প্রথম গোলটেবিল বৈঠক -এর অনুরোধ, পটভূমি, কংগ্রেস নেতৃবৃন্দের সাথে যোগাযোগ, ব্রিটিশ উদ্দোগ ব্যর্থ, বৈঠকের উদ্বোধন, অধিবেশন, বৈঠকে ভারতের উদারনৈতিক, মুসলিম, হিন্দু মহাসভা, তফসিলি জাতির প্রতিনিধি, বৈঠকের প্রস্তাব, রাজন্যবর্গের প্রতিনিধিদের প্রস্তাব সমর্থন, মুসলিমদের দাবি ও তফসিলি জাতির পৃথক নির্বাচনের দাবি সম্পর্কে জানবো।
প্রথম গোলটেবিল বৈঠক
সময়কাল | ১৯৩০-৩১ খ্রিস্টাব্দ |
স্থান | লন্ডন |
সভাপতি | রামসে ম্যাকডোনাল্ড |
অন্যতম ভারতীয় প্রতিনিধি | ড. বি. আর. আম্বেদকর |
ভূমিকা :- ব্রিটিশ সরকারের সাইমন কমিশন ভারতের সংবিধান সংশোধনের লক্ষ্যে ১৯৩০ সাল থেকে ১৯৩২ সালের মধ্যে তিনবার গোল টেবিল বৈঠক করে। এগুলি প্রথম গোলটেবিল বৈঠক, দ্বিতীয় গোলটেবিল বৈঠক ও তৃতীয় গোলটেবিল নামে পরিচিত।
বৈঠকের অনুরোধ
লর্ড আরউইন ভাইসরয় ও তার বন্ধু তৎকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড এর কাছে মহাম্মদ আলী জিন্নার অনুরোধের কারণে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
পটভূমি
প্রথম গোলটেবিল বৈঠকের বেশ কিছু কারণ ছিল। যেমন –
- (১) আইন অমান্য আন্দোলন যখন তুঙ্গে ১৯৩০ খ্রিস্টাব্দের ৭ই মার্চ সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়। ভারতের কোন রাজনৈতিক দলই এর সুপারিশগুলি গ্রহণে রাজি ছিল না।
- (২) বড়লাট লর্ড আরউইনও সাইমন কমিশনের সুপারিশগুলি সম্পর্কে ক্ষুব্ধ ছিলেন। ভারতব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলনের ক্রমবর্ধমান চরিত্র তাঁকে শঙ্কিত করে তোলে।
- (৩) এই অবস্থায় ভারতবাসীকে আন্দোলন থেকে সরিয়ে আনার উদ্দেশ্যে তিনি লন্ডনে একটি সর্বদলীয় গোলটেবিল বৈঠকের প্রস্তাব দেন। ব্রিটিশ কর্তৃপক্ষ এই প্রস্তাব সমর্থন করে।
কংগ্রেস নেতৃত্বের সাথে যোগাযোগ
প্রস্তাবিত বৈঠকে কংগ্রেস যাতে যোগদান করে এই উদ্দেশ্যে বড়লাটের পরামর্শে জুলাই মাসে তেজবাহাদুর সপ্রু ও এম. আর. জয়াকার কংগ্রেস নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেন।
ব্রিটিশ উদ্দোগ ব্যর্থ
কিন্তু কংগ্রেস নেতৃত্ব ‘পূর্ণ স্বরাজ’-এর ভিত্তি ব্যতীত অন্য কোনো শর্তে সরকারের সঙ্গে আলোচনায় রাজি না হওয়ায় এই উদ্যোগ ব্যর্থ হয়।
বৈঠকের উদ্বোধন
১৯৩০ সালের ১২ নভেম্বর মহামান্য পঞ্চম জর্জ লন্ডনের হাউজ অফ লর্ডসে এই গোল টেবিল বৈঠক উদ্বোধন করেন।
বৈঠক শুরু
এই অবস্থায় কংগ্রেসকে বাদ দিয়েই ১২ই নভেম্বর, ১৯৩০ খ্রিঃ থেকে ১৯শে জানুয়ারি, ১৯৩১ খ্রিঃ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড – এর সভাপতিত্বে লণ্ডনে প্রথম বৈঠক গোলটেবিল বৈঠক বসে।
ভারতের প্রতিনিধি
এই বৈঠকে ভারতের বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের ৮৯ জন প্রতিনিধি যোগদান করেন।
উদারনৈতিক দলের প্রতিনিধি
এই অধিবেশনে যোগদানকারী উল্লেখযোগ্য ভারতীয় সদস্যদের মধ্যে ছিলেন উদারনৈতিক দলের নেতা তেজবাহাদুর সপ্রু ও জয়াকার।
মুসলিম প্রতিনিধি
এই অধিবেশনে যোগদানকারী মুসলিম প্রতিনিধি ছিলেন জিন্না ও আগা খান।
হিন্দু মহাসভার প্রতিনিধি
হিন্দু মহাসভার নেতা মুঞ্জে প্রতিনিধি হিসেবে এই অধিবেশনে যোগদান করেন।
তফসিলি জাতির প্রতিনিধি
ভারতের তফসিলি জাতির নেতা বি আর আম্বেদকর প্রথম গোলটেবিল বৈঠকের অন্যতম প্রতিনিধি ছিলেন।
বিভিন্ন দলের প্রতিনিধি
এছাড়াও ভারতীয় খ্রিস্টান, অ-ব্রাহ্মণ দল, শিখ, জাস্টিস পার্টি, অ্যাংলো-ইন্ডিয়ান, দেশীয় রাজ্য প্রভৃতি থেকে প্রতিনিধিরা ছিলেন।
প্রস্তাব
এই বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কয়েকটি সাংবিধানিক প্রস্তাব উত্থাপন করেন। যেমন –
- (১) ভারতে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন।
- (২) প্রদেশগুলিতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা।
- (৩) প্রতিরক্ষা, পররাষ্ট্র প্রভৃতি বিষয়গুলি বড়লাটের হাতে রেখে কেন্দ্রে আংশিক দায়িত্বশীল সরকার গঠন।
রাজন্যবর্গের প্রতিনিধিদের সমর্থন
ভারতীয় রাজন্যবর্গের প্রতিনিধিরা বৈঠকে ঘোষিত এই প্রস্তাবগুলির প্রতি পূর্ণ সমর্থন জানায়।
মুসলিম প্রতিনিধিদের দাবি
মুসলিম প্রতিনিধিরা পৃথক নির্বাচনের দাবি করেন এবং জিন্না চৌদ্দ দফা দাবি উত্থাপন করেন।
পৃথক নির্বাচনের দাবি
তফসিলি সম্প্রদায়ের ডঃ আম্বেদকর পৃথক নির্বাচনের দাবি করেন।
উপসংহার :- শিখরা পাঞ্জাবে ৩০% আসন দাবি করেন। হিন্দুদের দাবি ছিল যৌথ নির্বাচন। বলা বাহুলা, সাম্প্রদায়িক মতানৈক্য এবং জাতীয় কংগ্রেসের অনুপস্থিতির ফলে এই বৈঠক সম্পূর্ণভাবে ব্যর্থ হয়।
(FAQ) প্রথম গোলটেবিল বৈঠক সম্পর্কে জিজ্ঞাস্য?
১২ই নভেম্বর ১৯৩০ খ্রিস্টাব্দ থেকে ১৯শে জানুয়ারি ১৯৩১ খ্রিস্টাব্দ।
জাতীয় কংগ্রেস।
রামসে ম্যাকডোনাল্ড