ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনের ফলাফল হিসেবে খ্রিস্টান জগত দ্বিধা বিভক্ত, ধর্মযুদ্ধ ও অত্যাচার, দেশপ্রেম ও জাতীয়তাবাদের উন্মেষ, রাজার ক্ষমতা বৃদ্ধি, অতি সংস্কার আন্দোলন, চার্চ ব্যবস্থায় ভাঙ্গন, প্রতিবাদের ভিত্তি স্থাপন, ক্যাথলিক চার্চের সংস্কার, সাহিত্যের বিকাশ, চিন্তার স্বাধীনতা, অর্থনীতির বিকাশ ও আধুনিক যুগের পটভূমি সম্পর্কে জানবো।
ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনের ফলাফল প্রসঙ্গে জার্মানি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন সহ বিভিন্ন দেশে বিস্তার, সম্রাট ও পোপের দ্বন্দ্বের অবসান, খ্রিস্টান জগতে বিভাজন, দেশপ্রেম ও জাতীয়তাবাদের উন্মেষ, রাজার ক্ষমতা বৃদ্ধি, প্রতি সংস্কার আন্দোলন, ধর্মসংস্কার আন্দোলনের ফলে চার্চ ব্যবস্থায় ভাঙন, ক্যাথলিক চার্চের সংস্কার, সাহিত্যের বিকাশ, অর্থনীতির বিকাশ ও আধুনিক যুগের পটভূমি সম্পর্কে জানব।
ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনের ফলাফল
ঐতিহাসিক ঘটনা | ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনের ফলাফল |
সময়কাল | ষোড়শ শতক |
স্থান | ইউরোপ |
পথিকৃৎ | মার্টিন লুথার |
প্রতিপক্ষ | পোপ ও ক্যাথলিক চার্চ |
ফলাফল | পোপের আধিপত্য বিনষ্ট |
নতুন ধর্মমত | প্রোটেস্ট্যান্ট |
ভূমিকা:- ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনের ফলাফল ছিল গভীর ও সুদূরপ্রসারী। শুধু ধর্মীয় ক্ষেত্রে নয়, ধর্মসংস্কার আন্দোলন ইউরোপের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সংস্কৃতিক প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করেছিল।
ফলাফল
ইউরোপে ধর্মসংস্কার আন্দোলন-এর উল্লেখযোগ্য ফলাফল গুলি হল নিম্নরূপ। –
(১) খ্রিস্টান জগৎ দ্বিধাবিভক্ত
- (ক) এতদিন পর্যন্ত ক্যাথলিক ধর্মমতই ছিল খ্রিস্টীয় জগতের একমাত্র ধর্ম এবং রোম-এর পোপই ছিলেন এই ধর্মের সর্বেসর্বা। এক কথায়, রোমের ক্যাথলিক গির্জাই সমগ্র খ্রিস্টীয় জগতকে ঐক্যবদ্ধ রেখেছিল।
- (খ) ধর্মসংস্কার আন্দোলনের ফলে খ্রিস্টীয় জগতের ঐক্য বিনষ্ট হয়—প্রোটেস্ট্যান্ট ধর্মমতের উদ্ভব হয়। কালক্রমে প্রোটেস্ট্যান্ট ধর্মমত আবার লুথারবাদ, ক্যালভিনবাদ, অ্যাংলিকানবাদ, পিউরিটানবাদ, প্রেস বিটারিয়ানবাদ, হুগেনটস্ প্রভৃতি শাখায় বিভক্ত হয়ে পড়ে।
(২) ধর্মযুদ্ধ ও অত্যাচার
- (ক) এই আন্দোলনের অন্যতম ফল হল ধর্মীয় অসহিষ্ণুতার প্রসার, ধর্মযুদ্ধ ও নির্যাতন। ১৬১৮ থেকে ১৬৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ ত্রিশ বছর ধরে জার্মানির বিভিন্ন রাজ্যগুলির মধ্যে ধর্মযুদ্ধ চলে।
