা, ড. ডি. ডি. কোশাম্বী, ড. দ্বিজেন্দ্রনাথ ঝা, অধ্যাপক বি. এন. এস. যাদব, এস. গোপাল, ভকতপ্রসাদ মজুমদার প্রমুখ এই অভিমতের সমর্থক।
  • (২) তাদের মতে, প্রাচীন যুগে সামন্ততন্ত্রের সহায়ক কয়েকটি উপাদানের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এই উপাদানগুলি হল দাসপ্রথা, অগ্রহার ব্যবস্থা, কৃষকের বদ্ধ জীবন, বাণিজ্যের ক্রমাবনতি, নগরের অবক্ষয় প্রভৃতি।
  • (৩) অবশ্য প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্বের সমর্থনকারী পণ্ডিতরা মনে করেন যে, ৪৭৬ খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্য-এর পতনের পরবর্তীকালে ইউরোপে যে ধাঁচের সামন্ততন্ত্রের উত্থান ঘটেছিল ভারতীয় সামন্ততন্ত্র সেই ধাঁচের ছিল না।

(খ) সামন্ততন্ত্রের অস্তিত্বের বিপক্ষে যুক্তি

  • (১) অন্যদিকে কোনো কোনো ইতিহাসবিদ মনে করেন যে, মধ্যযুগের পশ্চিম ইউরোপের মতো প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল না। ড. দীনেশচন্দ্র সরকার, হরবনস মুখিয়া, ব্রজদুলাল চট্টোপাধ্যায়, রণবীর চক্রবর্তী প্রমুখ এই অভিমতের সমর্থক। এই প্রসঙ্গে তাঁরা প্রাচীন ভারতে বিভিন্ন সামন্ততন্ত্র-বিরোধী উপাদানের উপস্থিতির উল্লেখ করেন।
  • (২) তাঁদের মতে, প্রাচীন ভারতে শক্তিশালী কেন্দ্রীয় শক্তির অস্তিত্ব ছিল, সে যুগে জমিতে কৃষকের মালিকানা স্বত্ব ছিল, কৃষি উৎপাদনের পাশাপাশি সেই সময় ভারতে সমৃদ্ধ ব্যাবসাবাণিজ্য ছিল, প্রাচীন ভারতে নগরসভ্যতার বিকাশ ঘটেছিল। প্রাচীন ভারতে সামন্ততন্ত্র-বিরোধী উক্ত উপাদানগুলির উপস্থিতির উল্লেখ করে পণ্ডিতরা অভিমত দিয়েছেন যে, সে যুগে ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল না।

গুপ্ত যুগে সামন্ততান্ত্রিক উপাদান

প্রাচীন যুগে ভারতে পরিপূর্ণভাবে বিকশিত সামন্ততন্ত্রের অস্তিত্ব সম্পর্কে সংশয় থাকলেও এই সময় সামন্ততান্ত্রিক ধাঁচের কিছু কিছু বৈশিষ্ট্য ভারতীয় সমাজ ও অর্থনীতিতে অবশ্যই উপস্থিত ছিল। এই বিশেষ বৈশিষ্ট্য গুলি হল –

(ক) দাসপ্রথার অস্তিত্ব

সামন্ততন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ক্রীতদাসপ্রথা বা দাসপ্রথার উপস্থিতি। প্রাচীনকালের বিভিন্ন বৈদিক সাহিত্য, কৌটিল্য-এর অর্থশাস্ত্র, অশোকের শিলালিপি, মনুসংহিতা প্রভৃতি থেকে প্রমাণ পাওয়া যায় যে, প্রাচীন ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল। এই প্রথা পরবর্তী গুপ্ত যুগেও একইভাবে প্রচলিত ছিল বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়।

