বিজয়নগর সাম্রাজ্যের আরবিডু বংশ

বিজয়নগর সাম্রাজ্যের আরবিডু বংশ প্রসঙ্গে আধুনিক ঐতিহাসিকদের মত, পূর্ব গৌরব অধরা, সুসংহত রাষ্ট্রব্যবস্থা নয়, আরবিডু বংশের শাসন, তিরুমল, দ্বিতীয় রঙ্গ ও দ্বিতীয় বেঙ্কট এবং তৃতীয় রঙ্গ সম্পর্কে জানবো।

বিজয়নগর সাম্রাজ্যের আরবিডু বংশ

বিষয়বিজয়নগর রাজ্যের আরবিডু বংশ
সময়কাল১৫৭০-১৬৪৬ খ্রি
প্রতিষ্ঠাতাতিরুমল
শেষ রাজাতৃতীয় রঙ্গ
সাম্রাজ্যবিজয়নগর সাম্রাজ্য
বিজয়নগর সাম্রাজ্যের আরবিডু বংশ

ভূমিকা :- কোনো কোনো ঐতিহাসিক মনে করেন, তালিকোটার যুদ্ধেই বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়েছিল। কারণ, এই যুদ্ধের ফলেই দাক্ষিণাত্যে বিজয়নগরের মাথা তুলে দাঁড়াবার ক্ষমতা সম্পূর্ণ বিনষ্ট হয়।

আধুনিক ঐতিহাসিকদের মত

আধুনিক ঐতিহাসিকগণ মনে করেন যে, তালিকোটার যুদ্ধের পরই বিজয়নগর সাম্রাজ্যের অবসান ঘটে নি। বিজয়নগর সাম্রাজ্য আরও কিছুদিন আরবিডু বংশের অধীনে গৌরবের অধিকারী হয়েছিল।

বিজয়নগর সাম্রাজ্যের পূর্ব গৌরব অধরা

অবশ্য তালিকোটার যুদ্ধের আঘাত কাটিয়ে বিজয়নগর সাম্রাজ্য তার পূর্বগৌরবে আর প্রতিষ্ঠিত হতে পারে নি।

আরবিডু বংশের রাজত্বকাল সুসংহত রাষ্ট্রব্যবস্থা নয়

বিজয়নগরের আরবিডু বংশের রাজত্বকালকে কখনও একটা সুসংহত রাষ্ট্রব্যবস্থা বলা যায় না। সামন্তরা সকলেই প্রায় স্বাধীন হয়ে গিয়েছিল। এদিক দিয়ে বিচার করলে বলা যায়, তালিকোটার যুদ্ধই বিজয়নগর সাম্রাজ্যের গৌরব-রবিকে চিরতরে অস্তমিত করে দিয়েছিল।

আরবিডু বংশের শাসন

রাম রায়ের মৃত্যুর পর তাঁর ভ্রাতা তিরুমল, সদাশিব রায়ের মন্ত্রীর পদ অধিকার করেন। তিনি তাঁর প্রভুকে পদচ্যুত করে ১৫৭০ খ্রিস্টাব্দে নিজেই বিজয়নগরের সিংহাসন অধিকার করলে আরবিডু বংশের শাসন প্রতিষ্ঠিত হয়।

আরবিডু বংশের রাজা তিরুমল

বিজয়নগরের আরবিডু বংশের প্রথম রাজা তিরুমল ধ্বংসপ্রাপ্ত বিজয়নগর থেকে পেনু গোণ্ডায় রাজধানী স্থানান্তর করেন। এই সময় বিজয়নগরের ইতিহাসের অপরাহ্নকাল ছিল।

আরবিডু বংশের রাজা দ্বিতীয় রঙ্গ ও দ্বিতীয় বেঙ্কট

তিরুমলের পর দ্বিতীয় রঙ্গ বিজয়নগরের সিংহাসনে বসেন এবং তাঁর পর দ্বিতীয় বেঙ্কট সিংহাসনে বসেন। তার সময় থেকে বিজয়নগরের দ্রুত পতন ঘটতে থাকে। সামন্ত শাসকরা স্বাধীনতা ঘোষণা করে।

আরবিডু বংশের শেষ রাজা তৃতীয় রঙ্গ

এই বংশের শেষ রাজা ছিলেন তৃতীয় রঙ্গ। তাঁর আমলে মহীশূর, বেদনূর, মাদুরা, তাঞ্জোর প্রভৃতি প্রদেশের শাসনকর্তারা স্বাধীনতা ঘোষণা করলে বিজয়নগর রাজ্য ভেঙে পড়ে। এই বিশাল সাম্রাজ্যের স্মৃতি হিসেবে আনেগুণ্ডি দুর্গ ও বিজয়নগরের মন্দির, গোপুরমগুলি পড়ে থাকে।

উপসংহার :- “তালিকোটার যুদ্ধ বিজয়নগরের পতন-এর সূচনা করলেও চূড়ান্ত পতন এই যুদ্ধে ঘটে নি”। বিজয়নগর সাম্রাজ্যের গৃহবিবাদই বিজয়নগরের চরম সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়।

(FAQ) বিজয়নগর সাম্রাজ্যের আরবিডু বংশ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. বিজয়নগর সাম্রাজ্যের শেষ বংশ কোনটি?

আরবিডু বংশ।

২. আরবিডু বংশের সময়কাল কত?

১৫৭০-১৬৪৬ খ্রি:।

৩. আরবিডু বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

তিরুমল।

৪. আরবিডু বংশের শেষ রাজা কে ছিলেন?

তৃতীয় রঙ্গ

Leave a Comment