তুর্কীদের ভারত জয়ের সফলতার কারণ

তুর্কীদের ভারত জয়ের সফলতার কারণ প্রসঙ্গে মুসলিম ঐতিহাসিকদের দৈবী ব্যাখ্যা, অশ্বারোহী তুর্কী সেনার শ্রেষ্ঠত্ব, তুর্কী সামরিক সংগঠনের শ্রেষ্ঠত্ব, রাজপুতদের পুরাতন পন্থায় যুদ্ধ, রাজপুতদের দক্ষতা ও নেতৃত্বের অভাব, কেন্দ্রীয় শক্তির অভাব, স্থানীয় প্রতিরোধ, রাজপুত রাজাদের অন্তর্দ্বন্দ্ব, হিন্দুদের প্রতিক্রিয়াশীল সমাজ, বৈষম্য ও জাতিভেদ ও রক্ষণশীল হিন্দু সমাজ সম্পর্কে জানবো।

তুর্কীদের ভারত জয়ের সফলতার কারণ

ঐতিহাসিক ঘটনাতুর্কীদের ভারত জয়ের সফলতার কারণ
তুর্কী অভিযানমহম্মদ ঘুরী
বংশঘুর বংশ
ভারত-এ রাজ্য স্থাপয়িতামহম্মদ ঘুরী
বিশ্বস্ত দাসকুতুবউদ্দিন আইবক
তুর্কীদের ভারত জয়ের সফলতার কারণ

ভূমিকা :- মহম্মদ ঘুরী ও তাঁর অনুচর কুতবউদ্দিন আইবকের নেতৃত্বে তুর্কী অভিযানকারীরা যেরূপ দ্রুত গতিতে উত্তর ভারত জয় করে ফেলে তা আধুনিক ঐতিহাসিকদের বিস্ময় সৃষ্টি করেছে। তার আগে সুলতান মামুদও ভারতের বিভিন্ন অঞ্চলে অভিযান দ্বারা ভারতীয় রাজাদের পরাস্ত করেন।

তুর্কীদের ভারত জয়ে মুসলিম ঐতিহাসিকদের দৈবী ব্যাখ্যা

  • (১) ভারতের শাসক রাজপুত শক্তি যেন তুর্কী সেনাদের সম্মুখে হীনবীর্য হয়ে পড়েছিল। ব্যক্তিগতভাবে রাজপুত সেনাদের মধ্যে সাহস ও শক্তির অভাব দেখা যায়নি, একথা সত্য। কিন্তু সামগ্রিকভাবে যেন রাজপুত তথা হিন্দু শক্তি ক্ষয়িষ্ণু, দুর্বল হয়ে পড়েছিল। তুর্কীদের সামান্য আঘাতেই তা ভেঙে পড়ে।
  • (২) তুর্কী আক্রমণের বিরুদ্ধে কোনো গণ প্রতিরোধও ভারতে দেখা যায়নি। তুর্কী জাতির উত্তর ভারতে ঐতিহাসিক জয় সমকালীন ঐতিহাসিকদের মনে কোনো প্রশ্ন বা বিস্ময় সৃষ্টি করেনি। ভারতীয় হিন্দু ঐতিহাসিকরা এই বিষয়ে প্রধানত নীরব থাকাই শ্রেয় মনে করেছেন।
  • (৩) কোনো কোনো ক্ষেত্রে তারা ভারতীয় বীরের ব্যক্তিগত বীরত্বের বড়াই করেছেন। তুর্কী ঐতিহাসিক উৎবি, মিনহাজ ও হাসান নিজামী তুর্কীদের বিজয়কে ইসলামের অবধারিত জয় ও আল্লাহের আশীর্বাদের ফল বলে মনে করেছেন।