(খ) অগ্রহার ব্যবস্থা

  • (১) ইতিহাসবিদ ড. রামশরণ শর্মা দেখিয়েছেন যে, ভারতে খ্রিস্টীয় তৃতীয় শতকের পরবর্তীকালে পুণ্য অর্জনের উদ্দেশ্যে ব্রাহ্মণকে ও ধর্মপ্রতিষ্ঠানে নিষ্কর জমি দান করার প্রথা চালু হয়। এই প্রথা ‘অগ্রহার’ বা ‘ব্রহ্মদেয়’ নামে পরিচিত।
  • (২) অগ্রহার প্রথার মাধ্যমে জমির প্রাপক যে জমি লাভ করত সেই জমির যাবতীয় অধিকার তাঁর হাতে চলে যেত। এর ফলে জমির প্রাপকের ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পায় এবং তিনি ভূস্বামীতে পরিণত হন। তাঁর প্রাপ্ত জমিতে বসবাসকারী কৃষকরা তাঁর প্রজায় পরিণত হয় এবং তাদের ওপর প্রভুর শোষণ চলতে থাকে। এভাবে সামন্ততন্ত্রের উদ্ভবের পথ প্রস্তুত হয়।

(গ) কৃষকের বদ্ধ জীবন

গুপ্ত যুগে, বিশেষ করে আদি-মধ্যযুগে ভারতের কৃষকসমাজ ভূমির মালিকানা হারিয়ে প্রভুর জমিতে শ্রমদানে বাধ্য হয়েছিল বলে কেউ কেউ মনে করেন। ড. যাদব দেখিয়েছেন যে, আদি মধ্যযুগে ‘হালকর’, ‘বদ্ধহল’ প্রভৃতি শব্দগুলি কৃষকের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হতে থাকে। এর থেকে তিনি অনুমান করেন যে, সে যুগে কৃষকরা নিজস্ব অধিকার হারিয়ে প্রভুর জমিতে আবদ্ধ হয়ে পড়েছিল। প্রভুর অধীনে কৃষকদের পরিশ্রমে উৎপাদনকার্য চলতে থাকে এবং দেশে স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটে।

(ঘ) বাণিজ্যের অবনতি

  • (১) সামন্ততন্ত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য হল কৃষি-অর্থনীতির উপর বেশি নির্ভরতা এবং বাণিজ্যের অবনতি। ড. রামশরণ শর্মা ও ড. যাদব দেখিয়েছেন যে, গুপ্ত যুগে অগ্রহার ব্যবস্থার বিকাশের ফলে স্বনির্ভর গ্রামীণ কৃষি-অর্থনীতিই মুখ্য হয়ে ওঠে। রোমান সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে রোমের সক্রিয় বাণিজ্যিক সম্পর্কও শেষ হয়ে যায়।
  • (২) এর ফলে ভারতের আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় এবং কৃষিপণ্যের চাহিদা হ্রাস পায় ও কৃষি উৎপাদন কমে যায়। অর্থনীতি ক্রমে আঞ্চলিক হয়ে উঠতে থাকে। এই সময় মুদ্রার সংখ্যা কমে গিয়ে ভারতের মুদ্রা-অর্থনীতি সংকটের সম্মুখীন হয়।

(ঙ) নগরের অবক্ষয়

অগ্রহার প্রথাকে ভিত্তি করে গুপ্ত যুগে উদ্ভূত নতুন ভূস্বামীরা কৃষি উৎপাদনে শ্রমের ওপর জোর দিলে শিল্প ও বাণিজ্য অবহেলিত হয়। শিল্প ও বাণিজ্যের অবনতির ফলে নগরগুলির অবক্ষয় শুরু হয়। এই সময় প্রাচীন ভারতের সমৃদ্ধ বহু নগর অস্তিত্ব সংকটের সম্মুখীন হয়। কপিলাবস্তু, শ্রাবস্তী, কুশীনগর, বৈশালী প্রভৃতি প্রাচীন নগরগুলির অবক্ষয় এই সময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছোয়। নগরজীবনের অবক্ষয় এবং গ্রামজীবনের প্রসার সামন্ততান্ত্রিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য।

