শেরশাহের শাসন ব্যবস্থার মৌলিকত্ব

শেরশাহের শাসন ব্যবস্থার মৌলিকত্ব প্রসঙ্গে সংস্কারক ও উদ্ভাবক, ডঃ ত্রিপাঠীর অভিমত, ব্যক্তিগত দক্ষতা, প্রকৃত ক্ষমতার অধিকারী সুলতান, কেন্দ্রীয় প্রশাসন যন্ত্রের অভাব, রাজস্ব ব্যবস্থার ত্রুটি ও ফসলের গড় মূল্য তালিকার ত্রুটি সম্পর্কে জানবো।

শেরশাহের শাসন ব্যবস্থার মৌলিকত্ব

ঐতিহাসিক ঘটনাশেরশাহের শাসনব্যবস্থার মৌলিকতা
রাজাশেরশাহ
রাজত্বকাল১৫৪০-১৫৪৫ খ্রি
উত্তরসূরিইসলাম শাহ
শেরশাহের শাসন ব্যবস্থার মৌলিকত্ব

ভূমিকা :- শেরশাহ মাত্র ৫ বছর রাজত্ব করেন। এই স্বল্প পরিসর রাজত্বকালের মধ্যে তিনি এক অসাধারণ শাসনব্যবস্থা স্থাপন করেন।

সংস্কারক ও উদ্ভাবক শেরশাহ

তিনি হিন্দু ও সুলতানি শাসনব্যবস্থার কিছু কিছু প্রথা গ্রহণ করেন। এই সঙ্গে তার নিজের উদ্ভাবিত ব্যবস্থা যোগ করেন। শের শাহ ছিলেন একাধারে সংস্কারক ও উদ্ভাবক ( Reformer and innovator)। তাঁর প্রবর্তিত সকল প্রথাগুলি মৌলিক ছিল এমন নয়। পুরাতন ব্যবস্থাগুলিতেও তিনি নতুন প্রাণশক্তি দেন।

শেরশাহ সম্পর্কে ডঃ ত্রিপাঠীর অভিমত

ডঃ আর পি. ত্রিপাঠীর মতে, শের শাহ প্রধানত আগেকার প্রচলিত প্রথাগুলিকে সংস্কার করে চালু করেন। তার মতে, শের শাহ যে পুরাতন প্রথাগুলিকে সংস্কার করে নবরূপ দেন তা ছিল –

(১) জমি জরিপের দ্বারা রাজস্ব ধার্যের প্রথা

ডঃ কানুনগো এই জরিপ প্রথার জান্য শের শাহকে উদ্ভাবক আখ্যা দিয়েছেন। কিন্তু আলাউদ্দিন খলজিমহম্মদ বিন তুঘলক জরিপ প্রথা প্রথমে চালু করেন। তবে শের শাহ যেরূপ ব্যাপকভাবে জরিপ প্রথা চালু করেন, আগে তা কখনও করা হয় নি।

(২) জায়গীরদারী প্রথা

প্রশাসনিক ক্ষেত্রে তিনি বহু অঞ্চলে প্রত্যক্ষ শাসনের পরিবর্তে জায়গীরদারী প্রথা চালু করেন। ফিরোজ শাহ তুঘলক-এর আমল থেকে এই জায়গীরদারী প্রথা চালু ছিল।

(৩) জমির মাপ ও উৎপাদন তালিকা

শের শাহ জমি জরিপের জন্য ২৪ অঙ্গুলি দৈর্ঘ্যের যে গজকাঠি ব্যবহার করতেন তা সিকান্দার লোদীর আমলে প্রথম চালু হয়। জমির গড় উৎপাদনের তিনি যে তালিকা চালু করেন তা পারসিক সম্রাট খাজন খান প্রথম চালু করেন।

(৪) সঞ্চিত খাদ্যশস্য বিতরণ

শের শাহ রাজস্ব সংগ্রহের সময় বিঘা প্রতি ১০ আস্তর ফসলের ভাগ নিতেন। বন্যা, অনাবৃষ্টির সময় এই সঞ্চিত খাদ্যশস্য বিতরণ করা হত। আলাউদ্দিন প্রথমে এই ব্যবস্থার সূত্রপাত করেন।

(৫) শিকদার ও ফৌজদার পদ

শের শাহের নিযুক্ত শিকদার ও ফৌজদার তুঘলক শাসনকালে প্রচলিত ছিল। বহলুল লোদীর আমলে প্রতি পরগনায় একজন শিকদার ছিল। কাজেই এই পদটিকে শের শাহের উদ্ভাবন বলা যায় না।