তুর্কীদের ভারত জয়ে অশ্বারোহী তুর্কী সেনার শ্রেষ্ঠত্ব

ফকর-ই-মুদাব্বির তাঁর আদাব-উল-হারাব গ্রন্থে কিছু ইতিহাস-সম্মত ব্যাখ্যা দানের চেষ্টা করেছেন। তাঁর মতে “তুরুক সওয়ার” অর্থাৎ অশ্বারোহী তুর্কী সেনা ছিল সমকালীন যুগের শ্রেষ্ঠ যোদ্ধা। তার সামনে রাজপুতরা তাদের পুরাতন রণকৌশল নিয়ে দাঁড়াতে পারেনি।

ভারতে তুর্কীদের জয়ে সামরিক সংগঠনের শ্রেষ্ঠত্ব

  • (১) বস্তুতঃপক্ষে সামরিক দিক থেকে তুর্কীরা ছিল ভারতীয় রাজপুত সেনা অপেক্ষা উন্নত। হিন্দু সেনাদল হাতির দ্বারা শত্রুকে আক্রমণ করে শত্রুর বাহিনী ছত্রভঙ্গ করতে অভ্যস্ত ছিল। কিন্তু তুর্কী তীরন্দাজদের তীরের ও বল্লমের ঘায়ে হাতিগুলি জখম হয়ে নিজ পক্ষের লোকেদের মাড়িয়ে দিত।
  • (২) তুর্কী অশ্বারোহীর মত দ্রুতগামী সুশিক্ষিত আক্রমণপটু সেনা রাজপুতদের হাতে ছিল না। রাজপুত পদাতিক ও হস্তীবাহিনী ছিল মন্থরগামী। তুর্কী অশ্বারোহীরা দ্রুতগতিতে জনপদগুলি অতিক্রম করে নির্দিষ্ট লক্ষ্যের ওপর আঘাত হানত। বিপদ বুঝলে তারা সুশৃঙ্খলভাবে পিছু হঠে চলে যেত।
  • (৩) ঘোড়ার পিঠে সওয়াররা ছুটন্ত অবস্থায় তীর ছুঁড়তে পারত এবং বল্লম দ্বারা শত্রুকে আঘাত করত। পদাতিক রাজপুতরা তরবারির দ্বারা এই বাহিনীর মোকাবিলায় ছিল অক্ষম। রাজপুতরা যুদ্ধের জন্য কোনো ভাল অশ্বারোহী বাহিনী তৈরি করতে পারেনি।
  • (৪) ডঃ নিজামীর মতে, দ্রুতগতি অশ্বারোহী সেনা ছিল তুর্কী সামরিক সংগঠনের চাবিকাঠি… এই যুগটি ছিল অশ্বারোহী সেনার যুগ (“Mobility was the key note of Turkish military organisation…. It was the age of horse”.)।

তুর্কীদের ভারত জয়ে রাজপুতদের পুরাতন পন্থায় যুদ্ধ

  • (১) রাজপুতদের সেনা ও ব্যুহ সংগঠন ছিল প্রথাসিদ্ধ। কিছু সৈন্য ডাইনে, কিছু বামে ও কিছু মাঝখানে থাকত। তুর্কীরা রাজপুত সেনা সংগঠনের দুর্বলতা ধরে ফেলে। তুর্কীরা এই তিনটি স্থানে সেনা স্থাপন করত, তদুপরি একটি অগ্রবর্তী বাহিনী ও একটি সংরক্ষিত বাহিনী রাখত।
  • (২) অগ্রবর্তী বাহিনী প্রথম সংঘাতে শত্রুর শক্তি পরীক্ষা করত ও দুর্বল স্থান লক্ষ্য করত। যুদ্ধ চলার সময় শত্রুর দুর্বল স্থানে সংরক্ষিত বাহিনী আঘাত করত। এর ফলে শত্রু হঠে যেতে বাধ্য হত। তাছাড়া তুর্কীরা অতির্কিত আক্রমণে পটু ছিল।
  • (৩) তুর্কীরা আক্রমণাত্মক যুদ্ধ করত। রাজপুতরা আত্মরক্ষায় ব্যস্ত থাকত। তুর্কীরা সর্বদা গুপ্তচর দ্বারা শত্রুর গতিবিধির খবর নিত। রাজপুতদের এরূপ কোনো গুপ্তচর ব্যবস্থা ছিল না।

