দাক্ষিণাত্যে মালিক কাফুরের দ্বিতীয় অভিযান

দাক্ষিণাত্যে মালিক কাফুরের দ্বিতীয় অভিযান প্রসঙ্গে দক্ষিণের যাদব রাজ্য, মালিক কাফুরের পূর্বে মালিক চজ্জুর অভিযান, দিল্লী থেকে দাক্ষিণাত্যে মালিক কাফুরের যাত্রা, বরঙ্গলের সামনে মালিক কাফুরের উপস্থিতি ও দুর্গে প্রতাপরুদ্রদেবের অবস্থান সম্পর্কে জানবো।

দাক্ষিণাত্যে মালিক কাফুরের দ্বিতীয় অভিযান

ঐতিহাসিক ঘটনাদাক্ষিণাত্যে মালিক কাফুরের দ্বিতীয় অভিযান
সময়কাল১৩০৯-১৩১০ খ্রি:
রাজ্যযাদব রাজ্য
রাজধানীবরঙ্গল
বশ্যতা স্বীকারপ্রতাপরুদ্রদেব
দাক্ষিণাত্যে মালিক কাফুরের দ্বিতীয় অভিযান

ভূমিকা :- মালিক কাফুরকে সুলতান আলাউদ্দিন খলজি ১৩০৭ খ্রিস্টাব্দে এক বিশাল সৈন্যদল সহ দাক্ষিণাত্যে প্রেরণ করেন। দাক্ষিণাত্যে দেবগিরির রামচন্দ্র পরাজিত হয়। এরপর শুরু হয় দাক্ষিণাত্যে তার দ্বিতীয় অভিযান।

দাক্ষিণাত্যে মালিক কাফুরের দ্বিতীয় অভিযান

সুলতান আলাউদ্দিন খলজির নির্দেশে ১৩০৯-১৩১০ খ্রিস্টাব্দে মালিক কাফুর দাক্ষিণাত্যে দ্বিতীয় বার অভিযান করেন।

দক্ষিণের যাদব রাজ্য

যাদব রাজ্য ছিল দাক্ষিণাত্যের পশ্চিমাংশে এবং পূর্বভাগে ছিল কাকতীয় রাজ্য। এই রাজ্যের রাজধানী বরঙ্গল একটি সুদৃঢ় প্রাচীর ও দুটি গভীর পরিখা দ্বারা বেষ্টিত ছিল।

মালিক কাফুরের পূর্বে মালিক চজ্জুর অভিযান

এর পূর্বে কাকতীয়রাজ দ্বিতীয় প্রতাপরুদ্র ১৩০৩ খ্রিস্টাব্দে মালিক চজ্জুর অভিযান প্রতিহত করেন।

দিল্লী থেকে দাক্ষিণাত্যে মালিক কাফুরের যাত্রা

কাকতীয় রাজ্য অধিকার না করে তার ধনসম্পদ লুণ্ঠনের নির্দেশ সহ কাফুর ১৩০৯ খ্রিস্টাব্দে দিল্লী থেকে যাত্রা করলেন।

বরঙ্গলের সামনে মালিক কাফুরের উপস্থিতি

তেলেঙ্গানার পথে কাফুর দেবগিরিতে বিশ্রাম করেন এবং রামচন্দ্রের কাছ থেকে যথেষ্ট সাহায্য লাভ করেন। যে দেশের মধ্য দিয়ে তিনি অগ্রসর হচ্ছিলেন তা বিধ্বস্ত করতে করতে কাফুর বরঙ্গলের সম্মুখে উপস্থিত হন।

দুর্গে প্রতাপরুদ্রদেবের অবস্থান

প্রতাপরুদ্রদেব ১০০০০০ তীরন্দাজ সেনা ও ২০,০০০ অশ্বারোহী ছিল বলে শোনা যায়। তিনি তার দুর্ভেদ্য দুর্গে আশ্রয় নিন। দীর্ঘকাল অবরোধের পর দুর্গের বাইরের রক্ষাবেষ্টনীর পতন হয়।

উপসংহার :- শেষ পর্যন্ত ১৩১০ খ্রিস্টাব্দে প্রতাপরুদ্রদেব বশ্যতা স্বীকার করেন। অর্থ, হস্তী ও মণিমুক্তা সহ প্রভূত উপঢৌকন দান করে তিনি বার্ষিক করদানে সম্মত হন।

(FAQ) দাক্ষিণাত্যে মালিক কাফুরের দ্বিতীয় অভিযান সম্পর্কে জিজ্ঞাস্য?

১. মালিক কাফুর দাক্ষিণাত্যে দ্বিতীয়বার অভিযান করেন কখন?

১৩০৯-১০ খ্রিস্টাব্দে।

২. মালিক কাফুর দাক্ষিণাত্যের কোন রাজ্য আক্রমণ করেন?

যাদব রাজ্য

৩. মালিক কাফুরের আক্রমণের সময় যাদব রাজ্যের রাজা কে ছিলেন?

প্রতাপরুদ্রদেব।

Leave a Comment