ডেকান এডুকেশন সোসাইটি

ডেকান এডুকেশন সোসাইটি বা দাক্ষিণাত্য শিক্ষা সমাজের প্রতিষ্ঠাকাল, স্থান, প্রতিষ্ঠাতা, ইংরেজি স্কুল প্রতিষ্ঠা, ডেকান এডুকেশন সোসাইটির সদস্য, ফার্গুসন কলেজ প্রতিষ্ঠা, স্কুল ও কলেজ প্রতিষ্ঠা, বিভিন্ন স্কুলের দায়িত্ব গ্রহণ, উইলিংডন কলেজ প্রতিষ্ঠা, মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা ও ডেকান এডুকেশন সোসাইটিকে অনুদান-প্রদান সম্পর্কে জানবো।

ডেকান এডুকেশন সোসাইটি

বিষয়ডেকান এডুকেশন সোসাইটি
প্রতিষ্ঠাকাল১৮৮৪ খ্রিস্টাব্দ
স্থানপুনে, মহারাষ্ট্র
প্রতিষ্ঠাতাবিষ্ণুশাস্ত্রী চিপলাঙ্কর, লোকমান্য বাল গঙ্গাধর তিলক
উদ্দেশ্যশিক্ষার প্রসার
ডেকান এডুকেশন সোসাইটি

ভূমিকা:- দক্ষিণ ভারত-এর একটি বিশেষ সংস্থা হল ডেকান এডুকেশন সোসাইটি বা দাক্ষিণাত্য শিক্ষা সমাজ। এই সংস্থা ভারতের মহারাষ্ট্রে ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে। এর প্রধান শাখা পুনেতে অবস্থিত।

ইংরেজি স্কুল প্রতিষ্ঠা

১৮৮০ সালে বিষ্ণুশাস্ত্রী চিপলাঙ্কর, লোকমান্য বাল গঙ্গাধর তিলক এবং গোপাল গণেশ আগরকর নতুন ইংরেজী স্কুল প্রতিষ্ঠা করেন। এটি পুনেতে পাশ্চাত্য শিক্ষা প্রদানকারী প্রথম স্থানীয় স্কুলগুলির মধ্যে একটি।

ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা

১৮৮৪ সালে তারা ডেকান এডুকেশন সোসাইটি তৈরি করেন। এর সাথে যুক্ত ছিলেন হাইকোর্ট -এর বিচারপতি মহাদেব গোবিন্দ রানাডে, গোপাল গণেশ আগরকর, মহাদেব বল্লাল নামজোশী, ভি.এস. আপ্তে, ভি.বি. কেলকার, এম.এস. গোলে এবং এন.কে. ধরপ।

বিশিষ্ট সদস্য

কংগ্রেস দলের নেতা গোপালকৃষ্ণ গোখলে এবং সমাজ সংস্কারক ধন্দ কেশব কার্ভে এই সোসাইটির আজীবন সদস্য ছিলেন।

ফার্গুসন কলেজ প্রতিষ্ঠা

১৮৮৫ সালে এই সোসাইটি ফার্গুসন কলেজ প্রতিষ্ঠা করে। এই কলেজের নাম বোম্বে প্রেসিডেন্সির তৎকালীন গভর্নর স্যার জেমস ফার্গুসনের নামে রাখা হয়েছিল।

স্কুল ও কলেজ প্রতিষ্ঠা

এই সোসাইটি ১৮৯৯ সালে সাতারার নিউ ইংলিশ স্কুলের মতো পরবর্তী দশকগুলিতে পুনে এবং অন্যান্য শহরে অনেক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করে।

বিভিন্ন স্কুলের দায়িত্ব গ্ৰহণ

এই সোসাইটি ১৯১৯ সালে উম্বরগাঁওয়ের মাওজি মাধবজি ইংলিশ স্কুল এবং ১৯৩৪ সালে ওয়াইয়ের দ্রাবিড় হাই স্কুলের দায়িত্ব গ্রহণ করে।

উইলিংডন কলেজ প্রতিষ্ঠা

১৯১৯ সালে দক্ষিণ মহারাষ্ট্র অঞ্চলে উচ্চ শিক্ষার চাহিদা মেটানোর জন্য এই সোসাইটি সাংলিতে উইলিংডন কলেজ চালু করে।

মেয়েদের জন্য স্কুল

১৯৩৯ সালেএই সোসাইটি পুনের হোলকার ওয়াদার ঐতিহাসিক প্রাঙ্গণে মেয়েদের জন্য অহল্যাদেবী উচ্চ বিদ্যালয় চালু করে মেয়েদের মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়।

অনুদান প্রদান

১৯৪৩ সালে এই সোসাইটি বৃহান মহারাষ্ট্র কলেজ অফ কমার্স শুরু করে। এই কলেজের জন্য মহারাষ্ট্র সুগার সিন্ডিকেট লিমিটেড ডেকান এডুকেশন সোসাইটিকে ২০০০০০ টাকা অনুদান দিয়েছিল।

উপসংহার:- ভোর ও সাংলির মতো বহু রাজ্যের শাসক ডেকান এডুকেশন সোসাইটি বা দাক্ষিণাত্য শিক্ষা সমাজের পৃষ্ঠপোষক ছিলেন।

(FAQ) ডেকান এডুকেশন সোসাইটি সম্পর্কে জিজ্ঞাস্য?

১. ডেকান এডুকেশন সোসাইটি কখন কোথায় প্রতিষ্ঠিত হয়?

১৮৮৪ সালে মহারাষ্ট্রের পুনেতে।

২. ডেকান এডুকেশন সোসাইটি কারা প্রতিষ্ঠা করেন?

বিষ্ণুশাস্ত্রী চিপলাঙ্কর, লোকমান্য বাল গঙ্গাধর তিলক এবং গোপাল গণেশ আগরকর।

৩. ডেকান এডুকেশন সোসাইটির দুজন বিশিষ্ট সদস্যের নাম লেখ।

গোপালকৃষ্ণ গোখলে ও মহাদেব গোবিন্দ রানাডে।

Leave a Comment