তুর্কীদের ভারত জয়ে রাজপুতদের দক্ষতা ও নেতৃত্বের অভাব

  • (১) তুর্কীদের যে সামরিক নেতৃত্ব ছিল রাজপুতদের ক্ষেত্রে ছিল তার একান্ত অভাব। মহম্মদ ঘুরী ও তার সহকারী কুতুবউদ্দিন আইবক ছিলেন নেতৃত্ব গুণের অধিকারী। সমগ্র বাহিনীকে নিয়ন্ত্রণে রেখে পরিকল্পনামত তারা চালাতে সক্ষম ছিলেন। বিপর্যয়ের সামনে তাঁরা সেনাদের মনোবল ধরে রাখতে পারতেন।
  • (২) কিন্তু রাজপুত সেনারা ছিল সামন্ত সেনা। বিভিন্ন সামন্তদের নিজ নিজ সেনা নিয়ে প্রভুর পক্ষে যুদ্ধে যোগ দিতে হত। এই সেনাদলকে একই প্রকার রণকৌশলে শিক্ষিত করা সম্ভব ছিল না। এই সেনাদলের রণদক্ষতা সমান ছিল না।
  • (৩) এই সেনাদল কোনো একজন নেতার অধীনে শিক্ষিত না হওয়ায় এদের মধ্যে ঐক্য ও সংহতি ছিল না। তাছাড়া তুর্কী সেনাদল ধনরত্ন লুণ্ঠন ও ইসলাম ধর্মের প্রতি আনুগত্য নিয়ে লড়াই করে। হিন্দু সেনার মধ্যে কোনো আদর্শবাদ ছিল না।

ভারতে কেন্দ্রীয় শক্তির অভাবে তুর্কীদের জয়লাভ

রাজনৈতিক দিক থেকে দেখা যায় যে, ভারতে কোনো কেন্দ্রীয় শক্তি না থাকার ফলে তুর্কী আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরোধ স্থানীয় ভিত্তিতে রচিত হয়। তুর্কীরা ধাপে ধাপে উত্তর ভারত জয় করার সুযোগ পায়।

তুর্কীদের ভারত জয়ে স্থানীয় প্রতিরোধ

স্থানীয় বাধার দরুন এবং কেন্দ্রীয় শক্তি না থাকায় তুর্কীদের বিরুদ্ধে প্রতিরোধ ছিল দুর্বল ও অপ্রচুর। যদিও কোনো কোনো রাজপুত রাজার রাজ্য বেশ শক্তিশালী ছিল এবং জনবলও বেশী ছিল, কিন্তু প্রতিরোধের ক্ষেত্রে তার কোনো ছাপ পড়েনি। একটি বা দুটি যুদ্ধে পরাস্ত হলেই হিন্দু রাজারা বশ্যতা স্বীকার করত।

তুর্কীদের ভারত জয়ে রাজপুত রাজাদের অন্তর্দ্বন্দ্ব

রাজপুত রাজারা পরস্পরের বিরুদ্ধে আত্মঘাতী যুদ্ধে শক্তি ক্ষয় করে। বৈদেশিক আক্রমণ সম্পর্কে তাদের চেতনা ছিল না। রাজপুত রাজাদের মধ্যে এমন কোনো নেতা ছিল না, যে ব্যক্তি এই বিচ্ছিন্ন শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করে আক্রমণকারীর মোকাবিলা করতে পারে। তাছাড়া শাসক ক্ষত্রিয় সম্প্রদায় ও উচ্চবর্ণের লোকেদের স্বার্থপরতার জন্য দেশের বেশীর ভাগ নিম্নবর্ণের লোক নিস্পৃহ ও নিরপেক্ষ নীতি নিয়ে চলতে থাকে।

