আকবরের মালব অভিযান

মুঘল সম্রাট আকবরের মালব অভিযান প্রসঙ্গে মালবের শাসক, আদম খানের মালব অভিযান, আকবরের মালব যাত্রা, আকবরের আগ্রায় প্রত্যাবর্তন আব্দুল্লাহ খানের মালব দখল, মালবে আকবরের প্রত্যক্ষ শাসন ও ব্যক্তিগত দুঃসাহসিকতা সম্পর্কে জানবো।

মুঘল সম্রাট আকবরের মালব অভিযান

বিষয়আকবরের মালব অভিযান
সময়কাল১৫৬১ খ্রি
সাম্রাজ্যমুঘল সাম্রাজ্য
বাদশাহআকবর
উপাধিমহামতি
পূর্বসূরিহুমায়ুন
উত্তরসূরিজাহাঙ্গীর
মুঘল সম্রাট আকবরের মালব অভিযান

ভূমিকা :- বৈরাম খান-এর অভিভাবকত্ব কালেই আকবরের রাজ্য বিস্তারের সূচনা হয়। ১৫৫৩ থেকে ১৫৬২ খ্রিস্টাব্দের মধ্যে আজমির, গোয়ালিয়র, জৌনপুর এবং মালব আকবরের অধীনস্থ হয়।

আকবরের আমলে মালবের শাসক

  • (১) বৈরামের প্রস্থানের সঙ্গে সঙ্গে আকবরের প্রথম রাজ্যজয় মালব। মালবের শাসক রাজবাহাদুরের পিতা সুজাত খান শের শাহ ও তাঁর পুত্র ইসলাম শাহের শাসনকালে মালবের শাসক ছিলেন।
  • (২) রাজবাহাদুর সংগীত ও বাইজি নিয়ে আলস্যে দিন অতিবাহিত করার ফলে এই রাজ্যের শাসনব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল। রূপমতী নামে এক অসামান্য রূপবতী বাইজিকে নিয়ে রাজবাহাদুরের সঙ্গে সমসাময়িক অনেক প্রণয় উপাখ্যান প্রচলিত আছে।

আকবরের আমলে আদম খানের মালব অভিযান

  • (১) ১৫৬১ খ্রিস্টাব্দে আকবরের ধাত্রীমাতা মাহম আনাগার পুত্র আদম খানকে মালবের রাজধানী সারাংপুর অভিযানের জন্য প্রেরণ করা হয়। আদম খান অনতিবিলম্বে রাজবাহাদুরকে পরাজিত করে মালব দখল করেন।
  • (২) আদম খান মালবের রাজধানী লুণ্ঠন করেন এবং রূপমতীকে লাভ করার জন্য উদ্‌গ্রীব হন। কিন্তু রূপমতী বিষপান করে আত্মহত্যা করে নিজেকে আদম খানের হাত থেকে রক্ষা করেন।

সম্রাট আকবরের মালব যাত্রা

মালবের জনসাধারণ ও নারীদের ওপর আদম খানের অত্যাচারের নির্মম কাহিনি আকবরের কাছে পৌঁছোলে, আকবর সঙ্গে সঙ্গে ১৫৬১ খ্রিস্টাব্দের ২৭ এপ্রিল আদম খানকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আগ্রা থেকে মালবের দিকে যাত্রা করেন।

আকবরের আগ্ৰায় প্রত্যাবর্তন

মুঘল সম্রাট আকবর ১৩ মে মালবে উপস্থিত হন এবং আদম খান বিস্ময়ে হতবাক হয়ে ক্ষমাপ্রার্থনা করেন। কিন্তু আকবর আদম খানকে পদচ্যুত করে পির মহম্মদকে মালবের শাসনকর্তা নিযুক্ত করে আগ্রায় ফিরে আসেন।

আকবরের আমলে আবদুল্লা খানের মালব দখল

পির মহম্মদের দুর্বল শাসনের সুযোগ নিয়ে বাজবাহাদুর পুনরায় মালব দখল করেন। তখন আকবর সেনাপতি আবদুল্লা খান উজবেককে বাজবাহাদুরের বিরুদ্ধে মালবে প্রেরণ করেন এবং আবদুল্লা খান মালব দখল করেন।

মালবে আকবরের প্রত্যক্ষ শাসন

তারপর মালবে আকবরের প্রত্যক্ষ শাসন শুরু হয়। বাজবাহাদুর আকবরের বশ্যতা স্বীকার করলে আকবর বাজবাহাদুরকে ‘একহাজারি মনসবদার’ পদে নিয়োগ করেন।

আগ্রা প্রত্যাবর্তনকালে আকবরের ব্যক্তিগত দুঃসাহসিকতা

মালব থেকে আগ্রায় প্রত্যাবর্তনের পথে আকবর প্রচণ্ড দাবদাহে দগ্ধ হন। কিন্তু মহান আলেকজান্ডার-এর মতো আকবর প্রচণ্ড গরম ও ঠান্ডাকে উপেক্ষা করে নিজের ব্যক্তিগত চরম দুঃসাহসিকতার পরিচয় দেন।

উপসংহার :- আগ্রা প্রতাবর্তনের পথে নারওয়ারের কাছে একটি সিংহকে তিনি তরবারির এক কোপে নিহত করে আরও একটি দুঃসাহসিকতার স্বাক্ষর রাখেন।

(FAQ) মুঘল সম্রাট আকবরের মালব অভিযান সম্পর্কে জিজ্ঞাস্য?

১. আকবর কখন মালব অভিযান করেন?

১৫৬১ খ্রিস্টাব্দে।

২. কার কার নেতৃত্বে আকবর মালব অভিযান করেন?

আদম খান, আবদুল্লা খান উজবেক।

৩. আকবর নিজে মালব অভিযান করেন কখন?

২৭ এপ্রিল, ১৫৬১ খ্রিস্টাব্দে।

৪. আকবরের অভিযানের সময় মালবের রাজা কে ছিলেন?

বাজবাহাদুর।

Leave a Comment