ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা, লীগের সভাপতি, সদস্য, লীগের লক্ষ্য, লীগের কর্মকর্তা, সদস্যদের চাঁদা, ভারতীয়দের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান, ইংলিশম্যান পত্রিকার অভিমত, ঐতিহাসিক অনিল শীলের অভিমত ও ইন্ডিয়ান লীগের অবলুপ্তি সম্পর্কে জানবো।
ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠান ইন্ডিয়ান লীগ প্রসঙ্গে ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা, ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাকাল, ইন্ডিয়ান লীগের প্রথম সভাপতি, ইন্ডিয়ান লীগের সদস্য, ইন্ডিয়ান লীগের লক্ষ্য, ইন্ডিয়ান লীগের কর্মকর্তা, ইন্ডিয়ান লীগ সম্পর্কে অনীল শীলের অভিমত ও ইন্ডিয়ান লীগের অবলুপ্তি সম্পর্কে জানব।
ইণ্ডিয়ান লীগ
বিষয় | ইণ্ডিয়ান লীগ |
প্রতিষ্ঠাকাল | ২৩ সেপ্টেম্বর ১৮৭৫ খ্রিস্টাব্দ |
প্রতিষ্ঠাতা | শিশির কুমার ঘোষ |
সভাপতি | শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় |
সদস্য | আনন্দমোহন বসু, নবগোপাল মিত্র, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় |
ভূমিকা :- ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ-এর পরবর্তীকালে বাংলায় জাতীয় জাগরণের প্রভূত অগ্রগতি ঘটে। এরপর ভারতীয়দের উদ্দোগ আরও জোরদার হয়ে ওঠে।
ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা
ব্রিটিশ ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন -এর বিকল্প হিসেবে এবং ভারতীয় জনসাধারণের মধ্যে জাতীয়তাবাদ ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ১৮৭৫ খ্রিস্টাব্দের ২৩শে সেপ্টেম্বর অমৃতবাজার পত্রিকার শিশিরকুমার ঘোষ ও হেমন্তকুমার ঘোষের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ইণ্ডিয়ান লীগ।
ইন্ডিয়ান লীগের সভাপতি
বিখ্যাত শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় ইন্ডিয়ান লীগের সভাপতি ছিলেন।
ইন্ডিয়ান লীগের সদস্য
আনন্দ মোহন বসু, দুর্গামোহন দাস, নবগোপাল মিত্র, সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রমুখ জাতীয়তাবাদী নেতা ইন্ডিয়ান লীগের সাথে যুক্ত ছিলেন।
ইন্ডিয়ান লীগের লক্ষ্য
ইন্ডিয়ান লীগের লক্ষ্য ছিল জনগণের মধ্যে জাতীয়তাবাদের বোধ জাগানো এবং রাজনৈতিক শিক্ষাকে উৎসাহিত করা।
নিম্নবিত্ত ও সাধারণ মানুষের সাথে ইন্ডিয়ান লীগের যোগ
কেবলমাত্র মধ্যবিত্ত সম্প্রদায় নয়, বহু নিম্নমধ্যবিত্ত ও সাধারণ মানুষকেও এই সমিতির মধ্যে টেনে আনা হয়।
ইন্ডিয়ান লীগের সদস্যদের চাঁদা
এই ইন্ডিয়ান লীগের সদস্যদের চাঁদা ছিল মাত্র পাঁচ টাকা এবং চাষি, মজুর ও গ্রামের মানুষদের জন্য তা ধার্য করা হয় মাত্র এক টাকা।
ইন্ডিয়ান লীগের কর্মকর্তা
এই লীগের কর্মকর্তাদের মধ্যে ৬৮% ছিল মধ্যবিত্ত, ৩৮% আইনজীবী, ১৪% ছোট ও মাঝারি জমিদার এবং ঐ একই সংখ্যক শিক্ষক ও কর্মচারী।
ভারতীয়দের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ইন্ডিয়ান লীগ
এই প্রতিষ্ঠানের সংগঠকদের মতে ইন্ডিয়ান লীগই হল ভারতীয়দের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান।
ইন্ডিয়ান লীগ সম্পর্কে ইংলিশম্যান পত্রিকার অভিমত
তৎকালীন ইংরেজদের মুখপত্র ইংলিশম্যান পত্রিকা এই সংস্থাকে “ভারতীয় জনসাধারণের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক জাগরণের ইঙ্গিত” বলে অভিহিত করেছে।
ইন্ডিয়ান লীগ সম্পর্কে অনিল শীলের অভিমত
ঐতিহাসিক ডঃ অনিল শীল বলেন যে, উকিল শিক্ষক ও সাংবাদিকদের সহায়তায় লীগ ইংরেজি-শিক্ষিত মধ্যবিত্তদের ঐক্যবদ্ধ করার পথ দেখায়।
ইন্ডিয়ান লীগের অবলুপ্তি
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু এবং মূলত ব্রাহ্ম সমাজ -এর লোকদের সঙ্গে শিশিরকুমার ঘোষের বিবাদের ফলে এই সভা ভেঙ্গে যায়।
উপসংহার :- স্বল্পকালের মধ্যেও ইন্ডিয়ান লীগের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এই সভা নগরবাসীদের দ্বারা পুরসভার সদস্যদের নির্বাচন ও ভারত-এ কারিগরি শিক্ষা প্রসারের দাবি জানায়।
(FAQ) ইন্ডিয়ান লীগ সম্পর্কে জিজ্ঞাস্য?
১৮৭৫ খ্রিস্টাব্দে।
শিশির কুমার ঘোষ।
শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়।