মুড়াকাটা

মুড়াকাটা গ্ৰামটি প্রসঙ্গে ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, গ্ৰাম ও পোষ্ট অফিস, ভৌগোলিক দিক, শিক্ষা, অর্থনীতি, বসবাস, স্বাস্থ্য সেবা, যোগাযোগ ও উৎসব সম্পর্কে জানবো।

মুড়াকাটা গ্ৰাম প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার বাঁকুড়া সদর মহকুমার ওন্দা সিডি ব্লকের উল্লেখযোগ্য গ্ৰাম মুড়াকাটা, মুড়াকাটা গ্ৰামের ভৌগোলিক অবস্থান, মুড়াকাটা গ্ৰামের জনসংখ্যা, মুড়াকাটা গ্ৰামের ভৌগোলিক দিক, গ্ৰাম ও পোস্ট অফিস মুড়াকাটা, মুড়াকাটা গ্ৰামের শিক্ষা ব্যবস্থা, মুড়াকাটা গ্ৰামের অর্থনীতি, মুড়াকাটা গ্ৰামে বসবাসরত মানুষ, মুড়াকাটা গ্ৰামে স্বাস্থ্যসেবা, মুড়াকাটা গ্ৰামের যোগাযোগ ব্যবস্থা ও মুড়াকাটা গ্ৰামে পালিত উৎসব সম্পর্কে জানব।

মুড়াকাটা গ্ৰাম

স্থানমুড়াকাটা
ব্লকওন্দা
জেলাবাঁকুড়া
রাজ্যপশ্চিমবঙ্গ
দেশভারত
মুড়াকাটা গ্ৰাম

ভূমিকা :- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার বাঁকুড়া সদর মহকুমার ওন্দা সিডি ব্লকের অন্তর্ভুক্ত একটি গ্রাম হল মুড়াকাটা।

মুড়াকাটা গ্ৰামের ভৌগোলিক অবস্থান

মুড়াকাটা ২৩.১৬৩৯° উত্তর অক্ষাংশ ও ৮৭.১৬৩৫° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।

মুড়াকাটা গ্ৰামের জনসংখ্যা

ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে, মুড়াকাটার মোট জনসংখ্যা ১৪৪৪, এর মধ্যে ৭৫২ জন পুরুষ এবং ৬৯২ জন মহিলা। ০-৬ বছর বয়সের মধ্যে আছে ১৫১ জন। মুড়াকাটা গ্ৰামে মোট শিক্ষিত ব্যক্তির সংখ্যা ছিল ৮৩৪, এখানে সাক্ষরতার হার ৬৪.৫০ শতাংশ।

গ্ৰাম ও পোষ্ট অফিস মুড়াকাটা

মুড়াকাটা গ্ৰামটি একই সাথে পোস্ট অফিস হিসেবেও দায়িত্ব পালন করে থাকে।

মুড়াকাটা গ্ৰামের ভৌগোলিক দিক

ভৌগোলিকভাবে এই অঞ্চলটি পশ্চিমে বাঁকুড়া উচ্চভূমির অংশ, উত্তর-পূর্বে ধীরে ধীরে বাঁকুড়া-বিষ্ণুপুর রাঢ় সমভূমির সাথে মিলিত হয়েছে। এলাকাটি ছোট নাগপুর মালভূমি থেকে ধীরে ধীরে অবতরণ করছে। এখানে শক্ত লাল ল্যাটেরাইট মাটিতে ঝোঁপ-জঙ্গল ও প্রচুর সাল গাছ দেখা যায়।

