আরবদের সিন্ধু অভিযানের কারণ

আরবদের সিন্ধু অভিযানের কারণ প্রসঙ্গে আরব জাতির বিজয় অভিযান, ভারতে আরব অভিযান, অভিযানের কারণ হিসেবে ধর্ম প্রচার ও রাজ্যবিস্তার, ভারতীয় রাজাদের দুর্বলতা, বাণিজ্যিক উদ্দেশ্য ও ধনরত্ন লুন্ঠন সম্পর্কে জানবো।

আরবদের সিন্ধু অভিযানের কারণ

ঐতিহাসিক ঘটনাআরবদের সিন্ধু অভিযানের কারণ
হজরত মহম্মদ-এর মৃত্যু৬৩২ খ্রিস্টাব্দ
পারস্য জয়৬৪৪ খ্রিস্টাব্দ
প্রধান উদ্দেশ্যরাজ্য বিস্তার, লুন্ঠন
আরবদের সিন্ধু অভিযানের কারণ

ভূমিকা :- ৬৩২ খ্রিস্টাব্দে পয়গম্বর হজরত মহম্মদের দেহত্যাগ হলে খলিফাগণ ইসলামের নেতৃত্ব দেন। খলিফাগণের প্রভাবে ইসলামের রাজ্য বিস্তারের দিকে কাজ আরম্ভ হয়। আরব জাতি ইসলামে দীক্ষিত হয়ে নব উন্মাদনায় রাজ্য জয়ে বেরিয়ে পড়ে।

আরব জাতির বিজয় অভিযান

আরবরা প্রথমে পারস্য দেশ জয় করে পারস্যে ইসলামের জয় পতাকা উড়িয়ে দেয় (৬৪৪ খ্রি)। এর পর সিরিয়া ও প্যালেষ্টাইনে ইসলামের বিজয় পতাকা উড়ে। এর পর আরবরা মিশর-এ ঢুকে পড়ে। মিশরের পতন হলে সমগ্র উত্তর আফ্রিকায় আরব উপনিবেশ স্থাপিত হয়। উত্তর আফ্রিকা থেকে আরবরা স্পেন-এ ঢুকে পড়ে। এইভাবে আরব আক্রমণের পশ্চিম বাহু ইউরোপ-এর দরজা পর্যন্ত বিস্তৃত হয়।

ভারতে আরব অভিযান

  • (১) ভারতে আরব অভিযান-এর পূর্ব বাহু ৬৫০ খ্রিস্টাব্দে মধ্য এশিয়ায় অক্ষু নদ ও হিন্দুকুশ পর্বত পর্যন্ত প্রসারিত হয়। এর ফলে ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে আরবরা আঘাত করে। উত্তর-পশ্চিম সীমান্তের হিরাট আরবদের অধিকারে গেলে তারা এই পথে প্রথমে ভারতে ঢোকার চিন্তা করে।
  • (২) এই সময় পশ্চিম এশিয়া থেকে স্থলপথে ভারতে ঢোকার তিনটি পথ ছিল – খাইবার গিরিপথ ও বোলান গিরিপথ এবং মাকরানের উপকূলভাগ। আরবরা প্রথমে এই পথে ভারতে ঢোকার চেষ্টা করে।

আরবদের সিন্ধু অভিযানের কারণ

আরবরা কেন ভারত অভিযান করে সে সম্পর্কে পণ্ডিতেরা নানা ব্যাখ্যা দেন। –

(১) ধর্ম প্রচার ও রাজ্যবিস্তার

একথা সত্য যে, ধর্মপ্রচার ও রাজ্যবিস্তার ছিল আরব অভিযানের প্রধান উদ্দেশ্য। এই লক্ষ্য নিয়ে আরবরা পৃথিবীর অন্যান্য দেশেও অভিযান চালায়। ভারতেও আরবরা একই উদ্দেশ্যে অভিযান চালায়।

(২) ভারতীয় রাজাদের দুর্বলতা

আরবরা বণিকের ছদ্মবেশে ভারতে এসে ভারতীয় রাজাদের অন্তর্দ্বন্দ্ব এবং সামরিক দুর্বলতা লক্ষ্য করেছিল।

(৩) বাণিজ্যিক উদ্দেশ্য

ভারতের উত্তর-পশ্চিম অঞ্চলের ভূমি এবং পশ্চিম উপকূলের বন্দরগুলির ওপর আরবদের প্রখর দৃষ্টি ছিল। ভারতের মশলা, রেশম প্রভৃতি জিনিসের ইউরোপের বাজারে প্রচুর চাহিদা ছিল। আরবরা ভারত ও ইউরোপের এই বাণিজ্য দখলের চেষ্টা চালায়। ইতিমধ্যে আরবজাতি আফ্রিকা ও ভূমধ্য সাগরের উপকূল জয় করায় ভূমধ্য সাগরের ওপর তাদের নিয়ন্ত্রণ স্থাপিত হয়।

(৪) হেনরী পিরেনের অভিমত

হেনরী পিরেনের মতে ভূমধ্যসাগরে আরব আধিপত্য স্থাপিত হওয়ায় ভারতের সঙ্গে পশ্চিম ইউরোপের সরাসরি বাণিজ্যে বাধা দেখা দেয়। ভারত তথা প্রাচ্যদেশের সঙ্গে ইওরোপের বাণিজ্য আরবদের হাতে চলে যায়। সুতরাং আরবরা ভারতের পশ্চিম উপকূলের বন্দরগুলি অধিকার করে ভারতীয় রপ্তানি বাণিজ্যকে হাত করার চেষ্টা করে।

(৫) ধনরত্ন লুন্ঠন

অনেকের মতে, ভারতের ধনরত্ন লুণ্ঠন ছিল আরবদের প্রধান লক্ষ্য। আরব যুদ্ধ আইন অনুসারে শত্রুকে পরাজিত করে তার সম্পত্তি লুঠ করা ছিল বৈধ কর্ম। শরিয়তে খামস নামে এক প্রকার করের কথা বলা হয়। যুদ্ধক্ষেত্রে শত্রুর সম্পত্তি লুঠ করে তার অংশ সেনাদলকে দিয়ে বাকি সরকার নেয়। খামস প্রথা অনুসারে এই কাজ করা হয়।

উপসংহার :- আরব আক্রমণকারীরা ভারত থেকে ব্যাপক হারে ধনরত্ন লুঠ করে নিয়ে যায় এমন কথা চাচনামায় পাওয়া যায় না। রাজ্য বিস্তার, বাণিজ্য বিস্তারই ছিল ভারতে আরব আক্রমণের প্রধান কারণ।

(FAQ) আরবদের সিন্ধু অভিযানের কারণ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. হজরত মহম্মদ দেহত্যাগ করেন কখন?

৬৩২ খ্রিস্টাব্দে।

২. আরবরা পারস্য জয় করে কখন?

৬৪৪ খ্রিস্টাব্দে।

৩. হজরত মহম্মদের দেহত্যাগের পর ইসলামের নেতৃত্ব দেন কারা?

খলিফারা।

৪. আরবদের সিন্ধু বা ভারত অভিযানের প্রধান কারণ কি ছিল?

রাজ্য বিস্তার ও বাণিজ্য বিস্তার।

Leave a Comment