সুফী আন্দোলনের ব্যর্থতা

সুফী আন্দোলনের ব্যর্থতা প্রসঙ্গে সংগঠিত সমাজের শক্তি সুলতান, সুলতানের থেকে দূরত্ব, রাজকীয় সুবিধা গ্ৰহণে নারাজ, অস্থিরগতি, উলেমাদের প্রভাব, কাশ্মীরের সন্তের ভূমিকা, পরিবর্তনকে স্বীকৃতি দিতে নারাজ, কিংকর্তব্যবিমূঢ়, বিরোধিতা করতে অসমর্থ ও সৎ সমালোচনায় ব্যর্থতা সম্পর্কে জানবো।

সুফী আন্দোলনের ব্যর্থতা

বিষয়সুফি আন্দোলনের ব্যর্থতা
উলেমা                 বিদেশে মুসলিম সংস্কৃতি বিস্তার                   
সুফি সাধকপরিবর্তনকে অস্বীকার
সুলতানসংগঠিত সমাজের শক্তি
সুফী আন্দোলনের ব্যর্থতা

ভূমিকা :- মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রসারিত ধর্মীয় আন্দোলন হল সুফী আন্দোলন। কতকগুলি বাস্তব ও গুরুত্বপূর্ণ কারণের জন্য সুফি আন্দোলন বা সুফীবাদ দুর্বল হয়ে পড়েছিল বলে অধ্যাপক আশরাফ মনে করেন।

সংগঠিত সমাজের শক্তি সুলতান

অধ্যাপক আশরাফের ভাষায়, সূক্ষ্ম যুক্তি সুফিদের পক্ষে থাকলেও সমগ্র সংগঠিত সমাজের শক্তি সুলতানের হাতে ছিল।

সুলতানের থেকে সুফিদের দূরত্ব

ইসলামের নতুন রাজনৈতিক ঐতিহাসিক ক্রমবিবর্তনে সুফিদের বিশ্বাস ছিল না। রাজনীতিতে কোনো আগ্রহ দেখানো তো দূরের কথা, তাঁরা সব সময় সুলতানের কাছ থেকে দূরে থাকতেন।

রাজকীয় সুবিধা গ্ৰহণে সুফীরা নারাজ

সমাজবদ্ধ মানুষের প্রশ্ন নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যে রুটির প্রয়োজন, সেই রুটি-রুজি সমস্যার সমাধান হবে কেমন করে ও কার কাছে? ধর্মান্ধ সুফিদের জবাব জীবনধারণের জন্য যদি সুলতানের দ্বারস্থ হতে হয়, তাহলে সেই জিনিসকে বাদ দিয়ে চলতে হবে সুলতানের কলঙ্কিত হাত থেকে তাঁরা কিছু গ্রহণ করতে রাজি ছিলেন না। এমনকি, রাজকীয় টাকশালে তৈরি টাকা-পয়সাও তাঁদের কাছে ছিল নিষিদ্ধ ও অপবিত্র বস্তু।

সুফীবাদের অস্থিরগতি

প্রথম থেকেই বোঝা গিয়েছিল যে, এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে। কারণ, তাদের বিয়োগান্তক ও মহৎ আবেগ এখনও ভিন্ন ভিন্ন রূপে মুসলিম জগতের বিভিন্ন স্থানে মাঝে মাঝেই বিলীয়মান আভায় মানবাত্মার প্রগাঢ় আবেগে প্রকাশিত হয়। কিন্তু এই অস্থিরগতি প্রচণ্ড আবেগ মুসলিম সমাজের পক্ষে মঙ্গলজনক হয় নি।

সুফী আন্দোলনকালে উলেমাদের প্রভাব

  • (১) উলেমারা তাঁদের আধ্যাত্মিক তাৎপর্যকে ধরে বসে রইলেন না, বরং ভারত-এর মুসলিম সমাজের উন্নতিকল্পে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এবং এই কাজে তাঁরা সফল হয়েছিলেন বলা যায়।
  • (২) রাজনীতির ঘনিষ্ঠ সংস্পর্শে এসে তাঁদের ধর্মীয় সঙ্কীর্ণতা দূর হয় এবং ধর্মীয় ব্যাপারেও তাঁরা উদার হতে শিখলেন। তাঁদের মধ্যে একথাও কেউ কেউ শোনালেন, মানুষের সেবা করলেই আল্লার সেবা করা হয়।
  • (৩) উলেমারা মুসলিম রাষ্ট্রশাসকদের স্বেচ্ছাচারিতায় বাধা দিতে ব্যর্থ হয়েছিলেন ঠিকই, কিন্তু এই কথা স্বীকার্য, তাঁরাই অন্তত বিদেশে মুসলিম সংস্কৃতি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