(চ) সম্রাট ও কৃষকের মধ্যবর্তী শাসকগোষ্ঠী

ড. দামোদর ধর্মানন্দ কোশাম্বীর মতে, গুপ্ত যুগের শেষদিকে সম্রাটের ক্ষমতা হ্রাস পেয়েছিল এবং সাম্রাজ্যের অধিকাংশ প্রদেশের শাসনক্ষমতা স্থানীয় সামন্তপ্রভুদের হাতে চলে গিয়েছিল। যেমন –

  • (১) ড. কোশাম্বীর মতে, খ্রিস্টীয় তৃতীয় শতকের মধ্যে ভারতে সম্রাট তাঁর অধীনস্থ বিভিন্ন স্থানীয় শাসকদের নিজেদের এলাকায় রাজস্ব আদায়, শাসন পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা প্রভৃতি বিষয়ে কিছু কিছু অধিকার দেন। ঊর্ধ্বতন সম্রাট কর্তৃক স্থানীয় শাসকদের এরূপ অধিকারদানকে ড. কোশাম্বী ওপর থেকে সামন্ততন্ত্র’ (Feudalism from Above) বলে অভিহিত করেছেন।
  • (২) ড. কোশাম্বীর মতে, খ্রিস্টীয় সপ্তম-অষ্টম শতক নাগাদ সম্রাট ও কৃষকের মধ্যবর্তী স্তরে নতুন ভূম্যধিকারী গোষ্ঠীর উত্থান ঘটে যারা কৃষকদের ওপর বলপ্রয়োগ করে কৃষি উৎপাদনকে সচল রাখত। ড. কোশাম্বী একে ‘নীচু থেকে সামন্ততন্ত্র’ (Feudalism from Below) বলে অভিহিত করেছেন।

গুপ্ত যুগে অগ্ৰহার প্রথা

ভারতে গুপ্ত যুগে সম্রাট এবং বিভিন্ন ধনী ব্যক্তি পুণ্য অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বা ব্রাহ্মণদের নিষ্কর জমি দান করতেন। দান গ্রহীতা স্বয়ং প্রাপ্ত জমি বা গ্রামের রাজস্ব আদায়, আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসন ও বিচারকার্য পরিচালনা প্রভৃতি যাবতীয় বিষয়ের অধিকারী হতেন। এটি ‘অগ্রহার’ বা ‘ব্রহ্মদেয়’ প্রথা নামে পরিচিত।

গুপ্ত যুগে সামন্ততন্ত্রের বিকাশে অগ্রহার প্রথার ভূমিকা

গুপ্ত যুগে ভারতে সামন্ততন্ত্রের বিকাশে সহায়তা করার জন্য অগ্রহার প্রথাকে ‘সামন্ততান্ত্রিক ব্যবস্থার অগ্রদূত’ বলা হয়। অগ্রহার প্রথা যেসব উপায়ে সামন্ততন্ত্রের বিকাশে সহায়তা করেছিল সেই উপায়গুলি হল –

(ক) ভূমিদান

  • (১) গুপ্ত যুগে সম্রাট ও অন্যান্য ধনী ব্যক্তিরা পুণ্য অর্জনের লক্ষ্যে ধর্মস্থান ও ব্রাহ্মণদের যে নিষ্কর ভূমিদান করতেন তার যাবতীয় অধিকার চলে যেত দানগ্রহীতা অর্থাৎ জমির প্রাপকের হাতে। জমির প্রাপক এই দানপ্রাপ্ত জমির যাবতীয় রাজস্ব আদায় ও ভোগ করতেন। এই জমিতে বসবাসকারী মানুষের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা, বিচারকার্য পরিচালনা প্রভৃতি অধিকারও জমির প্রাপকের হাতে চলে যেত।
  • (২) দান-প্রাপ্ত ভূমির ওপরে অবস্থিত যাবতীয় সম্পদ, এমনকি ভূমির নীচে অবস্থিত খনিজ সম্পদেও জমির প্রাপকের অধিকার সুপ্রতিষ্ঠিত হত। এভাবে ভূমিদান ব্যবস্থার মাধ্যমে দেশে স্থানীয় বিভিন্ন ভূস্বামীর আবির্ভাব ঘটে যা সামন্ততন্ত্রের ভিত্তি রচনা করে।

