সুফী আন্দোলনের প্রভাব প্রসঙ্গে হিন্দু-মুসলিম আদান-প্রদান, নিম্নবর্ণের হিন্দুদের ওপর প্রভাব, সুফী মতে দীক্ষা, সুফী দর্শনে আকৃষ্ট, ধর্মীয় সহিষ্ণুতা নীতি, ভক্তি আন্দোলনে প্রভাব, ইসলামের ভারতীয় করণ, সুফী খানকার প্রভাব ও ইসলামের প্রভাবে সুফীবাদের গুরুত্ব সম্পর্কে জানবো।
সুফী আন্দোলনের প্রভাব
ঐতিহাসিক ঘটনা | সুফী আন্দোলনের প্রভাব |
বাণী প্রচার | হিন্দি ভাষা |
সুল-ই-কুল | আকবর |
অমৃত কুণ্ড | হঠযোগের গ্ৰন্থ |
ভূমিকা :- মধ্যযুগের ভারত-এর সমাজব্যবস্থার ওপর ভক্তি আন্দোলনের মতই সুফী আন্দোলনের প্রভাব দেখা যায়। সুফী আন্দোলনের প্রভাব ছিল সুদূর প্রসারী।
সুফী আন্দোলনের প্রভাবে হিন্দু-মুসলিম আদান-প্রদান
সুফী সন্তদের মানবতাবাদ, সমন্বয়বাদের ফলে হিন্দু ও অন্যান্য অ-মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ইসলামের দূরত্ব দূর হয়। উভয় ধর্মমতের মধ্যে আদান প্রদান শুরু হয়।
নিম্নবর্ণের হিন্দুদের ওপর সুফী আন্দোলনের প্রভাব
চিশতী সম্প্রদায়ের সুফীরা হিন্দভী বা হিন্দী ভাষায় তাঁদের বাণী প্রচার এবং নিম্নবর্ণের হিন্দুদের সঙ্গে গভীর মেলামেশার ফলে এই শ্রেণীর ওপর গভীর প্রভাব ফেলেন।
সুফী মতে দীক্ষা
যদিও চিশতী সন্তরা ধর্মান্তরকরণে উৎসাহী ছিলেন না তাঁদের মধুর ও মিষ্ট ব্যবহারের ফলে বহু হিন্দু পরিবার সুফীমতে দীক্ষিত হন।
সুফী দর্শনে আকৃষ্ট
সুফী মতামতের সঙ্গে বেদান্তমতের সাদৃশ্যের ফলে চিন্তাশীল হিন্দুরা অজ্ঞাতসারে সুফী দর্শনে আকৃষ্ট হন। বহু হিন্দু বুদ্ধিজীবীরা ইসলাম ধর্ম গ্রহণ না করলেও সুফী অতীন্দ্রিয়বাদ, মানবতাবাদ ও ভক্তিবাদে শ্রদ্ধা দেখান।
সুফীবাদের ধর্ম সহিষ্ণুতা নীতি
সুফী মানবতাবাদই পরবর্তীকালে সম্রাট আকবরের আমলে সুলেহ-ই-কুল বা ধর্ম সহিষ্ণুতা নীতিতে পরিণত হয়।
ভক্তি আন্দোলনের উপর সুফীবাদের প্রভাব
- (১) সুফী ধর্মমত ভক্তি আন্দোলন-এর বিকাশে বিশেষ প্রভাব ফেলে। সুফী একেশ্বরবাদ, অতীন্দ্রিয়বাদ, আচার-অনুষ্ঠান বর্জন করে ঈশ্বরের প্রতি একান্তভাবে প্রেম ও ভক্তি নিবেদন প্রভৃতি ভক্তিবাদের গুরুদের অনুপ্রাণিত করে বলে বহু পণ্ডিত মনে করেন।
- (২) সুফীদের জাতপাতহীন মানব ভ্রাতৃত্ববাদ ও ভক্তিধর্মকে প্রভাবিত করে। গবেষক রিজভির মতে নাথপন্থী যোগীরা সুফীবাদ-এ বিশেষভাবে প্রভাবিত হন। সিদ্ধাইনাথ যোগীরা সুফী গুরুদের সংস্পর্শে আসেন।
- (৩) বাবা ফরিদউদ্দিনের খানকায় নাথ যোগীরা বিশেষ যাতায়াত করতেন। অপরদিকে বহু সুফী সন্ত হিন্দু হঠযোগীদের যোগ সাধনা দ্বারা প্রভাবিত হন। হঠযোগের গ্রন্থ অমৃত কুণ্ড সুফীরা আরবী ও ফার্সী ভাষায় অনুবাদ করেন।
সুফী আন্দোলনের প্রভাবে ইসলামের ভারতীয়করণ
- (১) সুফী আন্দোলনের প্রভাবে ইসলামের ভারতীয়করণ ঘটে। সুফী গুরুরা ভারতকে তাদের স্বদেশ, ভারতবাসীকে স্বজন জ্ঞান করে সাধারণ ভারতবাসীর সঙ্গে ঘনিষ্ঠ আত্মিক ও সামাজিক যোগাযোগ গড়ে তোলেন।
