জাস্টিনিয়ান

পূর্ব রোমান সাম্রাজ্য তথ্য বাইজানটাইন সাম্রাজ্যের সম্রাট প্রথম জাস্টিনিয়ান প্রসঙ্গে সম্রাট প্রথম জাস্টিনিয়ানের রাজনৈতিক সাফল্য, সম্রাট প্রথম জাস্টিনিয়ানের সামরিক সাফল্য, সম্রাট প্রথম জাস্টিনিয়ানের ইতালি পুনরুদ্ধার ও সম্রাট প্রথম জাস্টিনিয়ানের আইনবিধি সম্পর্কে জানব।

সম্রাট প্রথম জাস্টিনিয়ান

ঐতিহাসিক চরিত্রসম্রাট প্রথম জাস্টিনিয়ান
সাম্রাজ্যবাইজানটাইন সাম্রাজ্য
রাজত্বকাল৫২৭-৫৬৫ খ্রিস্টাব্দ
অন্য নামমহান জাস্টিনিয়ান, ঋষি সম্রাট জাস্টিনিয়ান
বিখ্যাত কীর্তিজাস্টিনিয়ানের আইন
প্রথম জাস্টিনিয়ান

ভূমিকা :- জাস্টিনিয়ান বংশের শাসনকাল বাইজানটাইন সাম্রাজ্যের স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত। এই বংশের প্রথম সম্রাট ছিলেন প্রথম জাস্টিন (৫১৮-৫২৭ খ্রি.)। এই বংশে মোট পাঁচজন রাজা ছিলেন। এঁরা হলেন – প্রথম জাস্টিন (৫১৮-৫২৭ খ্রি.), প্রথম জাস্টিনিয়ান (৫২৭-৫৬৫ খ্রি.), দ্বিতীয় জাস্টিন (৫৬৫-৫৭৮ খ্রি.), দ্বিতীয় টিবেরিয়াস (৫৭৮-৫৮২ খ্রি.) এবং মৌরিস (৫৮২-৬০২ খ্রি.)। রাজবংশ হিসেবে ৬০২ খ্রিস্টাব্দ পর্যন্ত এর অস্তিত্ব ছিল। এই বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন প্রথম জাস্টিনিয়ান। তিনি ‘মহান জাস্টিনিয়ান’, ‘ঋষি সম্রাট জাস্টিনিয়ান’ প্রভৃতি নামেও পরিচিত।

সম্রাট প্রথম জাস্টিনিয়ান

৫২৭ খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্য তথ্য বাইজানটাইন সাম্রাজ্যের সম্রাট হন প্রথম জাস্টিনিয়ান। তিনি ৫২৭ খ্রিস্টাব্দ থেকে ৫৬৫ খ্রিস্টাব্দ রাজত্ব করেছিলেন। জাস্টিনিয়ান রোম সাম্রাজ্যের হৃতগৌরব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। তিনি রোমান সাম্রাজ্যের প্রাচীন গৌরব ও ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। দৈহিক গঠনে এবং কর্মে তিনি রোমান হলেও কথা ও ভাবনা-চিন্তায় ছিলেন লাতিন ভাবাদর্শের অনুসারী। তিনি একজন সুশাসকরূপে পরিচিত ছিলেন। কেবল রাজনৈতিক ও প্রশাসনিক দক্ষতার ক্ষেত্রে নয়, তিনি বাইজানটাইন শিল্পকলারও পৃষ্ঠপোষক ছিলেন। তাই তিনি পূর্ব রোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট হয়েছিলেন। জাস্টিনিয়ানের নানান সাফল্যে তাঁর সহযোগী ছিলেন তাঁর স্ত্রী থিওডোরা।