(খ) ব্যক্তিমালিকানা

গুপ্ত যুগে ভারতে জমির ওপর রাজকীয় ও গোষ্ঠীমালিকানা সংকুচিত হয়ে ব্যক্তিমালিকানার প্রসার ঘটতে শুরু করেছিল বলে ইতিহাসবিদ ড. রামশরণ শৰ্মা মনে করেন। এই সময় ব্যক্তিমালিকানার প্রসারে অন্যতম ভূমিকা নিয়েছিল ‘অগ্রহার’ ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানে বা ব্রাক্ষ্মণদের ভূমিদান করা হত। রাজা ধর্মস্থানে ও ব্রাহ্মণদের যে ভূমি দান করতেন তাতে রাজার অধিকার লুপ্ত হয়ে জমি প্রাপকের ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠিত হত।

(গ) ত্রিস্তর ব্যবস্থা

গুপ্ত যুগের বিভিন্ন স্মৃতিশাস্ত্রগুলি থেকে জানা যায় যে, সে যুগে ভূমিদানের ফলে ভূমি ব্যবস্থায় তিনটি স্তরের সৃষ্টি হয়েছিল – মহীপতি অর্থাৎ রাজা, স্বামী অর্থাৎ জমির প্রাপক এবং কর্ষক অর্থাৎ শোষিত কৃষকশ্রেণি। এই স্তরবিন্যাসের সর্বোচ্চ শিখরে অবস্থান করতেন রাজা, মধ্যবর্তী স্তরে থাকতেন বিভিন্ন স্থানীয় ভূস্বামী এবং সর্বনিম্ন স্তরে থাকত অগণিত শোষিত কৃষক। এই ভাবে গুপ্ত যুগে ভারতে সামন্ততান্ত্রিক কাঠামোটি গড়ে ওঠে।

গুপ্ত যুগে সামন্ততন্ত্র-পরিপন্থী উপাদান

বিভিন্ন পণ্ডিত ও ইতিহাসবিদ গুপ্ত যুগে ভারতে সামন্ততন্ত্রের সহায়ক বিভিন্ন উপাদানের উল্লেখ করলেও ড. দীনেশচন্দ্র সরকার, হরবনস মুখিয়া, ব্রজদুলাল চট্টোপাধ্যায়, রণবীর চক্রবর্তী প্রমুখ এই সময় ভারতের সমাজ ও অর্থনীতিতে সামন্ততন্ত্র পরিপন্থী বিভিন্ন উপাদানের উল্লেখ করে বলেছেন যে, উক্ত সময়কালে ভারতে সামন্ততন্ত্রের বিকাশ ঘটে নি। তাঁরা উক্ত সময়কালে ভারতে সামন্ততন্ত্র-বিরোধী যে সব উপাদানের অস্তিত্বের উল্লেখ করেছেন সেগুলি হল –

(ক) শক্তিশালী কেন্দ্রীয় সরকার

ড. সরকার, ড. চক্রবর্তী প্রমুখ দেখিয়েছেন যে, গুপ্ত যুগে ভারতে কেন্দ্ৰীয় শক্তি যথেষ্ট সুদৃঢ় ছিল। ড. চক্রবর্তী দেখিয়েছেন যে, এই যুগের রাজ-অনুশাসনগুলিতে দানগ্রহীতাকে রাজ-বিরোধী কাজ থেকে দূরে থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি প্রয়োজনে তার জমি কেড়ে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

