ভারতীয় স্বাধীনতা সংঘ

ভারতীয় স্বাধীনতা সংঘ প্রসঙ্গে সংঘের উদ্যোক্তা, উদ্দেশ্য, সিদ্ধান্ত, সংঘের ঘোষণাপত্র ভারতে প্রেরণ, সংঘের ঘোষণাপত্র পুলিশের হস্তগত, সংঘের প্রচার কেন্দ্র ও প্রধান কর্মকেন্দ্র সম্পর্কে জানবো।

ভারতীয় স্বাধীনতা সংঘ

ঐতিহাসিক বিষয়ভারতীয় সাধীনতা সংঘ
প্রতিষ্ঠা১৯০৭ খ্রি
স্থানআমেরিকার ক্যালিফোর্নিয়া
উদ্যোক্তাপাণ্ডুরঙ্গ খানখোজে, খগেন্দ্রনাথ দাস
পরবর্তী নামগদর পার্টি
ভারতীয় স্বাধীনতা সংঘ

ভূমিকা :- ১৯০৭ খ্রিস্টাব্দের গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কালিফোর্নিয়ার প্রবাসী ভারতীয় ছাত্রগণ ভারত-এর বৈপ্লবিক সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে ভারতীয় স্বাধীনতা সংঘ নামে একটি প্রতিষ্ঠান গঠন করেন।

ভারতীয় স্বাধীনতা সংঘের উদ্যোক্তা

এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা ছিলেন পাণ্ডুরঙ্গ খানখোজে, খগেন্দ্রনাথ দাস, তারকনাথ দাস, অধরচন্দ্র লস্কর এবং আরও কয়েকজন।

ভারতীয় স্বাধীনতা সংঘের উদ্দেশ্য

এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল আমেরিকায় বসবাসকারী শিখদের মধ্যে ভারতের স্বাধীনতার বাণী ও বৈপ্লবিক সংগ্রামের আদর্শ প্রচার করা।

ভারতীয় স্বাধীনতা সংঘের সিদ্ধান্ত

এই সংঘের সিদ্ধান্তক্রমে পাণ্ডুরঙ্গ ও অধরচন্দ্র সামরিক শিক্ষা লাভের উদ্দেশ্যে কালিফোর্নিয়ার এক সামরিক বিদ্যালয়ে যোগদান করেন।

ভারতীয় স্বাধীনতা সংঘের ঘোষণাপত্র ভারতে প্রেরণ

এই সংঘের বাণী ভারতবর্ষেও প্রচারের সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত অনুসারে সংঘের কর্মকর্তারা সংঘের বৈপ্লবিক ঘোষণাপত্রটি বহু সংখ্যায় পাঞ্জাবের রাওয়ালপিণ্ডি শহরে চরমপন্থী নায়ক লালা পিণ্ডিদাসের নিকট প্রেরণ করেন।

ভারতীয় স্বাধীনতা সংঘের ঘোষণাপত্র পুলিশের হস্তগত

১৯০৭ খ্রিস্টাব্দের মধ্যভাগে পিণ্ডিদাসের বাড়ি খানাতল্লাসীর সময় এই ঘোষণাপত্রটি পুলিশ -এর হস্তগত হয় এবং এর জন্য পিণ্ডিদাস ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।

ভারতীয় স্বাধীনতা সংঘের প্রচার কেন্দ্র

১৯০৮ খ্রিস্টাব্দে কালিফোর্নিয়ার সাক্রামেন্টো এবং ওরিগন রাজ্যের পোর্টল্যাও শহরেও সংঘের প্রচারকেন্দ্র প্রতিষ্ঠিত হয়। এইভাবে কালিফোর্নিয়া, ওরিগন, ওয়াশিংটন এবং কানাডাতেও সংঘের বৈপ্লবিক প্রচারকার্য পূর্ণোদ্যমে চলতে থাকে।

ভারতীয় স্বাধীনতা সংঘের প্রধান কর্মকেন্দ্র

ক্রমশ পোর্টল্যাণ্ডের কর্মকেন্দ্রই প্রধান হয়ে উঠে। এই কেন্দ্র থেকেই বিভিন্ন প্রচারপুস্তিকা ছাপিয়ে চারদিকে পাঠান হত। কাশীরাম নামে এক বিপ্লবী সোহন সিং গ্রন্থীলের সাহায্যে এই কেন্দ্রের কার্য পরিচালনা করতেন।

উপসংহার :- ১৯১৩ খ্রিস্টাব্দে পাঞ্জাব থেকে লালা হরদয়াল ও তার ভাই পরমানন্দ কালিফোর্নিয়ায় উপস্থিত হন। হরদয়াল স্বাধীনতা সংঘে যোগদান করেন এবং সংঘের নাম পরিবর্তন করবার প্রস্তাব করেন। তার পরামর্শে ভারতীয় স্বাধীনতা সংঘের নাম পরিবর্তন করে রাখা হয় ‘গদর পার্টি’।

(FAQ) ভারতীয় স্বাধীনতা সংঘ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. ভারতীয় স্বাধীনতা সংঘ কোথায় প্রতিষ্ঠিত হয়?

আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে।

২. ভারতীয় স্বাধীনতা সংঘের প্রধান উদ্যোক্তা কারা ছিলেন?

পাণ্ডুরঙ্গ খানখোজে, খগেন্দ্রনাথ দাস, তারকনাথ দাস, অধরচন্দ্র লস্কর প্রমুখ।

৩. ভারতীয় স্বাধীনতা সংঘ পরবর্তীতে কি নামে পরিচিত হয়?

গদর পার্টি।

Leave a Comment