রাজা দ্বিতীয় বিক্রমাদিত্য ত্রিভুবনমল্ল প্রসঙ্গে সিংহাসনে আরোহণ, বিক্রমাঙ্কদেবচরিত গ্ৰন্থের নায়ক, শ্রেষ্ঠতম রাজা, চালুক্য বিক্রম অব্দের প্রচলন, বিভিন্ন যুদ্ধে দ্বিতীয় বিক্রমাদিত্যের সাফল্য ও তার রাজত্বকালের গুরুত্ব সম্পর্কে জানবো।
রাজা দ্বিতীয় বিক্রমাদিত্য ত্রিভুবনমল্ল
ঐতিহাসিক চরিত্র | দ্বিতীয় বিক্রমাদিত্য ত্রিভুবনমল্ল |
বংশ | কল্যাণের চালুক্য বংশ |
সময়কাল | ১০৭৬-১১২৬ খ্রি: |
পূর্বসূরি | দ্বিতীয় সোমেশ্বর |
উত্তরসূরি | তৃতীয় সোমেশ্বর |
ভূমিকা :- বাতাপির চালুক্য বংশ-এর একটি শাখা ছিল কল্যাণের পশ্চিমাঞ্চলীয় চালুক্য বংশ। কল্যাণের এই চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় বিক্রমাদিত্য ত্রিভুবনমল্ল বা ষষ্ঠ বিক্রমাদিত্য।
দ্বিতীয় বিক্রমাদিত্য ত্রিভুবনমল্লের সিংহাসনে আরোহণ
জ্যৈষ্ঠ ভ্রাতা দ্বিতীয় সোমেশ্বরকে অপসারণ করে দ্বিতীয় বিক্রমাদিত্য বা ত্রিভুবনমল্ল কল্যাণের সিংহাসনে আরোহণ করেন।
ষষ্ঠ বিক্রমাদিত্য ত্রিভুবনমল্ল
বাতাপির প্রাচীন চালুক্য বংশের রাজাদের কথা বিবেচনা করলে তাকে ষষ্ঠ বিক্রমাদিত্য বলতে হবে।
বিক্রমাঙ্কদেবচরিত গ্ৰন্থের নায়ক দ্বিতীয় বিক্রমাদিত্য
বিক্রমাদিত্য (বিক্রমাঙ্ক) কবি বিলহন রচিত ‘বিক্রমাঙ্কদেবচরিতে’র নায়ক। এটি সংস্কৃত ভাষার অল্প কয়েকটি ঐতিহাসিক গ্রন্থ-এর অন্যতম।
শ্রেষ্ঠতম রাজা দ্বিতীয় বিক্রমাদিত্য ত্রিভুবনমল্ল
পশ্চিমাঞ্চলীয় চালুক্য রাজাদের মধ্যে নিঃসন্দেহে তিনি শ্রেষ্ঠতম ছিলেন। প্রথম সোমেশ্বর-এর রাজত্বকালের সামরিক সাফল্য তাঁর নেতৃত্ব ও উদ্যমের জন্যই সম্ভব হয়েছিল।
দ্বিতীয় বিক্রমাদিত্য ত্রিভুবনমল্ল কর্তৃক চালুক্য বিক্রম অব্দের প্রচলন
তাঁর সিংহাসন আরোহণের বছর ১০৭৬ খ্রিস্টাব্দ তার প্রবর্তিত ‘চালুক্য বিক্রম অব্দে’র প্রথম বছর।
বিভিন্ন যুদ্ধে দ্বিতীয় বিক্রমাদিত্যের সাফল্য
তিনি অনহিলওয়াড়ার সোলাঙ্কি বংশ, চোল বংশ ও হোয়সলরাজ বিষ্ণুবর্ধনের সঙ্গে সাফল্যের সাথে যুদ্ধ করেন। হোয়াসলগণ, গোয়ার কদম্বগণ, কাকতীয়গণ এবং আরও অনেক নৃপতি তাঁর অধীন ছিলেন।
দ্বিতীয় বিক্রমাদিত্য ত্রিভুবনমল্লের রাজত্বকালের গুরুত্ব
তিনি সিংহলের রাজসভায় দূত প্রেরণ করেছিলেন। শান্তির ক্ষেত্রে বিজয়ের জন্যও তার অর্ধশতাব্দীকাল স্থায়ী রাজত্বকাল কম উল্লেখযোগ্য নয়।
উপসংহার :- তিনি বিদ্যানুরাগী ছিলেন। বিলহন নামে একজন কাশ্মীরী কবি এবং ‘মিতাক্ষরা’ নামক হিন্দু আইন সম্বন্ধে প্রামাণ্য গ্রন্থের রচয়িতা বিজ্ঞানেশ্বর তাঁর রাজসভা অলঙ্কৃত করেন।
(FAQ) রাজা দ্বিতীয় বিক্রমাদিত্য ত্রিভুবনমল্ল সম্পর্কে জিজ্ঞাস্য?
দ্বিতীয় বিক্রমাদিত্য ত্রিভুবনমল্ল।
১০৭৬-১১২৬ খ্রিস্টাব্দ।
ষষ্ঠ বিক্রমাদিত্য ত্রিভুবনমল্ল।
বিলহনের লেখা বিক্রমাঙ্কদেবচরিত।