(খ) কৃষকের মালিকানা

ড. হরবনস মুখিয়ার মতে, সামন্ততন্ত্রের প্রতিষ্ঠার জন্য উৎপাদনের উপকরণের ওপর ভূস্বামীর মালিকানা থাকা দরকার। কিন্তু গুপ্ত যুগে তথা প্রাচীন ভারতে উৎপাদনের উপকরণগুলির ওপর সামন্তপ্রভুর পরিবর্তে কৃষকদের মালিকানা প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতে কৃষকরা ভূস্বামীর অধীন ছিল না বা প্রাচীন রোম-এর মতো ক্রীতদাসপ্রথাও ভারতে গড়ে ওঠে নি। তাই ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্বের সন্ধান করা অর্থহীন বলে ড. মুখিয়া মনে করেন ৷

(গ) বাণিজ্যের বিকাশ

সামন্ততান্ত্রিক ব্যবস্থায় বাণিজ্যের বিকাশ সম্ভব নয়। কিন্তু ৩০০ থেকে ১০০০ খ্রিস্টাব্দের মধ্যে ভারতে অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় প্রকার বাণিজ্যের যথেষ্ট অগ্রগতি ঘটেছিল বলে অনেকে মনে করেন। উদ্‌বৃত্ত কৃষি উৎপাদনের ওপর ভিত্তি করেই বাণিজ্যের এই অগ্রগতি সম্ভব হয়েছিল। এই সময় ভারতে রৌপ্যমুদ্রার প্রচলন বাণিজ্য -এর সহায়ক হয়েছিল বলে ড. ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় মনে করেন। উক্ত সময়কালে বণিকসংঘেরও অস্তিত্ব ছিল বলে জানা যায়।

(ঘ) নগরের প্রসার

অধ্যাপক ব্রজদুলাল চট্টোপাধ্যায় দেখিয়েছেন যে, আদি-মধ্যযুগে ভারতে তৃতীয় পর্বের নগরায়ণ প্রক্রিয়া চলছিল। এই সময় প্রাচীন নগরগুলি যেমন নতুন করে বিকশিত হচ্ছিল তেমনি গাঙ্গেয় উপত্যকায় বহু নতুন নগরের উদ্ভব ঘটেছিল। নগরজীবনের বিকাশ সামন্ততন্ত্রের প্রসারের বিরোধী উপাদান হিসেবেই চিহ্নিত হয়ে থাকে।

উপসংহার :- যাই হোক, গুপ্ত যুগে ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্ব সম্পর্কে বিতর্কের কোনো সুস্পষ্ট মীমাংসা এখনও হয় নি। তবে এ প্রসঙ্গে ইতিহাসবিদ ড. এ. এল. বাসাম-এর অভিমত বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তিনি আদি-মধ্যযুগের ভারতীয় আর্থসামাজিক অবস্থাকে বড়োজোর ‘আধা সামন্ততান্ত্রিক’ বা ‘সামন্ততান্ত্রিক ধাঁচের’ বলে অভিহিত করেছেন।

(FAQ) গুপ্ত যুগে ভারতের সামন্ততন্ত্র সম্পর্কে জিজ্ঞাস্য?

১. প্রাচীন ভারতের কোন সময় সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল বলে মনে করা হয়?

গুপ্ত যুগে।

২. গুপ্ত যুগে সামন্ততন্ত্রের অস্তিত্বের কথা বলেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম লেখ।

ডক্টর রামচরণ শর্মা ও ডক্টর ডি ডি কোশাম্বী।

৩. গুপ্ত যুগে সামন্ততন্ত্রের অস্তিত্বের বিপক্ষে যুক্তি দিয়েছেন এমন দুজন ঐতিহাসিকের নাম লেখ।

ডক্টর রণবীর চক্রবর্তী, ডঃ দিনেশচন্দ্র সরকার, হরবনস মুখিয়া, ব্রজদুলাল চট্টোপাধ্যায়।

৪. কোন প্রথার মাধ্যমে গুপ্ত যুগে সামন্ততন্ত্রের বিকাশ হয় বলে মনে করা হয়?

অগ্রহার প্রথা।

Leave a Comment