গ্যারিবল্ডির প্রেমপত্র প্রসঙ্গে গ্যারিবল্ডির পরিচিতি, গ্যারিবল্ডির খ্যাতি, গ্যারিবল্ডির স্বদেশপ্রেম, গ্যারিবল্ডির প্রেম, গ্যারিবল্ডির প্রেমিকা ও গ্যারিবল্ডির মূল প্রেমপত্র সম্পর্কে জানব।
স্বদেশভক্ত গ্যারিবল্ডির প্রেমপত্র
ঐতিহাসিক প্রেমপত্র | গ্যারিবল্ডির প্রেমপত্র |
দেশ | ইতালি |
পরিচিতি | স্বদেশপ্রেমী |
যোগদান | ইতালির ঐক্য আন্দোলন |
প্রেমিকা | এনিটা |
স্ত্রী | এনিটা |
ইতালির বিখ্যাত স্বদেশভক্ত এবং গ্যারিলা বাহিনীর নেতা গ্যারিবল্ডি প্রথম জীবনে ইতালীর স্বাধীনতার জন্য় ম্যাৎসিনির আন্দোলনে যোগদান করেন। ফলে গ্যারিবন্ডিকে স্বদেশ ত্যাগ করতে হয়। দক্ষিণ আমেরিকার বিদ্রোহ পরিচালনার পর তিনি পুনরায় ১৮৪৮ খ্রিস্টাব্দে ইতালিতে স্বেচ্ছাসেবক বাহিনীর নেতৃত্ব দান করেন এবং স্বাধীন অখণ্ড ইতালির স্বপ্নে বিভোর হয়ে ১৮৬০ খ্রিস্টাব্দে কতকগুলি খণ্ড যুদ্ধ করেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো ফল হয় নি। পত্নী এনিটার সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে। ১৮৪৯ সালে এনিটার মৃত্যু হয়। তিনি ছিলেন কাজের লোক – কথায় ও কাজে ছিল তাঁর নিকট সম্বন্ধ। বিপদের সঙ্গে তাঁর যেন বন্ধুত্ব ছিল।
১৮৪৯ খ্রিস্টাব্দে পত্নীর কাছে লিখেছিলেন :
প্রিয়তমে এনিটা, আমি ভাল আছি। য়্যানাগ্নির (Anagni) উদ্দেশ্যে সসৈন্যে চলেছি – বোধহয় কালই পৌঁছে যাব, কিন্তু কদিন যে সেখানে থাকব তা বলতে পারি না। য়্যানাগ্নিতে গিয়ে আমার সৈন্যদের জন্য পাব বন্দুক আর অন্যান্য সমরোপকরণ। তোমার নিরাপদে নাইসে (Nice) পৌঁছানর সংবাদ না পাওয়া পর্যন্ত আমি সুস্থির হতে পারছি না। তুমি বীররমণী! নারীস্বভাবসম্পন্ন এই ইতালীয় জাতিকে তুমি নিশ্চয় ঘৃণার চক্ষে দেখবে! আমি এদের উন্নত করতে চেষ্টা করছি – জানি না কৃতকার্য হতে পারব কি না। এদের তুলতে হবে, কিন্তু পারব কি?
বিশ্বাসঘাতকতার বিষে এ-জাতি জর্জরিত। তুমি ত জান সমস্ত উদ্যম ব্যর্থ হয় বিভীষণগিরির জন্য, আর সেই কারণেই ইতালি জগতের কাছে এত হেয়, এত অপমানিত হয়ে আছে। আমার যখন মনে হয় আমি এই ইতালিতে জন্মগ্রহণ করেছি – আমার দেশবাসী এত কাপুরুষ, তখন আমার আত্মগ্লানি উপস্থিত হয় – কিন্তু রাণী, তাই বলে আমি দমে যাই না – মনের বল হারাই না, আমার স্বদেশের উন্নতি বিষয়ে কিছুমাত্র সন্দিহান হই না; বরং আশা করি একদিন না একদিন এজাতি জাগবে। বিশ্বাসঘাতকদের মুখোস খুলে গিয়েছে – তাদের চিনতে পেরেছে লোকে। ইতালি মরে নি – তার বুকের স্পন্দন এখনও থেমে যায় নি, আর একেবারে নিরাময় না হলেও এদেশ কতকটা সুস্থ হয়ে উঠবে নিশ্চয়! বিশ্বাসঘাতকতার যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে তাতেই এ জাতি জাগবে।
আমাকে তোমার সংবাদ দিও। তোমার খবর – মা ও ছেলে-মেয়ের খবর আমার চাই – নইলে যে আমি স্থির থাকতে পারব না প্রিয়ে। আমার জন্য ভেবো না – আমি বেশ ভালই আছি। আমাকে এবং আমার বার শত অনুচরকে দুর্ভেদ্য দুর্গের মত মনে করো। আজ রোম-এর রূপ অভিনব তার চারিদিকে বীরগণ সমবেত হয়েছে – এ দৃশ্য অতি সুন্দর। আমাদের সহায় ভগবান – কোনো ভয় নেই, বিদায়।
গ্যারিবল্ডি
(FAQ) গ্যারিবল্ডির প্রেমপত্র সম্পর্কে জিজ্ঞাস্য?
ইতালির বিখ্যাত স্বদেশপ্রেমী ও গ্যারিলা বাহিনীর নেতা।
ম্যাৎসিনির আন্দোলনে।
এনিটা।