জাস্টিনিয়ানের রাজনৈতিক ও সামরিক সাফল্য

(ক) নিকা বিদ্রোহ দমন

৫৩২ খ্রিস্টাব্দে নিকা-তে রথের দৌড়-এর প্রতিযোগিতাকে কেন্দ্র করে এক ভয়ানক দাঙ্গা বা বিদ্রোহ সংঘটিত হয়েছিল, যা নিকা বিদ্রোহ বা দাঙ্গা নামে পরিচিত। এই বিদ্রোহে প্রায় ৩০,০০০ মানুষ প্রাণ হারান। স্ত্রী থিওডোরার পরামর্শে জাস্টিনিয়ান কঠোর হাতে এই বিদ্রোহ দমন করেন।

(খ) সম্রাট জাস্টিনিয়ান কর্তৃক পারসিক আক্রমণ প্রতিরোধ

রাজত্বের অনেকটা সময় জুড়েই পারস্যের আক্রমণ প্রতিরোধে জাস্টিনিয়ানকে ব্যস্ত থাকতে হয়েছে। তিনি সাম্রাজ্যের পূর্বাঞ্চলে প্রতিরক্ষামূলক এবং পশ্চিমাঞ্চলে আক্রমণাত্মক সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছিলেন। এইভাবে তিনি পারস্যের সাসানীয় রাজাদের দমন করতে সমর্থ হয়েছিলেন।

(গ) জাস্টিনিয়ানের আফ্রিকা পুনরুদ্ধার

জাস্টিনিয়ান তাঁর দক্ষ সেনাপতি বেলিসারিয়াস (Belisarius) ও নারসেস (Narses)-এর সাহায্যে ভ্যান্ডাল ও অস্ট্রোগথদের হাত থেকে আফ্রিকা ও ইতালি পুনরুদ্ধার করেন। ৫৩৩ খ্রিস্টাব্দে জাস্টিনিয়ান উত্তর আফ্রিকা অবরোধ করেন। এই অঞ্চল ছিল ভ্যান্ডালদের অধিকারে। উত্তর আফ্রিকার ভৌগোলিক পরিবেশ এবং ফিনিশীয়দের প্রভাবে ভ্যান্ডালরা তাদের স্বকীয়তা প্রায় হারিয়ে ফেলেছিল। সামরিক দিক থেকেও তারা ছিল অত্যন্ত দুর্বল। এই সুযোগের সদ্ব্যবহার করেছিলেন জাস্টিনিয়ান। বেলিসারিয়াসের নেতৃত্বে তিনি কার্থেজে এক বিশাল সেনাবাহিনী পাঠান। এক্ষেত্রে প্রথম দিকে তেমন কোনো সাফল্য তিনি পান নি। কিন্তু এখানকার অধিবাসী রোমান ও ক্যাথোলিকরা জাস্টিনিয়ানের বাহিনীকে সমর্থন জানালে পরিস্থিতি সহজ হয়। পরপর সংঘটিত দুটি যুদ্ধে ভ্যান্ডাল রাজাকে পরাজিত করে ভ্যান্ডাল রাজ্যকে ধ্বংস করা হয়। কার্থেজের পরাজিত সৈন্য ও তাদের পরিবারের সদস্যদের জাস্টিনিয়ান ক্রীতদাসে পরিণত করেন। বিজিত অঞ্চলে রোমান ও ক্যাথোলিকদের তিনি পুনর্বাসন দেন।

(ঘ) সম্রাট জাস্টিনিয়ান কর্তৃক ইতালি পুনরুদ্ধার

উত্তর আফ্রিকা বিজয় সম্পন্ন করে জাস্টিনিয়ান ইতালির দিকে মনোযোগ প্রথম জাস্টিনিয়ান দেন। এই অঞ্চল তখন ছিল অস্ট্রোগথদের দখলে। এক্ষেত্রে জাস্টিনিয়ান বিশেষ কৌশল অবলম্বন করেন। তিনি গথ রাজাকে বাইজানটাইনের আনুগত্য স্বীকারের কথা বলে কতকগুলি শর্ত পাঠান। এইসব শর্ত নিয়ে গথ রাজা যখন আলোচনায় ব্যস্ত, সেই সুযোগে বেলিসারিয়াস ৫৩৬ খ্রিস্টাব্দে সর্বপ্রথম নেপলস্ অধিকার করেন। পরে রোম শহরও তাঁদের অধিকারে আসে। যদিও পরে গথরা নেপলস্ ও রোম পুনরুদ্ধার করে। ৫৫২ খ্রিস্টাব্দে তানজানিয়ার যুদ্ধে জাস্টিনিয়ান গথদের চূড়ান্তভাবে পরাজিত করেন।

