সুলতান মামুদের ভারত অভিযানের কারণ

সুলতান মামুদের ভারত অভিযানের কারণ প্রসঙ্গে সামরিক কারণ, মুসলিদের বিরুদ্ধে অভিযান, গৌরব ও স্বর্ণলাভ, মূর্তি ধ্বংসের অভিযােগ, পিতার ইচ্ছাপূরণ, তুর্কী সাম্রাজ্য প্রতিষ্ঠা, বিশ্বাসঘাতকতার প্রতিশোধ, রাজনৈতিক প্রয়োজনীয়তা, সেনাবাহিনী পোষণ ও আকর্ষণীয় নগর প্রতিষ্ঠা সম্পর্কে জানবো।

গজনীর সুলতান মামুদের ভারত অভিযানের কারণ

ঐতিহাসিক ঘটনাসুলতান মামুদের ভারত অভিযানের কারণ
সুলতানমামুদ
রাজ্যগজনী রাজ্য
ভারত আক্রমণ১০০০-১০২৭ খ্রি:
সভাকবিউৎবি
সোমনাথ লুন্ঠন১০২৪-২৫ খ্রিস্টাব্দ
সুলতান মামুদের ভারত অভিযানের কারণ

ভূমিকা :- আরবদের পর তুর্কিরা সর্বপ্রথম নতুন উৎসাহ উদ্দীপনায় ভারতবর্ষ -এ সামরিক অভিযান পরিচালনা করে। এর মধ্যে শ্রেষ্ঠ ছিলেন গজনীর সুলতান মামুদ। তিনি ১০০০-১০২৭ খ্রিস্টাব্দে ১৭ বার ভারতে অভিযান পরিচালনা করেন এবং প্রতিবারই বিজয়ী হন।

সুলতান মামুদ সম্পর্কে হেগের মন্তব্য

ঐতিহাসিক উইলস হেগ বলেন, Mahmud is one of the most prominent figures in the History of Islam.

সুলতান মামুদের ভারত অভিযানের সামরিক কারণ

  • (১) সুলতান মামুদের ভারত অভিযান -এ সামরিক কারণ ছিল। নিজ রাজ্যের নিরাপত্তার জন্য তার উত্তর পশ্চিমে পাঞ্জাব ও সিন্ধু দখল করা অত্যন্ত প্রয়ােজন ছিল। এই সকল অঞ্চল ছিল সামরিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • (২) ঐতিহাসিক ফিরিশতা বলেন যে, “নিজ সামরিক শক্তি আরাে শক্তিশালী ও সুসংহত করা এবং ভারতবর্ষে মুসলিম শাসনের পথ সুপ্রশস্ত করা সুলতান মামুদের ভারত আক্রমণের উদ্দেশ্য মনে করা হয়।”

মুসলিমদের বিরুদ্ধে সুলতান মামুদের অভিযান

সুলতান মামুদ শুধু হিন্দুদের বিরুদ্ধেই অভিযান পরিচালনা করেননি, নিজ নিরাপত্তার জন্য তিনি মুসলমানদের বিরুদ্ধেও অস্ত্র ধারণ করেন। কারণ, ভারতের অনেক মুসলমান আনন্দ পালের সাথে জোটবদ্ধ হয়।

সুলতান মামুদের গৌরব ও স্বর্ণলাভ

ঐতিহাসিক হাবীবুল্লাহর ভাষায়, সুলতান মামুদের ভারত অভিযান কখনােই ধর্মযুদ্ধ ছিল না। তার ভারত অভিযান ছিল গৌরব ও স্বর্ণলাভের যুদ্ধ।

সুলতান মামুদের বিরুদ্ধে মূর্তি ধ্বংসের অভিযােগ

মূর্তি ধ্বংসকারী হিসেবে মামুদকে যে অপবাদ দেওয়া হয়েছে তা ঠিক নয়। কারণ ইচ্ছা করে শান্তির সময় তিনি কোনাে মূর্তি ধ্বংস করেননি। যুদ্ধের পর তিনি মন্দির পুনঃ সংস্কারের নির্দেশও দিয়েছিলেন।