- (খ) পবিত্র রোমান সম্রাট পঞ্চম চার্লস জার্মানি থেকে লুথারবাদ ও ক্যালভিনবাদকে ধ্বংস করতে প্রয়াসী হন। এর ফলে দীর্ঘদিন ধরে জার্মানিতে কোনও শান্তি ছিল না এবং নানাভাবে জার্মানির উন্নতি ব্যাহত হয়।
- (গ) ১৬৪২-১৬৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত ইংল্যান্ড-এ গৃহযুদ্ধ চলে এবং বহু নির্যাতিত মানুষ আমেরিকায় চলে যায়। নিষ্ঠুরতার জন্য রানি মেরি ইতিহাসে ‘রক্তপিপাসু মেরি (Bloody Mary) নামে চিহ্নিত হয়ে আছেন।
- (ঘ) ফ্রান্স-এ রাজা চতুর্দশ লুই ফরাসি প্রোটেস্ট্যান্ট বা হুগেনটদের উপর প্রবল নির্যাতন চালান। বহু হুগেনট ইংল্যান্ড ও ব্রান্ডেনবার্গে চলে যান। স্পেন-এ ‘ইনকুইজিশন’ দ্বারা বহু মানুষকে হত্যা করা হয়।
(৩) দেশপ্রেম ও জাতীয়তাবাদের উন্মেষ
- (ক) ধর্মসংস্কার আন্দোলন ইউরোপের বিভিন্ন দেশে বিশেষত জার্মানি, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস বা হল্যান্ডে দেশপ্রেম ও জাতীয়তাবাদী ভাবধারার সঞ্চার করে। জার্মানিতে লুথারবাদ, স্কটল্যান্ড ও হল্যান্ডে ক্যালভিনবাদ এবং ইংল্যান্ডে অ্যাংলিকানবাদ নতুন জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়।
- (খ) ব্রিটিশ পার্লামেন্ট ও জনগণের সমর্থন ব্যতীত অষ্টম হেনরি পোপের বিরুদ্ধে কখনোই সফল হতে পারতেন না। জনগণের সমর্থন ব্যতীত লুথার বা ক্যালভিন-ও বিদেশি পোপের বিরুদ্ধে সাফল্য অর্জনে সক্ষম হতেন না।
(৪) রাজার ক্ষমতা বৃদ্ধি
- (ক) এই আন্দোলনের ফলে পোপের মর্যাদা ও ক্ষমতা হ্রাস পায় এবং রাজার ক্ষমতা বৃদ্ধি পায়। ইংল্যান্ডে Act of Supremacy এবং জার্মানিতে অগসবার্গের সন্ধি (Treaty of Augsburg) রাজকীয় ক্ষমতা বৃদ্ধি করে।
- (খ) ইউরোপে ‘রাজার ধর্মই প্রজার ধর্ম” বলে স্বীকৃতি লাভ করে। গির্জার উপর রাজশক্তির প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। এছাড়া, ক্যাথলিক গির্জার সম্পত্তি বাজেয়াপ্ত করে বিভিন্ন প্রোটেস্ট্যান্ট নরপতিরা সমৃদ্ধশালী হয়ে ওঠেন।
(৫) প্রতি-সংস্কার আন্দোলন
সংস্কার আন্দোলনের অন্যতম ফল হল ক্যাথলিক গির্জায় প্রতি-সংস্কার আন্দোলন। এর ফলে ক্যাথলিক গির্জায় নানা নতুন ধরনের সংস্কার প্রবর্তিত হয় এবং ধর্মযাজকদের চারিত্রিক বিশুদ্ধতার দিকে নজর দেওয়া হয়। অচিরেই ক্যাথলিক গির্জা বহুলাংশে তার হারানো গৌরব পুনরুদ্ধারে সক্ষম হয়। এই ব্যাপারে পোপ ষষ্ঠ অ্যাড্রিয়ান, দশম লিও, তৃতীয় পল ও চতুর্থ পল উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
(৬) চার্চ ব্যবস্থায় ভাঙ্গন