- (২) ক্রমে মুসলিম শাসকশ্রেণীও এই ভারতীয়করণের আদর্শে প্রভাবিত হন। সুফী সন্তদের ত্যাগপূর্ণ নৈতিক জীবনবোধ মুসলিম যুবকদের মধ্যে নৈতিকতা বোধ জাগ্রত করে।
সুফী খানকার প্রভাব
উদার সুফী খানকাগুলি শুধু ধর্ম সাধনার কেন্দ্র ছিল না। এই খানকাগুলি ছিল একাধারে নৈতিক শিক্ষার কেন্দ্র। এই খানকাগুলি মুসলিমদের মধ্যে ভারতীয় এবং দেশীয় ভাষার প্রতি আগ্রহ সৃষ্টি করে।
ভারতে সুফীবাদের প্রভাবে কবিতা রচনা
সুফীরা হিন্দভী বা হিন্দী ও উর্দুভাষার প্রতি যে আগ্রহ দেখান তা দুটি সম্প্রদায়ের মধ্যে সেতু বন্ধনের কাজ করে। সুফী সন্তরা হিন্দভী বা হিন্দী-উর্দু ভাষায় কবিতা ও গল্প রচনা দ্বারা ভক্তিবাদী ধর্ম সাহিত্যের বিকাশ ঘটান। মোল্লা দাউদ ছিলেন সুফী সন্ত শেখ নাসিরুদ্দিন চিরাগের ভ্রাতুষ্পুত্র। হিন্দভী ভাষায় তিনি চান্দিন কাব্যের রচনা করেন।
সুফীবাদের প্রভাবে ভক্তিগীতি রচনা
এই কবিদের দৃষ্টান্তে ভক্তিগুরু কবীর, নানক প্রমুখও হিন্দী ভাষায় ভক্তিগীতি রচনা করেন। গ্রামাঞ্চলের কৃষি অর্থনীতির পরিবেশে এই ভক্তি সঙ্গীতগুলি ছিল নৈতিক, দার্শনিক ও ধর্মীয় শিক্ষার বাহন। এইভাবে সুফীবাদ হিন্দু-মুসলিমদের সমন্বয়ের পথ দেখায়।
ইসলামের প্রভাবে সুফীবাদের গুরুত্ব
- (১) কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে, সুরাবর্দী সম্প্রদায়ের সুফী প্রচারকরা হিন্দুদের ইসলামে ধর্মান্তরিত করার কাজে তৎপরতা দেখান। তাঁরা সুলতানি সরকার ও অভিজাতশ্রেণীর সঙ্গে ঘনিষ্ঠ যোগ রাখতেন।
- (২) তাই হিন্দু দর্জি, তাঁতি প্রভৃতি নিম্নবর্ণের লোক তাদের সহায়তায় সামাজিক ও বৈষয়িক উন্নতির আশায় তাঁদের প্রভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে। বাংলায় সুরাবর্দী সাম্প্রদায়ের শেখ জালালুদ্দিন তাব্রিজীর নাম এই প্রসঙ্গে করা যায়।
- (৩) এই বিষয়ে স্যার টমাস আর্নল্ডের মত প্রণিধানের যোগ্য। তিনি মনে করেন যে, সুফীরা শান্তিপূর্ণভাবেই ইসলামের প্রচার করতেন। চিশতীরা আদপেই ধর্মান্তকরণের চেষ্টা করতেন না।
- (৪) চিশতী সুফী সন্ত জাফর মাক্কী একদা বলেন যে, “ধর্মান্তরকরণ ছিল এক জটিল প্রক্রিয়া।” উচ্চ পদ ও ভাতার লোভ, অপরাধের জন্য প্রাণদণ্ডের শাস্তি থেকে মুক্তির আশা, হিন্দু সম্প্রদায়ের গোড়ামি ও জাতিভেদ, ঋণের দায়ে দাসত্বের ভয় প্রভৃতি বিভিন্ন কারণে বহু হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করে।
উপসংহার :- সুফী সন্তদের ইসলামে ধর্মান্তরকরণের প্রচেষ্টা তার মধ্যে ভগ্নাংশ হিসেবে কাজ করে। তবে চিশতী খানকাগুলিতে কখনোও ধর্মান্তরকরণের উদ্যোগ নেওয়া হত না।
(FAQ) সুফী আন্দোলনের প্রভাব সম্পর্কে জিজ্ঞাস্য?
হিন্দি।
সুরাবর্দী সম্প্রদায়।
সুফী সন্ত জাফর মার্কিন।