পিতার ইচ্ছা পূরণের উদ্দেশ্যে সুলতান মামুদের ভারত অভিযান

সুলতান মামুদের পিতা সবুক্তগীন -এর পাঞ্জাবে হিন্দু শাহী রাজা জয়পালের সাথে বিরােধ ছিল। সুতরাং পিতার রাজত্বকালের সমস্যার চূড়ান্ত সমাধান না হওয়ায় মামুদ পিতার ইচ্ছা পূরণের লক্ষ্যে পাঞ্জাব ও মুলতান নিজ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে শক্তিশালী গজনী সাম্রাজ্য গঠন করেন।

তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে সুলতান মামুদের ভারত অভিযান

সুলতান মামুদের ভারত অভিযানের প্রধান সংকল্প ছিল একটি তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। এই সংকল্প বাস্তবায়নের জন্যই তিনি অভিযান পরিচালনা করেন।

বিশ্বাসঘাতকতার প্রতিশােধ গ্রহণে সুলতান মামুদের ভারত অভিযান

ঐতিহাসিক বেণীপ্রসাদ বলেন যে, মামুদ বিশ্বাসঘাতকতার প্রতিশােধ গ্রহণের জন্য ভারতে অভিযান পরিচালনা করেন। হিন্দু রাজন্যবর্গের সন্ধির শর্ত ভঙ্গ, সুলতানের আনুগত্য অস্বীকার প্রভৃতি কারণেও তিনি যুদ্ধ অভিযান পরিচালনা করেন।

সুলতান মামুদের ভারত অভিযানের রাজনৈতিক প্রয়ােজনিয়তা

ঐতিহাসিক ফিরিশতা বলেছেন যে, রাজনৈতিক প্রয়ােজনে এবং প্রাচ্যে সাম্রাজ্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় মামুদ ভারতে অভিযান পরিচালনা করেন।

সেনাবাহিনী পােষণের জন্য সুলতান মামুদের ভারত অভিযান

সুলতান মামুদের একটি দক্ষ সেনাবাহিনী পােষণ এবং মধ্য এশিয়ার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ অভিযান প্রভৃতি খাতে ব্যয়ের জন্য প্রচুর অর্থের প্রয়ােজন ছিল। অর্থের প্রয়ােজনে সুলতান মামুদ ভারত অভিযান করেন।

আকর্ষণীয় নগরী প্রতিষ্ঠার উদ্দেশ্যে সুলতান মামুদের ভারত অভিযান

সুলতান মামুদ তার রাজধানী গজনীকে মনের মতাে করে সাজাতে চেয়েছিলেন। এর জন্য প্রচুর অর্থের প্রয়ােজন ছিল। তখন ভারতের বিভিন্ন রাজ্যের কোষাগার ধনরত্নে পূর্ণ ছিল। তাই ভারত থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করে ভারত আক্রমণ করেন।

সুলতান মামুদের ভারত অভিযান সম্পর্কে হাবিবের অভিমত

ঐতিহাসিক হাবীব সুলতান মামুদের ভারত অভিযানের কারণ হিসেবে অর্থনৈতিক কারণকে অধিকতর গুরুত্ব দিয়েছেন। তাই বলে মামুদকে লুণ্ঠনকারী বা অর্থলােলুপ তস্কর বলা যাবে না। কারণ, তিনি ভারত থেকে সংগৃহীত অর্থ মানবকল্যাণে ব্যয় করেন।

উপসংহার :- ঐতিহাসিক স্মিথ মনে করেন যে, “মামুদ ভারত উপমহাদেশের ইতিহাসে বহিরাগত নৃপতি।” অন্যদিকে ঐতিহাসিক হেগ বলেন যে, মাহমুদকে সংকীর্ণ অর্থে ভারতবর্ষের নৃপতি বলা যায়।

(FAQ) সুলতান মামুদের ভারত অভিযানের কারণ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. সুলতান মামুদ কখন ভারত আক্রমণ করেন?

১০০০-১০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত।

২. সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন?

১৭ বার।

৩. সুলতান মামুদ সোমনাথ মন্দির লুন্ঠন করে কখন?

১০২৪-২৫ খ্রিস্টাব্দে।

৪. সুলতান মামুদ ছিলেন বড়মাপের লুঠেরা বা দস্যু – কে বলেছেন?

ঐতিহাসিক স্মিথ।

৫. সুলতান মামুদের সভাকবি কে ছিলেন?

উৎবি।

৬. শাহনামা কার লেখা?

ফিরদৌসী।

Leave a Comment