আরব আক্রমণের ফলাফল প্রসঙ্গে স্থায়ী রেখাপাত হীন, বিশেষ ছাপ ফেলতে অক্ষম, আরব আক্রমণের স্থায়ী চিহ্ন নেই, আরব আক্রমণের সীমাবদ্ধতা, সাংস্কৃতিক প্রভাব সম্পর্কে জানবো।
আরব আক্রমণের ফলাফল
ঐতিহাসিক ঘটনা | সিন্ধুতে আরব আক্রমণের ফলাফল |
অভিযান | আরব অভিযান |
খলিফা | ওমর |
ইরাকের রাজা | হজ্জাজ |
সিন্ধুর রাজা | দাহির |
সিন্ধু জয় | ৭১২ খ্রিস্টাব্দ |
ভূমিকা :- ভারতে আরব অভিযান ছিল ভারতের ও ইসলামের ইতিহাসে এক খণ্ডকালীন ফলাফলহীন বিজয় মাত্র (Arab invasion of Sind was an episode in the history of India and of Islam. a triumph without result)।
সিন্ধুতে আরব আক্রমণের স্থায়ী রেখাপাত হীন ফল
সিন্ধুতে আরব বিজয় ভারত-এর ইতিহাসে কোনো স্থায়ী রেখাপাত করতে পারেনি। সিন্দুদেশে আরব শাসন কিছুদিন বাদে ধ্বংস হলে, সিন্ধুর শস্যক্ষেত্রগুলি গমের নূতন শীষে ভরে উঠলে, লোকে আরব আক্রমণের কথা ভুলে যায়।
ভারতের সিন্ধুতে আরব আক্রমণ বিশেষ ছাপ ফেলতে অক্ষম
সিন্ধুতে আরবরা এমন কোনো স্থাপত্য কীর্তি রাখতে পারে নি যা দেখে আরব আক্রমণের কথা লোকে স্মরণ করতে পারে। স্থানীয় ভাষা, সংস্কৃতির উপর আরব শাসনকারীরা কোনো ছাপ রাখতে পারে নি।
ভারতে আরব আক্রমণের স্থায়ী চিহ্ন নেই
আরবদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ, গৃহগুলি ছাড়া আরব আক্রমণের আর কোনো স্থায়ী চিহ্ন পাওয়া যায়নি।
সিন্ধুতে আরব আক্রমণের সীমাবদ্ধতা
আরব আক্রমণ ভারতের এক ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ ছিল। এই সাম্রাজ্য ভারতের অভ্যন্তরে বিস্তার লাভ করতে পারেনি। চালুক্য, প্রতিহার প্রভৃতি শক্তিগুলি এত প্রবল ছিল যে, আরবরা তাদের উপর কোন রেখাপাত করতে পারেনি।
সিন্ধুতে আরব আক্রমণে সাংস্কৃতিক প্রভাব
- (১) আরব আক্রমণের রাজনৈতিক ফল যদিও ছিল অকিঞ্চিৎকর এর সাংস্কৃতিক ফল বেশ সুদুরপ্রসারী ছিল। সিন্ধুপ্রদেশে বৌদ্ধ ধর্ম ও নিম্নবর্ণের হিন্দুদের মধ্যে বেশ কিছু সংখ্যক লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন।
- (২) আরব বুদ্ধিজীবিরা হিন্দুদের সংস্পর্শে আসার ফলে হিন্দু দর্শন, চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিদ্যা, গণিত প্রভৃতিতে আকৃষ্ট হন। এই সকল বিষয়ে হিন্দুদের উৎকর্ষ আরবদের শ্রদ্ধা আকর্ষণ করে। আরব পণ্ডিত আবু মনসুর বারাণসীতে জ্যোতির্বিদ্যা পাঠ করতে আসেন।
- (৩) বারমাকের আরব শাসকরা বাগদাদে হিন্দু পণ্ডিতদের আমন্ত্রণ করেন। সংস্কৃত দর্শন ও চিকিৎসাশাস্ত্র থেকে আরবী ভাষায় অনুবাদ করা হয়। ব্রহ্ম সিদ্ধান্ত খণ্ড খাদ্যক প্রভৃতি জ্যোতির্বিদ্যার গ্রন্থ আরবী ভাষায় অনূদিত হয়।
উপসংহার :- আরবদের সিন্ধু অভিযানের পর বাগদাদের খলিফাগণ হিন্দু জ্ঞান-বিজ্ঞান চর্চায় অনুরাগ দেখান। হিন্দু গণিত, জ্যোতির্বিদ্যা আরবদের মাধ্যমে ইউরোপ-এ ছড়িয়ে পড়ে।
(FAQ) সিন্ধুতে আরব আক্রমণের ফলাফল সম্পর্কে জিজ্ঞাস্য?
খলিফা ওমরের আমলে।
হজ্জাজ ৭০৮ খ্রিস্টাব্দে।
জাহির।
৭১২ খ্রীস্টাব্দে।