(ঙ) জাস্টিনিয়ানের অন্যান্য সামরিক অভিযান

এরপর তিনি স্পেন-এ সর্বশেষ অভিযান পরিচালনা করেন। গথদের বিরুদ্ধে স্পেনে জাস্টিনিয়ান এই অভিযান করেন ৫৫৪ খ্রিস্টাব্দে। ফলে সেভিল, মালাগা, কাথাজেনা ও কর্ডোভা তাঁর অধিকারে আসে। এইভাবে পশ্চিম ইউরোপ-এ তাঁর অভিযান শেষ হয়। জাস্টিনিয়ান পারস্য সম্রাট খসরুকে (৫৩১-৫৭৯ খ্রি.) পরাজিত করে পারস্য সাম্রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলও নিজ অধিকারে আনেন।

সম্রাট জাস্টিনিয়ানের অসামরিক কৃতিত্ব

জাস্টিনিয়ান রোমান সাম্রাজ্যের প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনার পক্ষপাতী ছিলেন। (ক) তিনি যাতায়াতের জন্য নতুন নতুন পথ নির্মাণ করেছিলেন এবং পুরোনো পথগুলির সংস্কার করেছিলেন। (খ) তিনি প্রাচ্যদেশের সাথে বাণিজ্যিক যোগাযোগের জন্য নৌপথের উন্নতি সাধন করেছিলেন। (গ) তাঁর প্রচেষ্টায় বহির্বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি ঘটে। অর্থনৈতিক উন্নতি সাধিত হয়। (ঘ) সমৃদ্ধ অর্থনীতির স্মারক হিসেবে তিনি মুদ্রার প্রচলন করেছিলেন।

জাস্টিনিয়ানের আইন

কেবল যুদ্ধ জয়ের জন্য নয়, জাস্টিনিয়ান স্মরণীয় হয়ে আছেন তাঁর আইন সংস্কার ও বিধিবদ্ধ সংহিতার জন্য। রোমান আইনের সংকলন ও সংস্কার করে তিনি আইনব্যবস্থা সহজ-সরল করে তোলেন। জাস্টিনিয়ানের এই আইন ‘জাস্টিনিয়ানের আইন’ (Code of Justinian) বা ‘Corpus Juris Civilis’ নামে পরিচিত। এই আইন সংকলনের জন্য জাস্টিনিয়ান একদল দক্ষ আইনবিদ নিয়োগ করেছিলেন। তাঁদের প্রায় চোদ্দো বছরের পরিশ্রমের ফলে এই আইন সংকলন শেষ হয়। এতে আইনের ৪৬৫২টি ধারা বিধিবদ্ধ করা হয়।

(ক) সম্রাট জাস্টিনিয়ানের আইনের ভাগ

সংকলনটি চারটি ভাগে বিভক্ত – কোড (Code), ইন্সটিটিউট (Institute), ডাইজেস্ট (Digest) বা প্যানডেক্টস (Pandects) এবং নোভেল (Novels)।

(খ) জাস্টিনিয়ানের আইনের বিষয়বস্তু

প্রথম অংশ ‘কোড’-এ সম্রাটের নির্দেশাবলি এবং সেনেটের পরামর্শগুলি লিপিবদ্ধ রয়েছে। ‘ইন্সটিটিউট’ অংশে পাওয়া যায় রোমান আইনের মূলধারাগুলি। ‘ডাইজেস্ট’ বা ‘প্যানডেক্টস’ অংশে লিপিবদ্ধ করা হয়েছে সেইসব দেওয়ানি ও ফৌজদারি আইন, যেগুলি প্রথম ও দ্বিতীয় অংশে লিপিবদ্ধ করা হয়নি। চতুর্থ অংশ ‘নোভেল’-এ লিপিবদ্ধ করা হয়েছে জাস্টিনিয়ানের নিজস্ব আইনসমূহ।