 তুর্কীদের ভারত জয়ে হিন্দুদের প্রতিক্রিয়াশীল সমাজ

হিন্দুদের সমাজ ব্যবস্থা ছিল তাদের পরাজয়ের জন্য প্রধানত দায়ী। আর. সি. দত্ত, ডাঃ হাবিব প্রমুখ ঐতিহাসিকেরা হিন্দু সমাজের অবক্ষয় ও রক্ষণশীলতাকেই তাদের পরাজয়ের প্রধান কারণ বলে মন্তব্য করেছেন। ডাঃ ইউ এন ঘোষাল অবশ্য সামরিক কারণকেই বেশী গুরুত্ব দিতে চেয়েছেন। হিন্দুদের প্রতিক্রিয়াশীল সমাজ ব্যবস্থা তাদের পরাজয় ডেকে আনে এতে সন্দেহ নেই।

তুর্কীদের ভারত জয়ে বৈষম্য ও জাতিভেদ

  • (১) হিন্দু সমাজে জাতিভেদ প্রথার তীব্রতার জন্য উচ্চবর্ণের হিন্দুরাই সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করত। নিম্নবর্ণের হিন্দুরা ছিল অস্পৃশ্য, অন্ত্যজ। সমাজের এই শোষিত ও অবহেলিত শ্রেণী তুর্কী আক্রমণের সময় নিষ্ক্রিয় ছিল। তারা শাসক ক্ষত্রিয়দের সাহায্যে এগিয়ে আসেনি। কারণ, তারা মনে করত যে, যেহেতু ক্ষত্রিয়রা শাসন ক্ষমতার অধিকারী, দেশ রক্ষার দায়িত্ব তাদেরই।
  • (২) কোনো কোনো ক্ষেত্রে বৌদ্ধ ও নিম্নবর্ণের হিন্দুরা আগন্তুক তুর্কীদের পক্ষে যোগ দেয়। এরূপ ঘটেছিল জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা ও নিম্নবর্ণের লোকেদের শোষনের জন্য। ডাঃ কে এস লাল মন্তব্য করেছেন যে, যে সমাজ এরূপ অন্যায় ও বৈষম্যের ওপর স্থাপিত ছিল তার থেকে বিশ্বাসঘাতকের উদ্ভব হওয়া ছিল স্বাভাবিক।

তুর্কীদের ভারত জয়ে হিন্দু সমাজে নৈতিক অবক্ষয়

হিন্দু সমাজে নৈতিক অবক্ষয় ভয়ানকভাবে দেখা দিয়েছিল। এর ফলে সমাজে শৃঙ্খলা ও আদর্শবাদ বলতে কিছুই ছিল না।

তুর্কীদের ভারত জয়ে হিন্দু কুসংস্কার

  • (১) মন্দিরগুলিতে দেবদাসী প্রথা, তন্ত্রধর্মের প্রসার, ধর্মের নামে কুসংস্কার ও কুপ্রথার পালন সমাজের প্রাণশক্তিকে দুর্বল করে দেয়। হিন্দু সমাজ অসংখ্য সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়। পুরুষদের বহু বিবাহ, সতীদাহ, নারীদের প্রতি অবিচার সমাজকে পঙ্গু করে ফেলে। দোলযাত্রা বা হোলি উৎসব ও বসন্ত উৎসবের নামে ব্যাভিচার প্রশ্রয় পায়।
  • (২) এমন কি দেব-দেবীর জীবন নিয়ে কাব্য রচনাতেও অশ্লীল রসের প্রভাব এই যুগে বৃদ্ধি পায়। পুরী, কোনার্ক, খাজুরাহোর ভাস্কর্যগুলি শিল্পগুণে খুবই উন্নত হলেও, অনেক ক্ষেত্রে বিষয়বস্তুর দিক থেকে এই যুগের নিম্নরুচি ও অবক্ষয়ের পরিচয় দেয়।

তুর্কীদের ভারত জয়ে গতিহীন হিন্দু সমাজ

মোট কথা হিন্দু সমাজে গতিশীলতা না থাকায়, সমাজব্যবস্থা তার প্রাণশক্তি হারিয়ে ফেলে। সমাজে সৃজনশীলতা না থাকায়, পুরাতন ব্যবস্থা ক্রমে ক্ষয় পেতে থাকে। তার স্থলে নতুন ভাবধারা গড়ে ওঠেনি। যুগের উপযোগী রাষ্ট্রগঠন করা হয়নি।