(৬) দাগ ও হুলিয়া প্রথা

শের শাহের সামরিক সংগঠনে দাগ ও হুলিয়া প্রথা আলাউদ্দিন খলজির প্রথা থেকে গৃহীত।

শেরশাহের ব্যক্তিগত দক্ষতা

এই সকল কথা বলার পরেও বলা দরকার যে, পুরাতন প্রথাগুলিকে শের শাহ ঘষে মেজে এমন সুষ্ঠুভাবে প্রয়োগ করেন যে, এর ফলে মনে হয় তিনি নতুন ব্যবস্থা চালু করেন। এ ক্ষেত্রে তাঁর ব্যক্তিগত দক্ষতা ছিল অতুলনীয়।

শেরশাহের আমলে প্রকৃত ক্ষমতার অধিকারী সুলতান

একথা বলা দরকার যে, শের শাহের শাসনব্যবস্থা ত্রুটিহীন ছিল না। তাঁর শাসনব্যবস্থায় সুলতানের হাতে সকল ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়। তিনি কয়েকজন মন্ত্রী নিয়োগ করলেও তাদের হাতে প্রকৃত ক্ষমতা দেন নি।

শেরশাহের কেন্দ্রীয় প্রশাসন যন্ত্রের অভাব

  • (১) তিনি কোনো বিধিবদ্ধ কেন্দ্রীয় প্রশাসন যন্ত্র তৈরি করেন নি। ডঃ ত্রিপাঠী বলেছেন যে, “একটি বিশাল সাম্রাজ্য চালাতে হলে সুগঠিত ও দক্ষ কেন্দ্রীয় প্রশাসন যন্ত্র থাকা অত্যাবশ্যক ছিল।” শের শাহ এই ব্যবস্থা না করার জন্য এর অভাবে কেন্দ্রীয় ও প্রাদেশিক প্রশাসনের কাঠামো দুঃখজনকভাবে দুর্বল হয়ে পড়ে।
  • (২) সুলতান যতই দক্ষ ও পরিশ্রমী হোন না কেন, একটি সুগঠিত প্রশাসন যন্ত্র কেন্দ্রে থাকলে প্রশাসন আরও গতিশীল হত। তাঁর মত দক্ষ, উপযুক্ত ও যোগ্য প্রশাসক না থাকলেও প্রশাসন ভেঙে পড়ত না। কিন্তু তিনি নীতি নির্ধারণ ও প্রয়োগের সকল অধিকার নিজ হাতে রেখে ভুল করেন।

আফগাণ শাসক শেরশাহের রাজস্ব ব্যবস্থার ত্রুটি

  • (১) শের শাহের রাজস্ব ব্যবস্থা ত্রুটি মুক্ত ছিল না। তিনি রাজস্ব বিভাগের কর্মচারীদের দুর্নীতি পুরোপুরি দুর করতে পারেন নি। তার স্বল্প পরিসর রাজত্বকালে তা করা সম্ভব ছিল না।
  • (২) তাঁর রাজস্বনীতির ত্রুটি এই ছিল যে, তিনি সরেশ, মাঝারি ও নিরেশ জমির উৎপাদনের যে গড় তালিকা তৈরি করেন এবং তার অংশ রাজস্ব ধার্য করেন। এর ফলে মাঝারি ও নিরেশ জমির রায়তের ঘাড়ে রাজস্বের বোঝা চাপে।

শেরশাহের আমলে ফসলের গড় মূল্য তালিকা

তিনি ফসলের দামের যে গড় মূল্য তালিকা তৈরি করেন তা ত্রুটিপূর্ণ ছিল। ৫ বছর রাজত্বকালের মধ্যে সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলের তথ্য যোগাড় করে এই মূল্য তালিকা প্রস্তুত করা সহজ কাজ ছিল না। তিনি জীবিত থাকলে এই ত্রুটিগুলি দূর করতে পারতেন।

উপসংহার :- শের শাহের সকল সংস্কারগুলি তিনিই উদ্ভাবন করেন একথা ঠিক নয়। তার শাসনের মূলনীতিগুলি মৌলিক না হলেও তার প্রয়োগের ক্ষেত্রে শের শাহ তার নিজস্ব দক্ষতা দেখান।

(FAQ) শেরশাহের শাসন ব্যবস্থার মৌলিকত্ব সম্পর্কে জিজ্ঞাস্য?

১. শেরশাহের পূর্বে কোন কোন সুলতান জমি জরিপ প্রথা চালু করেন?

আলাউদ্দিন খলজি ও মহম্মদ বিন তুঘলক।

২. শেরশাহের পূর্বে কোন সুলতান জায়গীরদার প্রথা চালু করেন?

ফিরোজ শাহ তুঘলক।

৩. কোন সুলতানের আমলে প্রতি পরগনায় একজন করে শিকদার ছিল?

বহলুল লোদি।

Leave a Comment