প্যারিসের শান্তি সম্মেলনে ১৯২০ খ্রিস্টাব্দের ১০ আগস্ট স্বাক্ষরিত সেভরের সন্ধি প্রসঙ্গে তুরস্ক ও মিত্রপক্ষের সন্ধি স্বাক্ষর, সন্ধির শর্তাবলী ও তুরস্কে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা সম্পর্কে জানবো।
সেভরের সন্ধি
ঐতিহাসিক ঘটনা | সেভরের সন্ধি |
সময়কাল | ১০ আগস্ট, ১৯২০ খ্রিস্টাব্দ |
স্বাক্ষরকারী | তুরস্ক ও মিত্রপক্ষ |
প্রেক্ষাপট | প্রথম বিশ্বযুদ্ধ |
ভূমিকা :- যুদ্ধকালে রাজধানী-সহ প্রায় সমগ্র তুরস্ক মিত্রশক্তির দখলে আসে। তুরস্কের সুলতান ষষ্ঠ মহম্মদ সেভরের সন্ধি স্বাক্ষরে বাধ্য হন।
সেভরের সন্ধি স্বাক্ষর
১০ ই আগস্ট ১৯২০ খ্রিস্টাব্দে তুরস্কের সুলতান ষষ্ঠ মুহম্মদ মিত্রপক্ষের সাথে সেভরের সন্ধি স্বাক্ষরে বাধ্য হন।
সেভরের সন্ধির শর্তাবলী
১০ ই আগস্ট ১৯২০ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত সেভরের সন্ধির শর্তানুসারে,
- (১) মিশর, সুদান, সাইপ্রাস, ট্রিপোলিটানিয়া, মরক্কো, টিউনিস প্রভৃতি স্থানের উপর থেকে তুরস্কের অধিকার বিলোপ করা হয়।
- (২) আরব, প্যালেস্টাইন ও মেসোপটেমিয়ার উপর থেকে তুরস্কের অধিকার বিলোপ করে সেগুলিকে ব্রিটিশ ম্যান্ডেট-ভুক্ত অঞ্চলে পরিণত করা হয়।
- (৩) সিরিয়া ফরাসি ম্যান্ডেট-ভুক্ত অঞ্চলে পরিণত হয়।
- (৪) হেজ্জাজ-এর রাজাকে স্বাধীন বলে ঘোষণা করা হয়।
- (৫) স্মার্না ও দক্ষিণ-পশ্চিম এশিয়া মাইনর অঞ্চলকে সাময়িকভাবে গ্রিস-এর অধীনে রাখা হয়। থ্রেসের একাংশ ও ঈজিয়ান সাগরের কয়েকটি দ্বীপও গ্রিসকে দেওয়া হয়।
- (৬) রোম ও ডোডেকানীজ দ্বীপপুঞ্জ ইতালিকে দেওয়া হয়। প্রতিশ্রুতি দেওয়া হয় যে, ভবিষ্যতে ডোডেকানীজ দ্বীপপুঞ্জ গ্রিসকে দেওয়া হবে।
- (৭) তুরস্কের সৈন্যসংখ্যা ৫০ হাজারের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয় এবং তার বিমান বন্দরগুলি মিত্রপক্ষের অধীনে চলে যায়।
- (৮) দার্দানালিস ও বসফোরাস প্রণালী দুটি আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ জলপথ হিসেবে ঘোষিত হয়।
- (৯) কনস্টান্টিনোপল ও আলেকজান্দ্রিয়া প্রভৃতি তুর্কি জলপথগুলির উপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।
- (১০) এইভাবে তুরস্ক সাম্রাজ্য কনস্টান্টিনোপল ও অ্যানাটোলিয়ার পার্বত্য অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে।
তুরস্কে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা
কামাল পাশা-র নেতৃত্বাধীন তুরস্কের ‘জাতীয়তাবাদী দল’ এই চুক্তির প্রবল বিরোধিতা করতে থাকে। শেষ পর্যন্ত তুর্কি সুলতান পদত্যাগ করেন। ফলে তুরস্ক প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়।
উপসংহার :- তুরস্ক প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলে ১৯২৩ খ্রিস্টাব্দে লুসান-এর সন্ধি দ্বারা সেভরের সন্ধির শর্তাবলী পরিবর্তিত হয়।
(FAQ) ভার্সাই সন্ধির সমালোচনা সম্পর্কে জিজ্ঞাস্য?
১০ আগস্ট, ১৯২০ খ্রিস্টাব্দে।
ভার্সাই সম্মেলন বা প্যারিসের শান্তি সম্মেলনে।
প্রথম বিশ্বযুদ্ধ।
লুসানের সন্ধি ১৯২৩ খ্রিস্টাব্দ।