(গ) সম্রাট জাস্টিনিয়ানের আইনের বিচিত্র দিক

এইভাবে দেখা যায় যে, এই আইন সংকলনে সম্রাটের নির্দেশাবলি, সেনেটের পরামর্শ, মূল রোমান আইন, দেওয়ানি ও ফৌজদারি আইনসমূহ পাওয়া যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে সম্রাটের নিজস্ব আইনসমূহ। সংকলনটির ডাইজেস্ট অংশে সমকালীন বিশিষ্ট আইনবিদদের ভাবনাচিন্তার প্রতিফলন ও সংকলন দেখা যায়। এই অংশে সিসেরো ও অপরাপর দার্শনিকদের মতামতও পাওয়া যায়।

(ঘ) জাস্টিনিয়ানের আইনের গুরুত্ব

জাস্টিনিয়ান কোড একদিকে যেমন রোমান আইনের জটিলতাকে দূর করেছিল, তেমনি তা আইনগুলোকে এক সুসংবদ্ধ রূপ দান করেছিল। এই আইনবিধি সারা বিশ্বের আইনগুলির জটিলতা দূর করার পথ দেখিয়েছে। পরবর্তীকালে ইউরোপীয় দেশগুলিতে নাগরিক আইনব্যবস্থার বিকাশের মূল ভিত্তি ছিল এই আইনবিধি বা সংকলন। লাতিন আমেরিকা ও এশিয়ার বেশ কিছু অঞ্চলে এই আইনব্যবস্থা সাদরে গৃহীত হয়েছিল। এমনকি বর্তমানকালেও আইনব্যবস্থার ক্ষেত্রে জাস্টিনিয়ানের আইনের প্রভাব দেখা যায়। তাঁর আইনবিধির অন্তর্গত প্রাকৃতিক আইন, সম্পত্তির অধিকার সম্পর্কিত ধারণা প্রভৃতি বিষয়গুলি আজও প্রাসঙ্গিক। তাই জাস্টিনিয়ান আধুনিক আইনের দিশারি রূপে পরিচিত।

উপসংহার :- সম্রাট প্রথম জাস্টিনিয়ান ছিলেন বিশাল দৃষ্টিভঙ্গি এবং মহান উচ্চাকাঙ্ক্ষার একজন মানুষ, মনের বিস্ময়কর কার্যকলাপ, অক্লান্ত শক্তি এবং বিশদ বিবরণের একটি অস্বাভাবিক উপলব্ধি।সম্রাট জাস্টিনিয়ানকে একজন আইনপ্রণেতা এবং কোডিফায়ার হিসেবে তার কাজের জন্য সবচেয়ে বেশি স্মরণ করা হয়।

(FAQ) সম্রাট প্রথম জাস্টিনিয়ান সম্পর্কে জিজ্ঞাস্য?

১. প্রথম জাস্টিনিয়ান কে ছিলেন?

পূর্ব রোমান সাম্রাজ্য তথ্য বাইজানটাইন সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন প্রথম জাস্টিনিয়ান।

২. প্রথম জাস্টিনিয়ানের রাজত্বকাল কত?

৫২৭-৫৬৫ খ্রিস্টাব্দ।

৩. জাস্টিনিয়ান উত্তর আফ্রিকা অবরোধ করেন কখন?

৫৩৩ খ্রিস্টাব্দে।

৪. জাস্টিনিয়ান অন্য কী নামে পরিচিত ছিলেন?

‘মহান জাস্টিনিয়ান’, ‘ঋষি সম্রাট জাস্টিনিয়ান’

Leave a Comment