ধর্মসংস্কার আন্দোলনের প্রত্যক্ষ ছিল ইউরোপের খ্রিস্টান চার্চ ব্যবস্থায় ভাঙ্গন। প্রোটেস্ট্যান্ট মতবাদে বিশ্বাসী খ্রিস্টানরা রোমান ক্যাথলিক চার্চের বিরুদ্ধে আন্দোলন করে ক্যাথলিক চার্চের কর্তৃত্ব মানতে অস্বীকার করে।
(৭) প্রতিবাদের ভিত্তি স্থাপন
প্রোটেস্ট্যান্ট মতবাদ ক্যাথলিক চার্চের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে জনসাধারণকে বিরোধিতার শিক্ষাদান করেছিল। এই প্রসঙ্গে ফরাসি বিপ্লব ধর্ম সংস্কার আন্দোলনেরই পরোক্ষ ফল বলে বর্ণনা করা যায়।
(৮) ক্যাথলিক চার্চের সংস্কার
রোমান ক্যাথলিক চার্চের কুসংস্কার দুর্নীতি ও অনাচারের বিরোধিতা করে ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। ফলে ক্যাথলিক যাজক ও ধর্মীয় নেতারা ধর্মনীতিতে সংস্কার ঘটাতে বাধ্য হয়।
(৯) সাহিত্যের বিকাশ
ধর্মসংস্কার আন্দোলনের পরোক্ষ প্রভাবে ইউরোপে জাতীয় ও আঞ্চলিক সাহিত্যের অগ্রগতি ঘটে। মার্টিন লুথারের বাইবেলের সূত্রে পরবর্তী সময়ে জার্মান ভাষায় আরও বহু ধর্মীয় ও অন্যান্য সাহিত্য রচিত হয়।
(১০) চিন্তার স্বাধীনতা
ধর্মসংস্কার আন্দোলন চার্চের ক্ষমতা ধ্বংস করে ব্যক্তির অধিকার ফিরিয়ে দেয়।ফলে মানুষের চিন্তা ও জ্ঞান ধর্ম সংস্কারের পরচর্চার প্রকৃত মুক্তি ঘটে। ধর্মসংস্কারের পর ফ্রান্সিস বেকন ঘোষণা করেন যে, ‘জ্ঞানই হল শক্তি। চিন্তাও জ্ঞানের মুক্তির ফলে ইউরোপে দর্শনশাস্ত্রের বিকাশ ঘটে।
(১১) অর্থনৈতিক বিকাশ
প্রোটেস্ট্যান্টরা কৃষি অর্থনীতির পরিবর্তন ঘটিয়ে শিল্প ও বাণিজ্যের বিকাশ ঘটায়। ফলে দেশে দ্রুত অর্থনৈতিক অগ্রগতি ঘটে ইংল্যান্ড, হল্যাণ্ড, ফ্রান্স, প্রাশিয়া প্রভৃতি দেশে এই অগ্রগতি ছিল বিশেষভাবে লক্ষণীয়।
(১২) আধুনিক যুগের পটভূমি
ধর্মসংস্কারের ফলে ইউরোপে নবজাগরণ প্রসূত যুক্তিবাদী চিন্তার প্রসার ঘটে। পঞ্চদশ শতকের নবজাগরণ এবং ষোড়শ শতকের ধর্মসংস্কার আন্দোলন ইউরোপে মধ্যযুগের অবসান ঘটায় এবং ইউরোপে আধুনিক ইতিহাসের যুগ-এর আগমনের পটভূমি তৈরি করে।
উপসংহার :- ধর্মসংস্কার আন্দোলন মধ্যযুগের ধর্মীয় আন্দোলন গুলির অবসান ঘটিয়েছিল। ইতিপূর্বে শুরু হওয়া পোপ সপ্তম গ্রেগরির সংস্কার, মঠজীবনবাদ, ফ্রায়ারদের উত্থান, ললার্ডদের অভ্যুত্থান প্রভৃতি ধর্মীয় আন্দোলন ধর্মসংস্কার আন্দোলনের কাছে ম্রিয়মাণ হয়ে পড়ে।
(FAQ) ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনের ফলাফল সম্পর্কে জিজ্ঞাস্য?
ষোড়শ শতকে।
মার্টিন লুথার।
ক্যাথলিক গির্জাকে দুর্নীতি মুক্ত করার জন্য যে আন্দোলন শুরু হয় তাকে প্রতি-ধর্মসংস্কার আন্দোলন বলে।
প্রোটেস্ট্যান্ট ধর্মমত।