কাশ্মীরের সন্তের ভূমিকা

কাশ্মীরের সন্ত হমদানি রাজার ধর্মীয় কর্তব্যের মধ্যে জনসেবাকে স্থান দেন, যা আমরা অতীত বা বর্তমানের কোনো ধর্মশাস্ত্রজ্ঞের কাছ থেকে আশা করি না।

পরিবর্তনকে স্বীকৃতি দিতে সুফীরা নারাজ

হিন্দু ও ইসলাম ধর্মের পারস্পরিক আদান-প্রদানে উভয় সম্প্রদায়ের মধ্যে একটা পরিবর্তন এসেছিল, কিন্তু সুফিরা এই পরিবর্তনকে স্বীকৃতি না দিয়ে এড়িয়ে যেতে চেয়েছিলেন।

কিংকর্তব্যবিমূঢ় সুফী সম্প্রদায়

প্রকৃতপক্ষে, মুসলিম সমাজে সুফিদেরই চলমান ধারার সঙ্গে সবচেয়ে অন্তরঙ্গ পরিচয় গড়ে উঠেছিল, কিন্তু তারা দুই বিপরীতধর্মী জীবনাদর্শের মাঝখানে পড়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন।

বিরূদ্ধতা করতে সুফীরা অসমর্থ

তাঁরা মুসলিম ধর্মের গোঁড়ামি পছন্দ করতেন না আদৌ, অথচ যারা মুসলিম ধর্মমতের কঠোর ও সংকীর্ণ ভাষা তৈরি করে মুসলিম সমাজকে ভুল পথে ঠেলে দিচ্ছে তাদের বিরুদ্ধতা করার সাহস দেখাতে পারেন নি।

সৎ সমালোচনায় সুফীদের ব্যর্থতা

তাঁরা মুসলিম অভিজাত শ্রেণীর ব্যয়বহুল জাঁকজমকপূর্ণ জীবনযাত্রা পছন্দ করতেন না, কিন্তু ক্ষমতাশালী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে তাঁদের ত্রুটি- বিচ্যুতি নিয়ে সৎ সমালোচনাটুকু করতেও ভয় পেতেন। অবশ্য তাঁরা সাধারণ লোককে যা বলতেন, তার সঙ্গে গোঁড়া ধর্মমতের সম্পর্ক থাকত না। ফলে তারা বিধর্মী বা ধর্মদ্রোহী রূপে অভিযুক্ত হতেন।

উপসংহার :- প্রকৃতপক্ষে, সুফিরা অতীন্দ্রিয় ও গূঢ় রহস্যপূর্ণ মতবাদ ইসলাম ধর্মের ওপর আরোপ করে কোরানের বাণী ও প্রচলিত ঐতিহ্যকে নির্দিষ্ট অর্থের সীমা ছাড়িয়ে গভীরতর ব্যঞ্জনায় প্রসারিত করতে উৎসুক ছিলেন বলেই, গোঁড়া মুসলিমদের চিরাচরিত ধর্মমতের আক্ষরিক ভাষ্যের কাছে সুফি ধর্মমত প্রায় ব্যর্থ হয়ে যায়।

(FAQ) সুফী আন্দোলনের ব্যর্থতা সম্পর্কে জিজ্ঞাস্য?

১. বিদেশে মুসলিম সংস্কৃতি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারা?

উলেমারা।

২. হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে পরিবর্তনকে প্রাধান্য দেয় নি কারা?

সুফি সাধকরা।

৩. মুসলিম সম্প্রদায়ের সংগঠিত সমাজের শক্তি কার হাতে ছিল?

সুলতানের।

Leave a Comment