মুড়াকাটা গ্ৰামে শিক্ষা ব্যবস্থা

  • (১) ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত মুড়াকাটা প্রাথমিক বিদ্যালয় হল একটি বাংলা মাধ্যম সহশিক্ষামূলক প্রতিষ্ঠান। এখানে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঠদানের সুবিধা রয়েছে।
  • (২) ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয় কালিসেন উচ্চ বিদ্যালয়। এটি একটি সহ-সম্পাদক বিদ্যালয়। এটা একটি বাংলা মিডিয়াম স্কুল। বিদ্যালয়টিতে লাইব্রেরি, খেলার মাঠ এবং আশেপাশের একটি বড় এলাকা রয়েছে।
  • (৩) ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় ওন্দা থানা মহাবিদ্যালয়। মুড়াকাটা পোস্ট অফিস এলাকায় এটি প্রতিষ্ঠিত হয়েছে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়-এর অধিভুক্ত এই কলেজে বাংলা, সংস্কৃত, ইংরেজি, ইতিহাসে অনার্স কোর্স এবং শিল্পকলায় একটি সাধারণ কোর্সে পাঠদানের সুবিধা রয়েছে।

মুড়াকাটা গ্ৰামের অর্থনীতি

মুড়াকাটা গ্ৰামের অধিকাংশ মানুষ কৃষিজীবী। তবে কিছু লোক ব্যবসার সাথেও জড়িত। অনেকে চাকরী করে থাকেন।

মুড়াকাটা গ্ৰামে বসবাস

এই মুড়াকাটা গ্ৰামে সদগোপ, বাঙালি ব্রাহ্মণ, নাপিত, কর্মকার, কায়স্থ ও নিম্নবর্ণের বাউরি ও অন্যান্য জাতির মানুষ বসবাস করে।

মুড়াকাটা গ্ৰামের স্বাস্থ্য সেবা

দুঃখের বিষয় এই মুড়াকাটা গ্ৰামে কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই। অতীতে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকলেও বর্তমানে তা অবলুপ্ত। তবে এই গ্ৰামের সন্নিকটে ওন্দা সুপারস্পেশালিটি হাসপাতাল ও শহর বাঁকুড়ায় সরকারি হাসপাতাল রয়েছে।

মুড়াকাটা গ্ৰামের যোগাযোগ ব্যবস্থা

ওন্দা সমষ্টি উন্নয়ন ব্লক-এর উপর দিয়ে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর-বাঁকুড়া-আদ্রা লাইন গেছে। এই মহকুমায় কালিসেন, ওন্দাগ্রাম ও রামসাগর রেল স্টেশন অবস্থিত। এই কালিসেন রেল স্টেশন মুড়াকাটার অতি নিকটে অবস্থিত। তাছাড়া এই গ্ৰামের পাশ দিয়েই গেছে রাজ্য সড়ক পথ।

মুড়াকাটা গ্ৰামে পালিত উৎসব

১২ মাসে ১৩ পার্বণের মতো মুড়াকাটা গ্ৰামে ১২ মাসই কোনো না উৎসব হয়। তবে দুর্গাপূজা ও শিবের গাজন এখানে সাড়ম্বরে পালিত হয়। এছাড়া মনসা পূজা, লক্ষ্মী পূজা, কালীপূজা, কার্তিক পূজা, সরস্বতী পূজাও আড়ম্বর সহকারে পালন করা হয়। এখানে একটি শিবমন্দির, দেবী দুর্গার তিনটি দালান, বিষ্ণুর থান ও মনসার থান আছে।

উপসংহার :- বাঁকুড়া ও বিষ্ণুপুরের মাঝে ছোট্ট গ্ৰাম মুড়াকাটা। বাইরে থেকে এই গ্ৰামটি দেখলে মনে হয় গাছগাছালি যেন গ্ৰামটিকে আচ্ছাদিত করে রেখেছে।

(FAQ) মুড়াকাটা গ্ৰাম সম্পর্কে জিজ্ঞাস্য?

১. মুড়াকাটা গ্ৰামটি কোন ব্লকের অন্তর্ভুক্ত?

ওন্দা সমষ্টি উন্নয়ন ব্লক।

২. মুড়াকাটা গ্ৰামটি কোন জেলায় অবস্থিত?

বাঁকুড়া।

৩. মুড়াকাটা গ্ৰামের প্রধান উৎসব কি?

শিবের গাজন ও দুর্গাপূজা

Leave a Comment