আরবদের সাফল্যের কারণ

আরবদের সাফল্যের কারণ প্রসঙ্গে দুর্বল রাজা, অন্তর্দ্বন্দ্ব, আভ্যন্তরীন সংগঠনে ব্যর্থতা, দাহিরের সামরিক দুর্বলতা, নৌ শক্তির অভাব, নিম্ন বর্ণের হিন্দু ও বৌদ্ধদের অত্যাচার, সামন্ত বিদ্রোহ ও কাশিমের দক্ষতা সম্পর্কে জানবো।

আরবদের সাফল্যের কারণ

ঐতিহাসিক ঘটনাআরবদের সাফল্যের কারণ
অভিযানসিন্ধু অভিযান
খলিফাওমর
ইরাকের রাজাহজ্জাজ
সিন্ধুর রাজাদাহির
সিন্ধু জয়৭১২ খ্রিস্টাব্দ
আরবদের সাফল্যের কারণ

ভূমিকা :- আরব অভিযানকারীরা প্রথমে কাবুলের পথে ভারত আক্রমণের চেষ্টা করে বিফল হয়। অবশেষে তারা মাকরান উপকূল ধরে সিন্ধুতে ঢুকে পড়ে। এক্ষেত্রে তাদের সাফল্য আসে।

দুর্বল রাজা

ভারতের মাকরান উপকূল অঞ্চলটি তখনকার যুগে সুরক্ষিত ছিল না। সিন্ধুর রাজা দাহির ছিলেন দুর্বল।

অন্তর্দ্বন্দ্ব

দাহিরের সঙ্গে তার জোষ্ঠ ভ্রাতা দাহারশিয়ার সিংহাসন নিয়ে বিরোধ থাকার ফলে সিন্ধু রাজ্য দুভাগ হয়ে যায়। দাহারশিয়ার মৃত্যুর পর দাহির তাঁর জ্যেষ্ঠ ভ্রাতার রাজ্য দখল করলেও, স্থানীয় সামন্তরা তাঁর বশ্যতা স্বীকার করে নি। এই সামন্তরা অনেকেই আরবদের সাহায্য করেছিল।

আভ্যন্তরীন সংগঠনে ব্যর্থতা

দাহির তার রাজ্যে আভ্যন্তরীণ সংগঠন করতে পারেন নি। এর আগেই আরব আক্রমণ আরম্ভ হয়।

দাহিরের সামরিক দুর্বলতা

দাহির সুদক্ষ যোদ্ধা ছিলেন না। মহম্মদ-বিন-কাশিমের মত সেনাপতির সঙ্গে প্রতিযোগিতার ক্ষমতা তার ছিল না। তার সামরিক প্রস্তুতি দুর্বল ছিল।

নৌশক্তির অভাব

দাহিরের নৌশক্তি ছিল না। সেই কারণে তিনি সিন্ধুর উপকূল, দেবল বন্দর শত্রুর হাত থেকে রক্ষায় অক্ষম ছিলেন। আরবরা সমুদ্রের আধিপত্য পেয়ে সহজে স্বদেশ থেকে সমুদ্রপথে সেনা ও রসদ আনতে সক্ষম হয়।

নিম্ন বর্ণের হিন্দু ও বৌদ্ধদের অত্যাচার

  • (১) চাচনামা থেকে জানা যায় যে, ব্রাহ্মণ রাজা দাহির হিন্দু সমাজের নিম্নশ্রেণী ও বৌদ্ধদের আপন করে নিতে পারেননি। উচ্চবর্ণের জাতিভেদ ও গোড়ামির জন্য নিম্নবর্ণের হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায় খুবই অসন্তুষ্ট ছিলেন।
  • (২) মহম্মদ কাশিম সিন্ধুতে আসার পর নিম্নবর্ণের হিন্দু ও বৌদ্ধরা অনেকেই তাঁর পক্ষ নেন এবং অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করে। বৌদ্ধ সম্প্রদায় ছিল নির্যাতিত। তারা আরবদের বহু গোপন খবর ও রসদ দিয়ে সাহায্য করে। হিন্দু সমাজের জাতিভেদ ও ব্রাহ্মণ রাজা দাহিরের উদারতার অভাব ছিল এর কারণ।

সামন্ত বিদ্রোহ

দাহিরের সামন্ত রাজারাও তার প্রতি বিশ্বাসঘাতকতা করেন। মোকা নামে প্রতাপশালী সামন্ত ও তার ভ্রাতা আরবদের পক্ষে যোগ দেন। জনসাধারণের মনে দাহিরের প্রতি আনুগত্য ছিল না। দাহিরের শাসনব্যবস্থাও এমন কিছু ভাল ছিল না।

কাশিমের দক্ষতা

মহম্মদ কাশিম ছিলেন সুদক্ষ সেনাপতি। আরবরা ছিল সুদক্ষ যোদ্ধা। তারা বিশ্বের অন্যান্য দেশ অধিকার করে তাদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল।

উপসংহার :- আরবরা পারস্য, সিরিয়া, প্যালেষ্টাইন, মিশর, স্পেন জয় করে। সুতরাং এই প্রবল উদ্যোগ ও আয়োজন সিন্ধুর ক্ষেত্রেও সফলতা আনে।

(FAQ) আরবদের সাফল্যের কারণ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. আরবরা প্রথমে কোন পথে ভারত আক্রমণের চেষ্টা করে বিফল হয়?

কাবুলের পথে।

২. কোন খলিফার আমলে ভারতে প্রথম আরব অভিযান হয়?

খলিফা ওমরের আমলে।

৩. ইরাকের কোন আরব শাসনকর্তা সিন্ধু অভিযান করেন?

হজ্জাজ ৭০৮ খ্রিস্টাব্দে।

৪. মহম্মদ বিন কাশিমের সিন্ধু অভিযানের সময় সিন্ধুর রাজা কে ছিলেন?

জাহির।

৫. আরবরা কখন সিন্ধু জয় করে?

৭১২ খ্রীস্টাব্দে।

Leave a Comment