সিঙ্গাপুরে শিখ বিদ্রোহ

সিঙ্গাপুরে শিখ বিদ্রোহ প্রসঙ্গে জার্মানদের কাছে শিখ সৈন্যদের অনুরোধ, শিখ সৈন্যদের অনুরোধ প্রত্যাখ্যান, গদর পার্টির অন্তর্গত শিখ সৈন্য, ছত্রভঙ্গ শিখ বাহিনী, গদর পার্টির অন্তর্গত শিখ সৈন্য, গদর পার্টির মূলচাঁদ ও জার্মানদের মধ্যে শর্ত ও শিখদের হাত থেকে সিঙ্গাপুর দখল সম্পর্কে জানবো।

সিঙ্গাপুরে শিখ বিদ্রোহ

ঐতিহাসিক ঘটনাসিঙ্গাপুরে শিখ বিদ্রোহ
বিদ্রোহকারীভারতীয় শিখ সৈন্য
প্রধান নেতামূলচাঁদ
সিঙ্গাপুর দখল৭ দিন
সিঙ্গাপুরে শিখ বিদ্রোহ

ভূমিকা :- অভ্যুত্থানের পরিকল্পনা অনুযায়ী সিঙ্গাপুরে অবস্থিত শিখ সেনাবাহিনী বিদ্ৰোহ আরম্ভ করে। শিখ সৈন্যগণ বিদ্রোহের পতাকা উড্ডীন করে সাত দিন পর্যন্ত সিঙ্গাপুর শহর অধিকার করে রাখে।

জার্মানদের কাছে শিখ সৈন্যদের অনুরোধ

সিঙ্গাপুরে অন্তরীণাবদ্ধ জার্মানদের মুক্ত করে দেয়। জার্মানদের মধ্যে বহু সামরিক অফিসার ছিল। শিখ সৈন্যগণ তাদেরকে বিদ্রোহের নেতৃত্ব গ্রহণের জন্য অনুরোধ জানায় এবং কামান ও মেসিনগান চালনা শিক্ষা দিতে বলে।

শিখ সৈন্যদের অনুরোধ প্রত্যাখ্যান

জার্মানরা শিখ সৈন্যদের সেই অনুরোধ অগ্রাহ্য করে। তারা শিখ সৈন্যদের জানিয়ে দেয় যে, তারা অস্ত্রধারণ করবে না বলে ইংরেজদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ; সুতরাং তারা শিখদেরকে সাহায্য করতে অপারগ।

ছত্রভঙ্গ শিখ বাহিনী

নেতৃত্ববিহীন হয়ে শিখরা বেশীদিন যুদ্ধ চালাতে পারে নি। ইতিমধ্যে এই বিদ্রোহের সংবাদ চারদিকে প্রচারিত হলে সাত দিনের মধ্যে এক বিরাট ব্রিটিশ ও জাপান-এর যুদ্ধ জাহাজের বহর সিঙ্গাপুরে উপস্থিত হয় এবং প্রচণ্ড গোলা বর্ষণের দ্বারা শিখ বাহিনীকে ছত্রভঙ্গ করে দিয়ে শহর অধিকার করে।

গদর পার্টির অন্তর্গত শিখ সৈন্য

ব্রিটিশ বাহিনীর অন্তর্ভুক্ত এই শিখ সৈন্যদলের সকলেই ছিল গদর পার্টির সভ্য। এই শিখ সৈন্যদের সাহায্যে সিঙ্গাপুরের নৌঘাঁটি অধিকার করে এই অঞ্চল থেকে ব্রিটিশ শক্তিকে বিতাড়িত করাই ছিল গদর পার্টির পরিকল্পনা।

গদর পার্টির মূলচাঁদ ও জার্মানদের মধ্যে শর্ত

  • (১) শিখ সৈন্যদের এই অভ্যুত্থান সংঘটিত করবার পর বিদ্রোহ আরম্ভ হবার কিছুদিন পূর্বে গদর পার্টির অন্যতম শ্রেষ্ঠ সংগঠক মূলচাঁদ গোপনে সিঙ্গাপুরে উপস্থিত হয়েছিলেন। তিনি অন্তরীণাবদ্ধ জার্মানদের সাথে একটি শর্ত করেন।
  • (২)  যে, শিখ সৈন্যরা বিদ্রোহ করে প্রথমেই জার্মানদের মুক্ত করবে, পরে উত্তরে মালয় উপদ্বীপ অধিকার করে টিংচাউস্থিত জার্মান যুদ্ধ জাহাজের বহরটিকে সিঙ্গাপুরে স্থাপন করবে।
  • (৩) এইভাবে সিঙ্গাপুরে জার্মান নৌ-ঘাঁটি স্থাপনার পর পূর্ব এশিয়া থেকে ব্রিটিশ শক্তিকে বিতাড়িত করা হবে এবং তার পর জার্মান বাহিনী এসে ভারতবর্ষ থেকে ইংরেজদের বিতাড়িত করতে ভারতীয় বিপ্লবীদের সাহায্য করবে। এই পরিকল্পনার ভিত্তিতেই সিঙ্গাপুরে শিখ সৈন্যগণ বিদ্রোহ আরম্ভ করেছিল।

শিখদের হাত থেকে সিঙ্গাপুর দখল

সেই সময় সিঙ্গাপুরে ব্রিটিশ সৈন্য ছিল না। ব্রিটিশ কর্তৃপক্ষ জাপানী সৈনবাহিনীর সাহায্যে শিখদের বিদ্রোহ দমন করে ৭ দিন পর সিঙ্গাপুর পুনরাধিকার করতে সক্ষম হয়।

উপসংহার :- জার্মানরা আগেই অর্থাৎ মুক্তিলাভ করা মাত্র সুমাত্রা দ্বীপে পালিয়ে যায়। বেগতিক দেখে অভ্যুত্থানের নায়ক স্বয়ং মুলচাঁদও চীন-এ পালিয়ে যায়। আর বেচারা অজ্ঞ সিপাহিদল মাঠে মারা পড়ে।

(FAQ) সিঙ্গাপুরে শিখ বিদ্রোহ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. শিখ সৈনবাহিনী কতদিন সিঙ্গাপুর দখল করে রাখে?

৭ দিন।

২. সিঙ্গাপুরের শিখ সৈন্যরা কোন দলের সদস্য ছিল?

গদর পার্টি।

৩. সিঙ্গাপুরের শিখ বিদ্রোহের নেতা কে ছিলেন?

মূলচাঁদ।

Leave a Comment