তুর্কীদের ভারত জয়ে সামন্ত প্রথা

অর্থনৈতিক দিক থেকে সামন্ত প্রথার প্রভাবে জমিগুলি সামন্ত শ্রেণীর হাতে চলে যায়। সাধারণ কৃষকরা শোষিত হতে থাকে। গ্রামগুলিতে বহু কৃষক ভূমিদাসের মতই জীবন কাটাত।

তুর্কীদের ভারত জয়ে শোষিত সাধারণ মানুষের ভূমিকা

পশ্চিম এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যের ফলে যে সম্পদ জমা হয় তা শুধু ধনী বণিক ও শাসকশ্রেণীর হাতে ছিল। মন্দিরগুলি ধনরত্নে পূর্ণ ছিল। কিন্তু ধনবণ্টন না হওয়ায় সাধারণ লোক ও নিম্নবর্ণের লোকেরা বেশ দুঃখ-দুর্দশায় দিন কাটাত। শহরগুলিতে ধনীদের গৃহে বহুলোক দাস হিসেবে জীবন কাটাতে বাধ্য হত। এজন্যে সমাজের বৃহৎ অংশে হতাশা ও নৈরাশ্যপীড়িত লোকের সংখ্যা ছিল বেশী।

তুর্কীদের ভারত জয়ে দেশ রক্ষায় অবহেলা

উচ্চবর্ণের হাতে ও মন্দিরে প্রভুত ধনরত্ন থাকলেও তার দ্বারা নতুন সেনাদল গঠন ও দেশ রক্ষা ব্যবস্থার উন্নতির কোনো চেষ্টা করা হয়নি।

তুর্কীদের ভারত জয়ে রক্ষণশীল হিন্দু সমাজ

সাধারণভাবে হিন্দু সমাজ ছিল প্রচণ্ড গোঁড়া ও রক্ষণশীল। কোনো প্রকার প্রগতিমূলক চিন্তা সমাজে প্রবাহিত করা দুষ্কর ছিল। মধ্য এশিয়ায় রণকৌশলে যে বিপ্লব এসেছিল হিন্দুরা তা গ্রাহ্য করত না। তারা মনে করত যে, হিন্দু সভ্যতা ও রাজ্য চিরস্থায়ী।

উপসংহার :- অলবিরুণী বলেছেন যে, হিন্দুদের কোনো নতুন প্রথা বা সংস্কার গ্রহণ করার ক্ষমতা ছিল না। তারা কোনো পরিবর্তনকে স্বীকার করত না। হিন্দু সমাজ ছিল এক বদ্ধ, অচলায়তন বিশেষ। এই সকল কারণে হিন্দু রাজ্যগুলির দ্রুত পতন ঘটে ও তুর্কীরা সাফল্য অর্জন করে।

(FAQ) তুর্কীদের ভারত জয়ের সফলতার কারণ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. ভারতে তুর্কী আক্রমণের নেতা কে ছিলেন?

মহম্মদ ঘুরী।

২. মহম্মদ ঘুরী কোন যুদ্ধে পৃথ্বিরাজ চৌহানের কাছে পরাজিত হন?

তরাইনের প্রথম যুদ্ধ, ১১৯১ খ্রি।

৩. মহম্মদ ঘুরী কোন যুদ্ধে পৃথ্বিরাজ চৌহানকে পরাজিত করেন?

তরাইনের দ্বিতীয় যুদ্ধ, ১১৯২ খ্রিস্টাব্দে।

৪. মহম্মদ ঘুরীর বিশ্বস্ত সেনাপতি কে ছিলেন?

কুতুবউদ্দিন আইবক।

৫. কোন চালুক্য রাজার কাছে মহম্মদ ঘুরী পরাজিত হন?

ভীমদেব।

Leave a Comment