রামকৃষ্ণ মিশন

রামকৃষ্ণ মিশন প্রসঙ্গে প্রতিষ্ঠা, সাধারণ সমিতি প্রতিষ্ঠা, উদ্দেশ্য, কর্মযোগের ভিত্তিতে কার্যকলাপ, প্রধান কার্যালয়, রামকৃষ্ণ সংঘ, আগরতলা শাখা, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ সম্পর্কে জানবো।

রামকৃষ্ণ মিশন

বিষয়রামকৃষ্ণ মিশন
প্রতিষ্ঠাতাস্বামী বিবেকানন্দ
প্রতিষ্ঠাকাল১৮৯৭ খ্রি:
প্রধান কার্যালয়বেলুড় মঠ
রামকৃষ্ণ মিশন

ভূমিকা :- একটি ভারতীয় ধর্মীয় সংগঠন হল রামকৃষ্ণ মিশন। এটি একটি জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। রামকৃষ্ণ আন্দোলন বা বেদান্ত আন্দোলন নামক বিশ্বব্যাপী আধ্যাত্মিক আন্দোলনের প্রধান প্রবক্তা এই সংগঠন।

রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা

১৮৯৭ সালের ১ মে রামকৃষ্ণ পরমহংস-এর প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।

সাধারণ সমিতি হিসেবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা

শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে, নিষ্কামভাবে ঈশ্বরজ্ঞানে মানবসেবাকে জপ, ধ্যান প্রভৃতির মতোই ধর্ম সাধনার একটি অঙ্গরূপে গ্রহণ করে শ্রীরামকৃষ্ণের অভিপ্রেত যে সন্ন্যাসী সঙ্ঘ গড়ে উঠেছিল, তাকে সুপ্রতিষ্ঠিত ও সুনিয়ন্ত্রিত করার উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ ১৮৯৭ খ্রিস্টাব্দের ১লা মে রামকৃষ্ণ মিশন নামে এক সাধারণ সমিতি গঠন করেন।

রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য

এই রামকৃষ্ণ মিশনের প্রধান উদ্দেশ্য হল যে বেদান্তধর্ম শ্রীরামকৃষ্ণের জীবন ও শিক্ষার আলোকে উদ্ভাসিত, সেই অনুযায়ী জীবন গঠন ও তার প্রচার করা, বিভিন্ন ধর্মের মধ্যে সৌহার্দ্য স্থাপন করা এবং জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে দুস্থ মানবের সেবা করা।

রামকৃষ্ণ মিশনের মূল কাজ

এই মিশন ঊনবিংশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীর প্রথম দিক পর্যন্ত সময়ে সমাজকল্যাণমূলক কার্যক্রমে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল। মানবসেবার মাহাত্ম্য ঘোষণা, শিক্ষার্থীর জন্য অন্ন-বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা ও হিন্দুধর্ম প্রচার করা ছিল রামকৃষ্ণ মিশনের মূল কাজ।

কর্মযোগের ভিত্তিতে রামকৃষ্ণ মিশনের কার্যকলাপ

রামকৃষ্ণ মিশন স্বাস্থ্য পরিষেবা, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণকার্য, আদিবাসী কল্যাণ, গ্রামোন্নয়ন, বুনিয়াদি ও উচ্চশিক্ষা এবং সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। কর্মযোগের ভিত্তিতে রামকৃষ্ণ মিশন কাজকর্ম চালায়।

রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়

এই রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় ভারত-এর পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার নিকটবর্তী হাওড়া জেলায় বেলুড় মঠে অবস্থিত। এটি প্রাচীন হিন্দু দর্শন বেদান্তের অনুগামী। এটি সন্ন্যাসী সংগঠন রামকৃষ্ণ মঠ কর্তৃক অনুমোদিত। এই রামকৃষ্ণ মঠের সদস্যরা রামকৃষ্ণ মিশনেরও সদস্য।

