দাক্ষিণাত্যে মালিক কাফুরের তৃতীয় অভিযান প্রসঙ্গে যাদব রাজ্যের নতুন রাজা সিংঘন, মালিক কাফুরের দেবগিরি অভিযান, মালিক কাফুরের কাকতীয় রাজ্যে প্রবেশ, মালিক কাফুর কর্তৃক হোয়সল রাজ্য বিধ্বস্ত, মালিক কাফুরের আক্রমণে সমগ্ৰ দক্ষিণ ভারত দিল্লীর পদানত ও মালিক কাফুরের দিল্লী প্রত্যাবর্তন সম্পর্কে জানবো।
দাক্ষিণাত্যে মালিক কাফুরের তৃতীয় অভিযান
ঐতিহাসিক ঘটনা | দাক্ষিণাত্যে মালিক কাফুরের তৃতীয় অভিযান |
সময়কাল | ১৩১৩ খ্রি: |
রাজ্য | যাদব ও হোয়শল রাজ্য |
যাদব রাজা | সিংঘন |
দিল্লীতে প্রত্যাবর্তন | ১৩১৫ খ্রি: |
ভূমিকা :- আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি মালিক কাফুর ১৩১৩ খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে তৃতীয়বার অভিযান করেন।
যাদব রাজ্যের নতুন রাজা সিংঘন
১৩১১ খ্রিস্টাব্দে রামচন্দ্রের মৃত্যু হলে সিংঘন সিংহাসন লাভ করেন। মুসলমানদের অধীনে তিনি অস্বস্তি বোধ করছিলেন। কাফুর দিল্লীতে প্রত্যাবর্তন করলে তিনি বার্ষিক কর প্রেরণ বন্ধ করে দেন।
মালিক কাফুরের দেবগিরি অভিযান
১৩১৩ খ্রিস্টাব্দে কাফুর পুনরায় দেবগিরিতে উপস্থিত হলেন। সিংঘন পরাজিত ও নিহত হন। যাদব রাজ্য দিল্লীর সুলতানী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হল।
মালিক কাফুরের কাকতীয় রাজ্যে প্রবেশ
এরপর পূর্ব দিকে কাকতীয় রাজ্যে প্রবেশ করে কাফুর গুলবর্গা, রায়চুর ও মুদগল অধিকার করলেন। কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী সমগ্র ভূখণ্ড দিল্লীর অধিকারভুক্ত হল।
মালিক কাফুর কর্তৃক হোয়সল রাজ্য বিধ্বস্ত
এরপর তিনি পশ্চিম দিকে অগ্রসর হন এবং হোয়সল রাজ্য পুনরায় বিধ্বস্ত করে দাভোল ও চৌল নামক দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর অধিকার করেন।
মালিক কাফুরের আক্রমণে সমগ্ৰ দক্ষিণ ভারত দিল্লীর পদানত
এইভাবে পাণ্ড্য রাজ্য ব্যতীত সমগ্র দক্ষিণ ভারত দিল্লীর পদানত হল, এবং তুর্কী সাম্রাজ্য আয়তনে বৃহত্তম পরিণতি লাভ করে ক্ষমতার শীর্ষস্থানে আরোহণ করল।
মালিক কাফুরের দিল্লী প্রত্যাবর্তন
১৩১৫ খ্রিস্টাব্দে দিল্লীতে প্রত্যাবর্তনের নির্দেশ আসার পূর্ব পর্যন্ত কাফুর বরঙ্গল ও দ্বারসমুদ্র থেকে কর আদায় করতে থাকেন।
উপসংহার :- পরবর্তী ঘটনাবলী থেকে প্রমাণিত হয় যে হিন্দু করদরাজাদের মাধ্যমে আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত শাসনের চেষ্টা ব্যর্থ হয়েছিল।
(FAQ) দাক্ষিণাত্যে মালিক কাফুরের তৃতীয় অভিযান সম্পর্কে জিজ্ঞাস্য?
১৩১৩ খ্রিস্টাব্দে।
১৩১৩ খ্রিস্টাব্দে।
১৩১৫ খ্রিস্টাব্দে।