পুরন্দরের সন্ধি -র সময়কাল, স্বাক্ষরকারী দুই পক্ষ, পুরন্দরের সন্ধির পটভূমি হিসেবে রেগুলেটিং অ্যাক্ট পাশ, অনুমোদন হীন সুরাটের সন্ধি, পুরন্দরের সন্ধি স্বাক্ষর ও পুরন্দরের সন্ধির শর্ত গুলি সম্পর্কে জানবো।
১৭৭৬ খ্রিস্টাব্দের পুরন্দরের সন্ধি প্রসঙ্গে মারাঠা ও পেশোয়া ও ব্রিটিশ সরকারের মধ্যে স্বাক্ষরিত পুরন্দরের সন্ধি, পুরন্দরের সন্ধি স্বাক্ষরের পটভূমি, পুরন্দরের সন্ধি স্বাক্ষর, পুরন্দরের সন্ধি স্বাক্ষরের সময় মারাঠা পেশোয়া, পুরন্দরের সন্ধির শর্ত, পুরন্দরের সন্ধির গুরুত্ব সম্পর্কে জানব।
পুরন্দরের সন্ধি (১৭৭৬ খ্রিস্টাব্দ)
ঐতিহাসিক ঘটনা | পুরন্দরের সন্ধি |
সময়কাল | ১৭৭৬ খ্রিস্টাব্দ |
দুই পক্ষ | ওয়ারেন হেস্টিংস ও পেশোয়া দ্বিতীয় মাধব রাও |
শর্ত | সুরাটের সন্ধি বাতিল |
ভূমিকা :- ক্ষমতাচ্যুত পেশোয়া রঘুনাথ রাওয়ের সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুরাটের সন্ধি স্বাক্ষরের মাধ্যমে প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ-এর সূচনা হয়। পরবর্তীতে সুরাটের সন্ধি বাতিল করে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়।
পুরন্দরের সন্ধি স্বাক্ষরের পটভূমি
এই সন্ধি স্বাক্ষরের পটভূমি ছিল নিম্নরূপ –
(১) রেগুলেটিং অ্যাক্ট পাশ
১৭৭৩ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট ‘রেগুলেটিং অ্যাক্ট পাশ করে।এই আইনে বলা হয় যে, যুদ্ধ ঘোষণা, শাস্তি স্থাপন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বোম্বাই ও মাদ্রাজ কাউন্সিলের প্রতিটি সিদ্ধান্ত ‘কলকাতা কাউন্সিলের’ অনুমোদন সাপেক্ষ।
(২) অনুমোদনহীন সুরাটের সন্ধি
কলকাতা কাউন্সিল সুরাটের চুক্তিকে ‘রাজনীতি জ্ঞানহীন, বিপজ্জনক, অনুমোদনহীন ও অন্যায়’ (‘unpolitic, dangerous, unauthorised and unjust’) বলে অভিহিত করে।
পুরন্দরের সন্ধি স্বাক্ষর
গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস সুরাটের সন্ধি বাতিল করে দিয়ে পেশোয়ার সঙ্গে পুরন্দরের সন্ধি (১৭৭৬ খ্রিঃ) স্বাক্ষর করেন।
পুরন্দরের সন্ধির শর্ত
এই সন্ধির শর্তানুসারে,
- (১) সুরাটের সন্ধি বাতিল বলে গণ্য হয়।
- (২) ইংরেজরা রঘুনাথ রাওয়ের পক্ষ ত্যাগ করে এবং দ্বিতীয় মাধব রাও-কে ‘পেশোয়া’ বলে মেনে নেয়।
- (৩) স্থির হয় যে, রঘুনাথ রাও গুজরাটের কোপার গাঁও-এ বাস করবেন এবং তিনি বছরে তিন লক্ষ টাকা বৃত্তি পাবেন।
- (৪) সলসেট ও থানা ইংরেজরা পাবে এবং
- (৫) যুদ্ধের ব্যয় হিসেবে ইংরেজ কোম্পানিকে ১২ লক্ষ টাকা দেওয়া হবে।
উপসংহার :- বোম্বাই কর্তৃপক্ষ পুরন্দরের সন্ধি মানতে রাজি ছিল না। এই ব্যাপারে তারা ইংল্যান্ড-এ কোম্পানির পরিচালক সভার কাছে আবেদন জানালে ইংল্যাণ্ডে কোম্পানির পরিচালক সভা সুরাটের সন্ধি অনুমোদন করে এবং রঘুনাথ রাওয়ের পক্ষ নিয়ে পেশোয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।
(FAQ) পুরন্দরের সন্ধি সম্পর্কে জিজ্ঞাস্য?
১৭৭৬ খ্রিস্টাব্দে।
ওয়ারেন হেস্টিংস ও পেশোয়া দ্বিতীয় মাধব রাওয়ের মধ্যে।
ওয়ারেন হেস্টিংস।