কোলি বিদ্রোহ

কোলি বিদ্রোহ প্রসঙ্গে কোলি উপজাতির প্রতি মহাজনদের শোষণ, দুর্ধর্ষ দস্যু কোলি উপজাতি, কোলি উপজাতি কর্তৃক মারোয়াড়ী মহাজনদের লুঠ, কোলিদের প্রতি মানবতার নীতি সমর্থন, কোলিদের দ্বারা মহাজনদের প্রহার ও হত্যা, মহাজনদের উপর কোলি উপজাতির আক্রমণ ও তার ফল সম্পর্কে জানব

কোলি বিদ্রোহ

ঐতিহাসিক ঘটনাকোলি বিদ্রোহ
স্থানবোম্বাই প্রদেশ
দেশভারত
সময়কাল১৮৭১-৭৫
ধরণকৃষক বিদ্রোহ
কোলি বিদ্রোহ

ভূমিকা :- বোম্বাই প্রদেশের পুনা ও থানা জেলার মধ্যবর্তী পার্বত্য অঞ্চলে কোলি উপজাতির বাস। এই নিরীহ ও নিরক্ষর পর্বত-অরণ্যচারী উপজাতি চাষবাস করে কায়ক্লেশে জীবন ধারণ করত।

কোলি উপজাতির প্রতি মহাজনদের শোষণ

এক সময় মারোয়াড়ী মহাজনগোষ্ঠী এই নিরীহ মানুষগুলিকেও শোষণের শিকারে পরিণত করে। তারা অর্থের লোভ দেখিয়ে এদেরকে ঋণ গ্রহণে অভ্যস্ত করে তোলে এবং তার পর ঋণের দায়ে পুলিশের সাহায্য ক্রমশ সমগ্র উপজাতিটির জমিজমা হস্তগত করে তাদেরকে দুর্দশার চরম সীমায় পৌঁছিয়ে দেয়।

দুর্ধর্ষ দস্যু কোলি উপজাতি

কোলিরা জমিজমা হারিয়ে দস্যুবৃত্তিকেই জীবন ধারণের একমাত্র উপায় হিসাবে গ্রহণ করতে বাধ্য হয়। ক্রমশ এই নিরীহ মানুষগুলি হয়ে উঠে দুর্ধর্ষ দস্যু। মারোয়াড়ী মহাজনগোষ্ঠীই হল তাহাদের লুণ্ঠন আর দস্যুবৃত্তির একমাত্র শিকার।

কোলি উপজাতি কর্তৃক মারোয়াড়ী মহাজনদের লুঠ

কোলিরা লুণ্ঠনের দ্বারা জীবিকা নির্বাহের উপায় গ্ৰহণ করলেও তারা তাদের চরম শত্রু মারোয়াড়ী মহাজন ব্যতীত অন্য কারও সম্পত্তি স্পর্শ করত না। যে মারোয়াড়ীয়া তাদেরকে সর্বস্বান্ত করেছে কেবল তাদেরই সম্পত্তি ও গৃহ লুণ্ঠন করে তারা বেঁচে থাকত।

কোলিদের প্রতি মানবতার নীতির সমর্থন

তাদের এই কাজে ব্রিটিশ সাম্রাজ্যবাদের আইনের সমর্থন না থাকলেও মানবতার নীতির সমর্থন না থেকে পারে না। কারণ, মারোয়াড়ীদের সম্পত্তি তাদের কাছ থেকেই কেড়ে নেওয়া হয়েছিল।

কোলিদের দ্বারা মহাজনদের প্রহার ও হত্যা

কোলিরা মারোয়াড়ীদের সম্পত্তি লুণ্ঠন করবার সময় বাধাদানকারী মহাজনদেরকে প্রহারে জর্জরিত করত। এমনকি প্রয়োজন হলে তারা বাধাদানকারী মহাজনদেরকে হত্যা করতেও কুণ্ঠিত হত না। এইভাবে বহু মারোয়াড়ী মহাজন তাদের হাতে নিহত হয়েছিল।

মহাজনদের উপর কোলি উপজাতির আক্রমণ

মহাজনদের কবল থেকে জমিজমা উদ্ধারের জন্য কোলিরা মারোয়াড়ী মহাজনদের উপর প্রায়ই আক্রমণ চালাত। ১৮৭১-১৮৭৫ খ্রিস্টাব্দের মধ্যে কোলিরা বিভিন্ন মহাজনদের উপর প্রায় আড়াইশবার আক্রমণ চালিয়েছিল।

কোলি উপজাতির আক্রমণের ফল

কোলি উপজাতির এই সকল আক্রমণে মোট ৯ জন মহাজন নিহত, ৩৪ জন মারাত্মকরূপে আহত, ৬১ জন সামান্য আহত হয়েছিল এবং ৩৮টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

উপসংহার :- কোলি বিদ্রোহের মতোই অনুরূপ ঘটনা বোম্বাই প্রদেশের আহমদনগরে এবং পুনা জেলাতেও দীর্ঘকাল ধরে চলেছিল।

(FAQ) কোলি বিদ্রোহ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. কোলি উপজাতি কোথায় বসবাস করত?

বোম্বাই প্রদেশের পুনা ও থানা জেলার মধ্যবর্তী পার্বত্য অঞ্চলে

২. জমি হারিয়ে কোলিরা কি জীবিকা গ্ৰহণ করে?

দস্যুবৃত্তি

৩. কোলি বিদ্রোহ কোথায় হয়?

বোম্বাই প্রদেশের পুনা ও থানা জেলা

৪. কোলি উপজাতি কোন সময়ে বিদ্রোহ করে?

১৮৭১-১৮৭৫ খ্রিস্টাব্দে

Leave a Comment