রামকৃষ্ণ সংঘ

  • (১) উনিশ শতাব্দীর সন্ত রামকৃষ্ণ পরমহংস কর্তৃক অনুপ্রাণিত এবং তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত ধর্মীয় ও সামাজিক আন্দোলনের কাজকর্ম পরিচালনার জন্য দুটি প্রধান সংগঠন হল রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন।
  • (২) এই দুটি প্রতিষ্ঠানকে রামকৃষ্ণ সংঘও বলা হয়ে থাকে। রামকৃষ্ণ মঠ হল একটি সন্ন্যাসী সংঘ। রামকৃষ্ণ পরমহংস কর্তৃক ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ প্রধানত আধ্যাত্মিক প্রশিক্ষণ ও সংঘের শিক্ষা প্রসারের জন্য কাজ করে।
  • (৩) ১৮৯৭ সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন বিবেকানন্দ। এটি জনকল্যাণমূলক সংগঠন। দুটি সংগঠনেরই প্রধান কার্যালয় বেলুড় মঠ। ১৮৬০ সালের একুশ সংখ্যক আইন অনুসারে রামকৃষ্ণ মিশন ১৯০৯ সালে বৈধ স্বীকৃতি লাভ করে।

রামকৃষ্ণ মিশনের আগরতলা শাখা

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখাকেন্দ্রটি ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি উদ্বোধন করেন মিশনের সহ-সংঘাধ্যক্ষ স্বামী স্মরণানন্দ। স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে এটি পালিত হয়। আগরতলা শাখার অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দের প্রচেষ্টায় মিশনের এই শাখাকেন্দ্রটি গড়ে উঠেছে।

রামকৃষ্ণ মিশনের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ

এই প্রতিষ্ঠানের কোনও গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। সকল গোষ্ঠীর ঊর্ধ্বে সমগ্র মানবজাতির সেবায় নিয়োজিত রয়েছে এই মিশন।

রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ

স্বামী বিবেকানন্দ (১৮৯৭–১৯০১), স্বামী ব্রহ্মানন্দ (১৯০১-১৯২২), স্বামী শিবানন্দ (১৯২২-১৯৩৪), স্বামী অখণ্ডানন্দ (১৯৩৪-১৯৩৭), স্বামী বিজ্ঞানানন্দ (১৯৩৭-১৯৩৮), স্বামী শুদ্ধানন্দ (১৯৩৮-১৯৩৮), স্বামী বিরজানন্দ (১৯৩৮-১৯৫১), স্বামী শঙ্করানন্দ (১৯৫১-১৯৬২), স্বামী বিশুদ্ধানন্দ (১৯৬২-১৯৬২), স্বামী মাধবানন্দ (১৯৬২-১৯৬৫), স্বামী বীরেশ্বরানন্দ (১৯৬৬-১৯৮৫), স্বামী গম্ভীরানন্দ (১৯৮৫-১৯৮৮), স্বামী ভূতেশানন্দ (১৯৮৯-১৯৯৮), স্বামী রঙ্গনাথানন্দ (১৯৯৮-২০০৫), স্বামী গহনানন্দ (২০০৫-২০০৭), স্বামী আত্মস্থানন্দ (২০০৭–২০১৭), স্বামী স্মরণানন্দ (২০১৭ থেকে)।

উপসংহার :- শুধুমাত্র ভারতেই নয়, ভারতের বাইরেও ভারতীয় ধর্ম ও সংস্কৃতি বিস্তারের উদ্দেশ্যে রামকৃষ্ণ মঠ ও মিশনের শতাধিক শাখা আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আর্জেন্টিনা, শ্রীলঙ্কানেদারল্যান্ডসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।

(FAQ) রামকৃষ্ণ মিশন সম্পর্কে জিজ্ঞাস্য?

১. রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কে?

স্বামী বিবেকানন্দ।

২. রামকৃষ্ণ মিশন কখন প্রতিষ্ঠিত হয়?

১৮৯৭ খ্রিস্টাব্দের ১ মে।

৩. রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় কোথায়?

বেলুড় মঠ।

৪. রামকৃষ্ণ মিশনের প্রথম সাধারণ অধ্যক্ষ কে ছিলেন?

স্বামী বিবেকানন্দ।

Leave a Comment